
কি মেঘে, বৃষ্টি ঝরাইলি-
বৃষ্টির জলে- কাদা মাটি!
কাদার ভিতর জন্মিল মন-
মনের ছলনায় কাঁদাইলি খাঁটি;
মায়া মমতায়- তারায় তারায়
কয়া গেলি পূর্ণিমায় ঠোঁটে চাটি
ফাল্গুন গেলো- আগুন ধরল
এক আকাশে মুখের যত বুলি
সংসার ধর্মে কি সুখ পাইলি-
মেঘ হওয়ার আগে জানতে চাই!
এই সংসার ধর্মের ধরণি-
বল কি মেঘে, বৃস্টি ঝরাইলি;
০৯ শ্রাবণ ১৪২৯, ২৪জুলাই’২
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




