somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। জেব্রা ক্রসিং # ব্লগারস আড্ডা - সাথে আছেন রাজসোহান।।

২১ শে মে, ২০১২ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ লিখছেন ২ বছর ৪ মাস ধরে , লিখেছেন ৯৭ টি পোস্ট । সকল পোস্ট দেখা হয়েছে ১৫৩৭৮৮ বার ।
মন্তব্য করেছেন ৩৬৬৩৯টি , পেয়েছেন ১৬৬৬৮টি ।
বুঝে ফেলেছেন হয়তো ,
আজকের জেব্রা ক্রসিং ব্লগারস আড্ডায় রাজসোহান আমাদের অতিথি ।
তার সাথে খুব সুন্দর একটি আলোচনা হল , নানান ভাবে সামুর নানান বিতর্কিত বিষয় নিয়ে একে একে কথা বলে গেলেন তিনি । আলোচনায় সর্বাধিক গুরুত্ব পেয়েছিল সামুর মডারেশন এর স্বচ্ছতা , সামুর বিজ্ঞাপন নীতি এবং ব্লগারদের নানান অভিযোগ নিয়ে । এছাড়াও কথা বলেছেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ।
আসুন চোখ বুলাই সেই আলোচনায় -


জেব্রা ক্রসিং - সোহান ভাই ,
সামু তে আপনার শুরু টা কিভাবে ?

রাজসোহান - গুগলের সার্চ ইঞ্জিন থেকে, গুগল ভালো মামা

জেব্রা ক্রসিং - মামার কাছ থেকে তো খোঁজ টা পেলেন
এরপর ?



রাজসোহান - সামুতে শুরুটা একদমই অদ্ভুত , আমি নেট ইউজ করি তখন মাত্র ৩ সপ্তাহ । একদিন গুগলের সার্চ ইঞ্জিন থেকে লিঙ্কে গিয়ে দেখি যা আছে সব বাংলায়! অভিভূত । এরপর ধুপ করে নিক খুলে ফেললাম । নিক খুলেছি দুপুরের পর পর
রাতে আরেকবার ঢুকে ভালোমতো নিয়মকানুন পড়লাম । পড়ে অনেক আগে ডায়রিতে লিখা একটা কবিতা টাইপ করে পোস্ট দিলাম ।



জেব্রা ক্রসিং - হুম
রাতের হৃদয় কবিতা
এটি ছিল আপনার প্রথম পোস্ট !



রাজসোহান - এটাই শুরু
হ্যাঁ, এটাই প্রথম পোস্ট । আহা, বুকের বাম পাশে চিনচিন করে



জেব্রা ক্রসিং - সাড়া কেমন পেয়েছিলেন ?

রাজসোহান - রাত ১১টায় পোস্ট দিয়েছিলাম, সকাল ১১টায় দেখি একজন কমেন্ট করসে! ২জন কমেন্ট করেছিলো



জেব্রা ক্রসিং - খারাপ লেগেছিল এ জন্য?


রাজসোহান - নাহ! কেউ কমেন্ট করতে পারে এটাই ধারণায় ছিলো না, কারণ আমি একজনের পোস্টে গিয়ে দেখি আমি কমেন্ট করতে পারছি না । তাই আর কারো ব্লগে ঢুকিনি
সেভাবে হঠাৎ করে আমার ব্লগে সম্পূর্ন অপিরিচিত কেউ এসে কমেন্ট করেছে । অন্যরকম অনুভুতি লেগেছিল



জেব্রা ক্রসিং - আপনার শুরু টা ডিসেম্বর ২০০৯ এ । এক বছর পর একজন আপনাকে সেরা ব্লগার হিসেবে স্বীকৃত দিলো
অনুভূতি কেমন ছিল ?


রাজসোহান - ব্যাপারটায় মজা পেয়েছিলাম, কারণ এর আগেও ব্লগে টুকটাক কে যেনো ভোটিং করে সেরা ব্লগার নির্বাচন করেছিলো, সেখানে সেরা ব্লগার হয়েছিলো লালছাগু :D


জেব্রা ক্রসিং - লাল ছাগু টা কে ?

রাজসোহান - একজন বিখ্যাত ছাগু, যার নিকের নাম লালসালু, সে কবিতা লিখত, তার কবিতাগুলো ছিলো খুবই সোজা


জেব্রা ক্রসিং - ও আচ্ছা
আপাতত আমরা ছাগু প্রসঙ্গে না যাই
লাম, দেখলাম,জয় করলাম - এই বিশেষণটি আপনার ক্ষেত্রে ব্যাবহার করা হয়েছিল
সামু তে মাত্র ১ বছরে আপনার মতো জনপ্রিয়তা আর কেউ আদায় করে নিতে পারে নি
আপনার এই জনপ্রিয়তার কারণ কি



রাজসোহান - পুত্তুম পিলাচ


জেব্রা ক্রসিং - মানে ? শব্দের স্রষ্টা কি আপনি !

