
মাটির কপাল যেনো মৃন্ময়
টিপ আঁকলে সমস্যা কথায়?
ধর্ম কি আর টিপ চিনার কথা-
তবু হিংসার বাতির মধ্যভাগে চাঁদ
কতো না উপমার টিপ লাগান হয়;
অথচ অন্ধের বুলির ঠোঁটে গালাগলি
বেশ তো সংগোপনে আর টিপ ছুঁই
ওকালে ভণ্ডামির সাথে ডিজিটেল
চলে না- অতঃপর মৃন্ময় টিপ ছাড়া
কি আর চলে, সবই শূন্য শূন্য লাগে।
২৪চৈত্র ১৪২৮, ০৭এপ্রিল ২২
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




