
এক বাস্তবতার রূপ ছুঁয়ে যায়,
এক জোড়া ঘাস ঘাসীনির ফুল-
অহমিকার ভেসপা কাঁদা মাটি
না ছুঁই- হিংসার উঙ্কি আকাশ
হেঁটে যাও যতদূর হেঁটে যাও-
পদ চিহ্ন যে,পরিচয় শূন্য মেঘ!
প্রতিপক্ষ ভেবে নিলে-সংসার ধর্ম-
রাখলে প্রণয়ের অজুহাত শুধু দৈন্য!
মৃত্যুর দুয়ারি স্পর্শ নিয়ে অহমিকার
বজ্রপাতে ভস্ম কর না, এই বাস্তবতাই।
০৯ কার্তিক ১৪২৯, ২৫ অক্টোবর ’২২
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