রাজসোহান - জনপ্রিয়তার কারণ পুত্তুম পিলাচ, সামুতে প্রথম ৩ মাস আমার ভেতর একটা এডভেঞ্চার কাজ করতো, যে পোস্টই আসুক না কেনো, আমি সবার আগে পিলাচ দিয়া আসবো, তখন সামুতে প্লাস মাইনাস বাটন ছিলো
তো, এরম আমি প্রায় সব পোস্টেই পুত্তুম পিলাচ দিতাম :P সেসময় কম পোস্টই আমার পুত্তুম পিলাচের হাত থেকে রেহাই পাইসে ।



জেব্রা ক্রসিং - ও আচ্ছা !!!
মিশুক হিসেবে আপনার অনেক সুনাম আছে ।
এটিও কি আপনাকে জনপ্রিয় হতে সাহায্য করেছে ?

রাজসোহান – হয়তো


জেব্রা ক্রসিং - সামুর জনপ্রিয় ব্লগারদের নাম নিলে আপনার নাম উপরের দিকে থাকবে ,এটি ভেবে কি আনন্দ পান ?

রাজসোহান - প্রথম দুইতিনবার পেয়েছিলাম


জেব্রা ক্রসিং - এই জনপ্রিয়তা কি আপনার মধ্যে অহংকার বোধ সৃষ্টি করেছে ?

রাজসোহান - বরং বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছে


জেব্রা ক্রসিং – যেমন

রাজসোহান - যেমন ফেসবুকে প্রায়ই মেসেজ আসতো, "সোহান ভাই কি কর্লে সামুতে আপ্নার মতো জনপ্রিয় হওয়া যাবে, প্লীজ আমাকে হেল্প করুন" এই টাইপ
অথচ আমি সম্পূর্ন নির্দোষ ছিলাম

জেব্রা ক্রসিং - হা হা হা
আপনার কাছে জনপ্রিয় হওয়ার টিপস চায় অনেকে !
টিপস দেন নাকি নিরাশ করেন

রাজসোহান - টিপসতো কিছু জানতাম না, যদি অনলাইনে থাকতো, তাহলে ম্যালাখন আড্ডা মারতাম

জেব্রা ক্রসিং - আড্ডাবাজ হিসেবেই তো আপনার বেশি জনপ্রিয়তা বলে আমার মনে হয়

রাজসোহান - জনপ্রিয়তায় তিতা হয়ে গেছে

জেব্রা ক্রসিং - যাই হোক , জনপ্রিয়তা ক্যাচাল হল অনেক । ২ বছরে আপনি ৯৭ টি পোস্ট করেছেন ,
বলতে গেলে পাঁচ মিশালি !
গল্প , কবিতা , প্যারোডি , সাটায়ার , টেকি
বহুমুখী প্রতিভা ?


রাজসোহান - যখন যেটা মনে হয়েছে সেটাই লিখেছি, এর কোন গোপন রহস্য নাই

জেব্রা ক্রসিং - কোন গোপন রহস্য আছে তা তো বলি নি !
আপনার লেখালেখির শুরু কি ডায়েরির পাতা ?


রাজসোহান - না, বইয়ের পাতা, বইয়ের পাতায়, "তুমি যেনো দূরে, আমি যাবো উড়ে" টাইপ লেখা লিখে রাখতাম

জেব্রা ক্রসিং – তুমি টা কে

রাজসোহান - এখন যার সাথে প্রেম করি


জেব্রা ক্রসিং - আচ্ছা , এই ব্যাপারে পড়ে আসি ।
আপনার লেখালেখিতে উৎসাহ দিতেন কে ?


রাজসোহান - কেউ না

জেব্রা ক্রসিং – মা , বাবা , বন্ধু ?


রাজসোহান - কেউ না, যেটুকু উত্সাহ পেয়েছি সেটা ব্লগে এসেই, হাসান ভাই, তিথী আপু, পারভেজ ভাই, সবাক ভাই....
রানা ভাই


জেব্রা ক্রসিং - ও আচ্ছা !
৯৭ টি পোস্ট লিখেছেন
এর মধ্যে সবচেয়ে প্রিয় লেখা কোন টি

রাজসোহান - তোমার ঠোঁটে আঁকবো বিষাক্ত পাপ"

জেব্রা ক্রসিং - ও আচ্ছা !!!!!
এমনিতে আপনি কোন ধরনের লেখা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন


রাজসোহান - প্রলাপ লিখতে স্বাছন্দ্য বোধ করি, যেগুলো অনেকসময় লিরিকে রূপান্তর হয়ে যায়

জেব্রা ক্রসিং - লিরিক ? আপনি কি গান করেন ?

রাজসোহান - না, গান শুনি

জেব্রা ক্রসিং – গান লিখেন ?

রাজসোহান - মাঝে মাঝে

জেব্রা ক্রসিং - বাহ , গীতিকার সোহান !

