আমার স হ ধর্মিনী এর মুখের উপর দুই গালে দুইটা কালো তিল আছে , আমার সেই তিল দুইটা নিয়ে বিরক্তির শেষ নাই । আমি তাহাদিগকে সেখান থেকে উচ্ছেদ করিবার চাই। আর এজন্য আমি কয়েকটা বিউটি পারলারে নিয়ে গেলাম, এক পার্লার থেকে বলল দুইটা তিল দুই হাজার টকা লাগবো, তখন ভাবলাম অন্য কোথাও ট্রই করি হয়তো বা কমে হবে, গেলাম অন্য পার্লারে সেখানে যেয়ে শুনলাম তিনি এসব করেন না, ধানমন্ডি তে আমার গুরু আছে সেখানে নিয়ে গিয়ে আপনাকে করিয়ে আনতে পারি তবে টাকা লাগবে ১৪০০০/= বা ১৫০০০/= , আমি বললাম ( আমি না স হ ধর্মিনী বলল আমি বাহিররে দারিয়ে ছিলাম , কারন পুরুষ সেখানে এ্যালাউ ছিল না) অমুক পার্লার তো দুই হাজার টাকা ছাইল, তখন সে বলল ওরা আপনার স্কিন নষ্ট করে ফেলবে, ক্ষত হবে স্থায়ি দাগ হয়ে যাবে , আরো অনেক কিছু, পরে ভয়ে আর এসব চিন্তা করি নাই, এখন আবার মনে হচ্ছে এটা করার দরকার, ভাইয়েরা কিভাবে কোথায় অলপ খরচে আমি তিল দুইটা উচ্ছেদ করিতে পারি যদি পরামর্শ দেন তাহলে উপকার হয়।
তিল কিন্তু আবার যে সে তিল না একেকটা গোটা আচিল এর মত।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