রাজসোহান - লিরিসিস্ট সোহান

জেব্রা ক্রসিং - হাঁস এর বড় জাত হল রাজহাঁস
রাজসোহান এর মাজেজা কি


রাজসোহান - কোনরকম মাজেজা নাই, আমার পুরা নাম রাজিউর রহমান সোহান, তাই নিক খুলার সময় পুরা নামের অল্পএকটু সোহানের সাথে লাগিয়ে "রাজসোহান" নিসি



জেব্রা ক্রসিং - বুদ্ধিমান পুলা !
একটা মজার কথা বলি ,
আমি যখন আপনার লেখা পড়তাম , তখন নামের দিকে তেমন তাকাতাম না ,
আমি ভেবেছিলাম আপনার নাম রাজসোয়ান
বাংলা ইংরেজি মিলিয়ে করেছেন :p

রাজসোহান - আসলে বুদ্ধিমান পুলা আমি, ভাগ্যিস ঐ সময় নাম সোহান দ্যা স্পিড রাখি নাই :/



জেব্রা ক্রসিং - রাখলে কি হতো ? :p

রাজসোহান - ধৈরা এফডিসিতে নামায় দিতো!



জেব্রা ক্রসিং - হা হা হা
আচ্ছা ,
আপনার ব্যক্তিজীবন নিয়ে কিছু বলুন


রাজসোহান - ব্যক্তিজীবনে আমি ঘরকুনো পোলা, তবে মনে হচ্ছে প্রেমের টানে ঘর ছাড়তে পারি :/



জেব্রা ক্রসিং - 'রাজিউর রহমান দূর দ্বীপ বাসিনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ''
ইহা আপনার রিলেশনশিপ স্ট্যাটাস
এটা নিয়ে কিছু বলবেন

রাজসোহান - বাক্যটির মাঝে গঠনগত ভুল আছে, "রাজিউর রহমানের সাথে দূর দ্বীপ বাসিনী বিবাহ বন্ধনে আবদ্ধ"
বললাম ওটা নিয়ে কিছু


জেব্রা ক্রসিং - ভুল ধরতে তো বলি নি

বিয়ে যে করেছেন , বন্ধুবান্ধব দাওয়াত পেয়েছিল নাকি চুপিচুপি করেছেন

রাজসোহান - বড় কঠিন প্রশ্ন! বিয়ের সময় বন্ধু বান্ধব ছিলো না, বিয়ের পর বন্ধ বান্ধবের সাথে দেখা হয়েছে



জেব্রা ক্রসিং - বাসর রাত কই হল ? ;)
তা, ভাবীর নাম কি !


রাজসোহান - বাসর রাত বাসর ঘরে হয়েছে :P
নাম, দ্বীপা


জেব্রা ক্রসিং - বাহ সুন্দর নাম
সোহানীদ্বীপা !
সুন্দর !
ভাবীর সাথে প্রথম দ্যাখা কোথায় ?


রাজসোহান - একদিন দুরের দ্বীপে গেলাম, সেখানে দেখা দ্বীপার সাথে ।



জেব্রা ক্রসিং - কোন দ্বীপে ?

রাজসোহান - সেই নাম না জানা দ্বীপে :(



জেব্রা ক্রসিং - নাম না জানা দ্বীপে আপনি কিভাবে পৌছালেন !

রাজসোহান - রাজহাঁস হয়ে সাঁতার কেটে



জেব্রা ক্রসিং - পুলাপান হুদ্দাই কথা প্যাঁচায় !!!!

আপনার পরিবারে কে কে আছেন


রাজসোহান - বাবা, মা, বোন, একটি ল্যাপটপ



জেব্রা ক্রসিং - টিভি, ফ্রিজ , এসি , পাখা , এসব নাই ?


রাজসোহান - না, এসব আবার নাই, এরা বেশী দামী :(



জেব্রা ক্রসিং – থাকেন কোথায়

রাজসোহান - একটি ঘরে



জেব্রা ক্রসিং - সোজা সাপ্টা জবাব দিন।
সেই ঘর টি কোথায় ? জায়গার নাম


রাজসোহান - ঘরটা একটা বিল্ডিংয়ের ভেতর, জায়গার নাম ১২ নাম্বার সি ব্লক
:/
ধমক দেন ক্যা ?
হু




জেব্রা ক্রসিং - আরে মিয়া , এতো প্যাঁচান ক্যা !
পেটে কি কৃমি আছে ?

রাজসোহান - না, পেট ভর্তি প্রেম আছে, জিলাপির প্যাঁচের মতো প্রেম নিয়া ঘুরি



জেব্রা ক্রসিং - আপনার শিক্ষাজীবন , চাকরি
এই সম্পর্কে একটু বলবেন

রাজসোহান - শিক্ষা জীবন: আন্ডার অনার্স :P
চাকরি জীবন: বিডিস্পোর্টসনিউজের কোঅর্ডিনেটর হিসেবে আছি




জেব্রা ক্রসিং - আন্ডার অনার্স হওয়ার পেছনে কোন কারণ ?
পাঠকদের সাথে শেয়ার করবেন ?

রাজসোহান - উমম, না



জেব্রা ক্রসিং - আপনার ব্যক্তিজীবন নিয়ে আপনি কি খুশী ?

রাজসোহান - খুবই খুশি
তবে এখনও পাওয়ার অনেক বাকী আছে




জেব্রা ক্রসিং - আবার ব্লগে ফিরে যাই ।

ব্লগের বর্তমান অবস্থার সাথে আপনার শুরুর দিকের অবস্থার মুল্ল্যায়ন কিভাবে করবেন

রাজসোহান - আকাশ-পাতাল মূল্যায়ন করবো



জেব্রা ক্রসিং - একটু বিস্তারিত বলবেন ?

রাজসোহান - যখন আমি ব্লগে আসি তখনই তার আগের পুরানা ব্লগাররা বলতো আগের ব্লগ আর নাইরে, সব খালি ফালতু লিখে" তারা ফালতু লিখা বলতে ঠিক কি বোঝাতেন সেটা তখন বুঝি নাই, তবে এখন বুঝি প্রথম পাতায় সমানে কপি পেষ্ট পোস্টের দৌরাত্ম্য দেখে
তবে আমি বলছি না যে এখন ভালো লেখা কম আসে




জেব্রা ক্রসিং - তো কি বলছেন

রাজসোহান - বিষয়টা যেটা আমার মনে হয়, আগে মানুষ লেখার জন্যই সামুতে আসতো এখন আসে ব্যবসার জন্য! কারণ সামু বাংলাদেশের শীর্ষ ৪ এর ভেতর থাকা একটি সাইট, যেখানে বিনা পয়সায় বিজ্ঞাপন দেয়া যায়
তারা "পোস্ট" কনসেপ্টটাকে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে
আর এটার ভিড়ে ভালো লেখা গুলো হারিয়ে যায় . ভালো লেখা এখন খুঁজে বের করে পড়তে হয়



জেব্রা ক্রসিং - বিজ্ঞাপনের কথা যখন এলো ই
তখন একটি ব্যাপার হাইলাইট করি ।
কয়েকদিন আগে সামুতে একটি ফ্ল্যাট এর বিজ্ঞাপন দেওয়া হয় । সেখানে ফ্ল্যাট এর ছবি টা অনেক ছোট ছিল , কিন্তু তার উপরেই একজন নারীর আবেদন্ময়ী ছবি ছিল ।
এটি নিয়ে সামু ব্লগের প্রথমসারির ব্লগাররা তীব্র প্রতিবাদ করেন
এই সম্পর্কে আপনার কি মত ?
এক কথায় সামুর প্রকাশিত বিজ্ঞাপনসমূহ নিয়ে আপনার মন্তব্য কি

রাজসোহান - সামুতেতো বিজ্ঞাপন দেয়াই হয় না! এখন যেসব বিজ্ঞাপন দেখা যাচ্ছে এগুলো এসেছে কবে? ২ মাস হয়নি এখনও
কিন্তু একটা সাইট চালাতে গেলে অবশ্যই সেটার একটা খরচ আছে
সেই খরচটা বহন করতে হবে সাইটের কতৃপক্ষকেই
ব্লগাররা এখানে লেখার স্বাধীনতা পাচ্ছে বিনিময়ে তারা সাইটকে কি দিচ্ছে?
তারা রেঙ্কিংয়ে সাইটকে সর্বোচ্চ স্থানে রাখছে
এর বেশী কিছু? সুতরাং সাইটের খরচের ব্যাপারটা সাইটকেই খুঁজে নিতে হবে আর এর ফলেই বিজ্ঞাপন নেয়া




জেব্রা ক্রসিং - বিজ্ঞাপন দিবে , দেওয়া উচিত
কিন্তু নারীদের এভাবে উপস্থাপন করা টা কতটুকু যৌক্তিক ?

রাজসোহান - বিজ্ঞাপনের অর্থই হচ্ছে দৃষ্টি আকর্ষন করা, এখানে কাজ করবে ব্যবসায়িক লজিক, ন্যায় অন্যায়ের লজিক এখানে কাজ করবে না, যে বিজ্ঞাপনটা ছিলো সেটা ব্লগাররা প্রতিবাদ করেছে বটে কিন্তু ব্যবসায়িক লজিকটা এখানে খেটেছে, ফলে লাভ যা হবার হয়েছে, প্রতিষ্ঠানটার পরিচিতি পেয়েছে... উপস্থাপন করা কতটুকু যৌক্তিক? অভাবে উপস্থাপন হয়েছে বলেই না ব্লগারদের চোখে পরেছে বিষয়টা!



জেব্রা ক্রসিং - তারমানে আপনি নারীদের এভাবে বিজ্ঞাপনে উপস্থাপন করাকে সমর্থন করছেন ?

রাজসোহান - "নারীদের এভাবে" কথাটা যথেষ্ট ফালতু, নারীতো মানুষই তাই না? তার উপস্থাপন ভঙ্গিকে কেনো এভাবে ওভাবে বলে বিশ্লেষন করা হবে?



জেব্রা ক্রসিং - নারীরা মানুষ ই ,
কিন্তু কিছু বিজ্ঞাপনদাতারা নারীদের এসব ক্ষেত্রে পণ্য হিসেবে ব্যাবহার করছে , নিশ্চয় এটি ঠিক নয়

রাজসোহান - সেটা তাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, আর আমাদের চোখ দিয়ে দেখছি ন্যায় অন্যায়ের দৃষ্টিভঙ্গি, আমাকে যে প্রশ্নটা করা হয়েছিলো, "নারীদের এভাবে" আমি সমর্থন করি কিনা?

"নারীদের এভাবে" ছাড়াও যেকোন বিজ্ঞাপন অনেকবেশী হিউমার দিয়ে নির্মান করা যায়, আমি সেটিই সমর্থন করি



জেব্রা ক্রসিং - সামুর আরেকটি বিতর্কিত বিষয় সামুর মডারেশন ব্যাবস্থা!
কয়েকদিন আগে চেয়ারম্যান০০৭ এর ছবি ব্লগ পোস্ট এর কাউন্টারে করা প্রিন্স অফ ব দ্বীপ এর ফান পোস্ট সামুর মডু রা রিমুভ করেছে এবং প্রিন্স কে জেনারেল বানিয়ে দেওয়া হয়েছে ।
মডারেশন নিয়ে আপনার কি মত


রাজসোহান - মডারেশন নিয়ে আমার মত, "কপি পেষ্ট পোস্টের দৌরাত্ম্য রোধে ব্যর্থ হওয়া ছাড়া সামুর মডারেশন স্বচ্ছ"



জেব্রা ক্রসিং - সামুর মডারেশনকে আরও স্বচ্ছ হতে হবে" শুধুমাত্র এই কমেন্ট করার জন্য সামুর আরও একজন পরিচিত ব্লগারকে জেনারেলে নামিয়ে দেওয়া হয়েছে ,

এটাই কি স্বচ্ছের নমুনা ?

রাজসোহান - শুধু এই কমেন্টের জন্যই তাকে জেনারেলে নামিয়ে দেয়া হয়েছে এরকম প্রমান সে দিয়েছে?


জেব্রা ক্রসিং - সে একটি পোস্ট দিয়েছে এবং বলেছে যে শুধুমাত্র 'সামুর মডারেশনকে আরও স্বচ্ছ হতে হবে' এই কমেন্ট এর জন্য তাকে জেনারেলে নামিয়ে দেওয়া হয়েছে
এ ক্ষেত্রে আপনি কি বলবেন


রাজসোহান - সে বললেইতো হলো না, কাউকে জেনারেল বানানো হলে তাকে মেইলে কারণ সহ বলে দেয়া হয় যে তাকে ঠিক কি কারণে নামিয়ে দেয়া হয়েছে, তাকে যদি মেইলে এই কথাটার কারণে জেনারেলে নামিয়ে দেয়া হয়েছে এরকম বলা হয়ে থাকে তবে মেইলে এটাও লেখা আছে ঠিক কি কারণে নামিয়ে দেয়া হয়েছে
অনেকসময় এরকম হয় যে ব্লগাররা মনে করে তার লাস্ট কমেন্টের কারণে তাকে জেনারেল করা হয়েছে, আসলে বিষয়টি সেরকম নয় । এমনতো হতে পারে জেনারেল হবার আগে ওটাই ছিলো তার লাস্ট কমেন্ট, তাই সে মনে করছে এ কারনেই জেনারেল করা হয়েছে




জেব্রা ক্রসিং - সামুতে বাড়তে থাকা ১৮+ পোস্ট নিয়ে আপনার মতামত কি ?
আপনার মনে হয় না এই সব ১৮+ পোস্ট সামুর পরিবেশ নষ্ট করছে ?
বেশীরভাগ ক্ষেত্রে এসব পোস্ট নস্টামি কে হার মানায়

রাজসোহান - হ্যাঁ, একমত
মাত্রাতিরিক্ত ১৮+ পোস্ট ক্ষতিকর সবার জন্যই
কারণ এসব পোস্টে যৌন সুরসুড়ি বা হিউমার প্রবল আকারে থাকে
আর সেটা একজন ১৩ বা ১৫ বছর বয়স্ক ছেলে মেয়ে যারা ব্লগ পড়ে তাদের জন্য ক্ষতিকর




জেব্রা ক্রসিং - এসব যৌন সুড়সুড়ি মূলক পোস্ট ঠেকাতে সামুর মডারেশন ব্যাবস্থা ব্যর্থ !
স্বীকার করবেন ?

রাজসোহান - আগে বলেছিলাম "কপি পেষ্ট পোস্টের দৌরাত্ম্য রোধে ব্যর্থ"
এসব পোস্ট কপি পেষ্ট হয় ফেসবুকের ১৮+ পেইজ থেকে
খেয়াল কর্লে দেখা যাবে যারা অনুবাদ করে পোস্ট দেয় তারা বেশ সফলতার সাথেই ভালো অনুবাদ করে



জেব্রা ক্রসিং - তারমানে আপনি বলতে চান এই একটি বিষয় বাদে সামুর মডারেশন ঠিক আছে ?
এমনটাই হওয়া উচিত ?

রাজসোহান - বলিনিতো এমনটাই হওয়া উচিত!
এখানে মডারেশন ব্যর্থ, এই বলে হাউকাউ করা ছাড়া আমরা আর কি করতে পারবো?
ব্লগাররা কি পারবে এইসব প্রতিরোধে পুরো ৩/৪ দিন ব্লগে লগিন বা ভিজিটর হিসেবে না থাকতে? পারবে না?
যদি ব্লগাররা কখনো এরকম শক্ত অবস্থানে যেতে পারে তখন কতৃপক্ষ নতুন করে ভাবতে বাধ্য
নচেত নয়



জেব্রা ক্রসিং - সামুতে আপনার দীর্ঘ পথচলাকে কিভাবে মূল্যায়ন করবেন

রাজসোহান - ২ বছর মোটেই দীর্ঘ নয়, তাই এখনও মূল্যায়ন করতে পারছি না!


জেব্রা ক্রসিং - তাহলে এই ক্ষুদ্র সময়টাকেই করুন

রাজসোহান - আগে সামুতে লিখতে কমেন্ট করতে পড়তে খুব ইচ্ছা করতো, এখন আর সেরকম ভাবে করে না
এটাই মূল্যায়ন




জেব্রা ক্রসিং - সামুতে লেখালেখি করে অনেকে বিখ্যাত হয়েছেন , অনেক পুরষ্কার পেয়েছেন ,
আপনি কি এমন কিছুর আশা করেন ?

রাজসোহান - কখনই না :) আমি সামুতে ততদিন লিখে গেছি যতদিন আমার কিবোর্ড লেখার জন্য ক্ষুধার্ত ছিলো...


জেব্রা ক্রসিং - একটি ব্যাপার বলতে ভুলে গেছি
আপনি সামুর সব পোস্ট ড্রাফট করে ফেলেছিলেন
এর পেছনে কোন কারণ ?


রাজসোহান - এখনও ৬০ টা পোস্ট ড্রাফট আছে ;) সব পোস্ট ড্রাফট করিনি, ১০/১২ টা রেখেদিয়েছিলাম, ড্রাফট করার একটা কারণ ছিলো বারবার চেক কর্তাম নিজের ব্লগ, এই চেক করার ঝামেলা থেকে রেহাই পেতে ড্রাফটে নিয়েছিলাম



জেব্রা ক্রসিং - তাহলে আপনার মোট পোস্ট এর সংখ্যা ৯৭+৬০ ?

রাজসোহান – হ্যাঁ


জেব্রা ক্রসিং - আগে বলেন নি তো , আমি ভেবেছিলাম ৯৭ টিই । আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি

রাজসোহান - ব্যবসায়ী হওয়া


জেব্রা ক্রসিং - কিসের ব্যাবসা করবেন

রাজসোহান - ভবিষ্যত বলে দেবে


জেব্রা ক্রসিং - জানার অপেক্ষায় থাকলাম !

সোহান ভাই , আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য । খুব সুন্দর একটি আলোচনা হল আমাদের মাঝে !
আশা করি ব্লগাররা এই আলোচনা হতে নানান বিষয় জানতে পারবে ।


রাজসোহান - এখন ঘুমাইতে যাই? তবে একটা কথা, ব্লগে কেউ জেনারেল হলে যেভাবে পুরো ব্লগে সাড়া পরে যায় ব্যাপারটার কোন দরকারই নাই, জেনারেল মিনিষ্টার সবাই ব্লগার!


জেব্রা ক্রসিং - জি ঘুমাতে যান । সোয়া চার টা বেজে গেছে ।
আমাদের আলোচনা শেষ ।

ধন্যবাদ , শুভ রাত্রি , শুভ সকাল

রাজসোহান - শুভ রাত্রি




লেখকের বক্তব্য - জেব্রা ক্রসিং এর দ্বিতীয় পর্ব এটি । আগামী পর্বে আসবে আরেকজন নন্দিত ব্লগার ।
আপনারা কাউকে এই আড্ডায় দেখতে চাইলে কমেন্ট এ নাম সাজেস্ট করতে পারেন । ধন্যবাদ ।




ব্লগ লিখছেন ২ বছর ৪ মাস ধরে , লিখেছেন ৯৭ টি পোস্ট । সকল পোস্ট দেখা হয়েছে ১৫৩৭৮৮ বার ।
মন্তব্য করেছেন ৩৬৬৩৯টি , পেয়েছেন ১৬৬৬৮টি ।
বুঝে ফেলেছেন হয়তো ,
আজকের জেব্রা ক্রসিং ব্লগারস আড্ডায় রাজসোহান আমাদের অতিথি ।
তার সাথে খুব সুন্দর একটি আলোচনা হল , নানান ভাবে সামুর নানান বিতর্কিত বিষয় নিয়ে একে একে কথা বলে গেলেন তিনি । আলোচনায় সর্বাধিক গুরুত্ব পেয়েছিল সামুর মডারেশন এর স্বচ্ছতা , সামুর বিজ্ঞাপন নীতি এবং ব্লগারদের নানান অভিযোগ নিয়ে । এছাড়াও কথা বলেছেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ।
আসুন চোখ বুলাই সেই আলোচনায় -


জেব্রা ক্রসিং - সোহান ভাই ,
সামু তে আপনার শুরু টা কিভাবে ?

রাজসোহান - গুগলের সার্চ ইঞ্জিন থেকে, গুগল ভালো মামা

জেব্রা ক্রসিং - মামার কাছ থেকে তো খোঁজ টা পেলেন
এরপর ?



রাজসোহান - সামুতে শুরুটা একদমই অদ্ভুত , আমি নেট ইউজ করি তখন মাত্র ৩ সপ্তাহ । একদিন গুগলের সার্চ ইঞ্জিন থেকে লিঙ্কে গিয়ে দেখি যা আছে সব বাংলায়! অভিভূত । এরপর ধুপ করে নিক খুলে ফেললাম । নিক খুলেছি দুপুরের পর পর
রাতে আরেকবার ঢুকে ভালোমতো নিয়মকানুন পড়লাম । পড়ে অনেক আগে ডায়রিতে লিখা একটা কবিতা টাইপ করে পোস্ট দিলাম ।



জেব্রা ক্রসিং - হুম
রাতের হৃদয় কবিতা
এটি ছিল আপনার প্রথম পোস্ট !



রাজসোহান - এটাই শুরু
হ্যাঁ, এটাই প্রথম পোস্ট । আহা, বুকের বাম পাশে চিনচিন করে



জেব্রা ক্রসিং - সাড়া কেমন পেয়েছিলেন ?

রাজসোহান - রাত ১১টায় পোস্ট দিয়েছিলাম, সকাল ১১টায় দেখি একজন কমেন্ট করসে! ২জন কমেন্ট করেছিলো



জেব্রা ক্রসিং - খারাপ লেগেছিল এ জন্য?


রাজসোহান - নাহ! কেউ কমেন্ট করতে পারে এটাই ধারণায় ছিলো না, কারণ আমি একজনের পোস্টে গিয়ে দেখি আমি কমেন্ট করতে পারছি না । তাই আর কারো ব্লগে ঢুকিনি
সেভাবে হঠাৎ করে আমার ব্লগে সম্পূর্ন অপিরিচিত কেউ এসে কমেন্ট করেছে । অন্যরকম অনুভুতি লেগেছিল



জেব্রা ক্রসিং - আপনার শুরু টা ডিসেম্বর ২০০৯ এ । এক বছর পর একজন আপনাকে সেরা ব্লগার হিসেবে স্বীকৃত দিলো
অনুভূতি কেমন ছিল ?


রাজসোহান - ব্যাপারটায় মজা পেয়েছিলাম, কারণ এর আগেও ব্লগে টুকটাক কে যেনো ভোটিং করে সেরা ব্লগার নির্বাচন করেছিলো, সেখানে সেরা ব্লগার হয়েছিলো লালছাগু :D


জেব্রা ক্রসিং - লাল ছাগু টা কে ?

রাজসোহান - একজন বিখ্যাত ছাগু, যার নিকের নাম লালসালু, সে কবিতা লিখত, তার কবিতাগুলো ছিলো খুবই সোজা


জেব্রা ক্রসিং - ও আচ্ছা
আপাতত আমরা ছাগু প্রসঙ্গে না যাই
লাম, দেখলাম,জয় করলাম - এই বিশেষণটি আপনার ক্ষেত্রে ব্যাবহার করা হয়েছিল
সামু তে মাত্র ১ বছরে আপনার মতো জনপ্রিয়তা আর কেউ আদায় করে নিতে পারে নি
আপনার এই জনপ্রিয়তার কারণ কি



রাজসোহান - পুত্তুম পিলাচ


জেব্রা ক্রসিং - মানে ? শব্দের স্রষ্টা কি আপনি !

রাজসোহান - জনপ্রিয়তার কারণ পুত্তুম পিলাচ, সামুতে প্রথম ৩ মাস আমার ভেতর একটা এডভেঞ্চার কাজ করতো, যে পোস্টই আসুক না কেনো, আমি সবার আগে পিলাচ দিয়া আসবো, তখন সামুতে প্লাস মাইনাস বাটন ছিলো
তো, এরম আমি প্রায় সব পোস্টেই পুত্তুম পিলাচ দিতাম :P সেসময় কম পোস্টই আমার পুত্তুম পিলাচের হাত থেকে রেহাই পাইসে ।



জেব্রা ক্রসিং - ও আচ্ছা !!!
মিশুক হিসেবে আপনার অনেক সুনাম আছে ।
এটিও কি আপনাকে জনপ্রিয় হতে সাহায্য করেছে ?

রাজসোহান – হয়তো


জেব্রা ক্রসিং - সামুর জনপ্রিয় ব্লগারদের নাম নিলে আপনার নাম উপরের দিকে থাকবে ,এটি ভেবে কি আনন্দ পান ?

রাজসোহান - প্রথম দুইতিনবার পেয়েছিলাম


জেব্রা ক্রসিং - এই জনপ্রিয়তা কি আপনার মধ্যে অহংকার বোধ সৃষ্টি করেছে ?

রাজসোহান - বরং বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছে


জেব্রা ক্রসিং – যেমন

রাজসোহান - যেমন ফেসবুকে প্রায়ই মেসেজ আসতো, "সোহান ভাই কি কর্লে সামুতে আপ্নার মতো জনপ্রিয় হওয়া যাবে, প্লীজ আমাকে হেল্প করুন" এই টাইপ
অথচ আমি সম্পূর্ন নির্দোষ ছিলাম

জেব্রা ক্রসিং - হা হা হা
আপনার কাছে জনপ্রিয় হওয়ার টিপস চায় অনেকে !
টিপস দেন নাকি নিরাশ করেন

রাজসোহান - টিপসতো কিছু জানতাম না, যদি অনলাইনে থাকতো, তাহলে ম্যালাখন আড্ডা মারতাম

জেব্রা ক্রসিং - আড্ডাবাজ হিসেবেই তো আপনার বেশি জনপ্রিয়তা বলে আমার মনে হয়

রাজসোহান - জনপ্রিয়তায় তিতা হয়ে গেছে

জেব্রা ক্রসিং - যাই হোক , জনপ্রিয়তা ক্যাচাল হল অনেক । ২ বছরে আপনি ৯৭ টি পোস্ট করেছেন ,
বলতে গেলে পাঁচ মিশালি !
গল্প , কবিতা , প্যারোডি , সাটায়ার , টেকি
বহুমুখী প্রতিভা ?


রাজসোহান - যখন যেটা মনে হয়েছে সেটাই লিখেছি, এর কোন গোপন রহস্য নাই

জেব্রা ক্রসিং - কোন গোপন রহস্য আছে তা তো বলি নি !
আপনার লেখালেখির শুরু কি ডায়েরির পাতা ?


রাজসোহান - না, বইয়ের পাতা, বইয়ের পাতায়, "তুমি যেনো দূরে, আমি যাবো উড়ে" টাইপ লেখা লিখে রাখতাম

জেব্রা ক্রসিং – তুমি টা কে

রাজসোহান - এখন যার সাথে প্রেম করি


জেব্রা ক্রসিং - আচ্ছা , এই ব্যাপারে পড়ে আসি ।
আপনার লেখালেখিতে উৎসাহ দিতেন কে ?


রাজসোহান - কেউ না

জেব্রা ক্রসিং – মা , বাবা , বন্ধু ?


রাজসোহান - কেউ না, যেটুকু উত্সাহ পেয়েছি সেটা ব্লগে এসেই, হাসান ভাই, তিথী আপু, পারভেজ ভাই, সবাক ভাই....
রানা ভাই


জেব্রা ক্রসিং - ও আচ্ছা !
৯৭ টি পোস্ট লিখেছেন
এর মধ্যে সবচেয়ে প্রিয় লেখা কোন টি

রাজসোহান - তোমার ঠোঁটে আঁকবো বিষাক্ত পাপ"

জেব্রা ক্রসিং - ও আচ্ছা !!!!!
এমনিতে আপনি কোন ধরনের লেখা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন


রাজসোহান - প্রলাপ লিখতে স্বাছন্দ্য বোধ করি, যেগুলো অনেকসময় লিরিকে রূপান্তর হয়ে যায়

জেব্রা ক্রসিং - লিরিক ? আপনি কি গান করেন ?

রাজসোহান - না, গান শুনি

জেব্রা ক্রসিং – গান লিখেন ?

রাজসোহান - মাঝে মাঝে

জেব্রা ক্রসিং - বাহ , গীতিকার সোহান !

রাজসোহান - লিরিসিস্ট সোহান

জেব্রা ক্রসিং - হাঁস এর বড় জাত হল রাজহাঁস
রাজসোহান এর মাজেজা কি


রাজসোহান - কোনরকম মাজেজা নাই, আমার পুরা নাম রাজিউর রহমান সোহান, তাই নিক খুলার সময় পুরা নামের অল্পএকটু সোহানের সাথে লাগিয়ে "রাজসোহান" নিসি



জেব্রা ক্রসিং - বুদ্ধিমান পুলা !
একটা মজার কথা বলি ,
আমি যখন আপনার লেখা পড়তাম , তখন নামের দিকে তেমন তাকাতাম না ,
আমি ভেবেছিলাম আপনার নাম রাজসোয়ান
বাংলা ইংরেজি মিলিয়ে করেছেন :p

রাজসোহান - আসলে বুদ্ধিমান পুলা আমি, ভাগ্যিস ঐ সময় নাম সোহান দ্যা স্পিড রাখি নাই :/



জেব্রা ক্রসিং - রাখলে কি হতো ? :p

রাজসোহান - ধৈরা এফডিসিতে নামায় দিতো!



জেব্রা ক্রসিং - হা হা হা
আচ্ছা ,
আপনার ব্যক্তিজীবন নিয়ে কিছু বলুন


রাজসোহান - ব্যক্তিজীবনে আমি ঘরকুনো পোলা, তবে মনে হচ্ছে প্রেমের টানে ঘর ছাড়তে পারি :/



জেব্রা ক্রসিং - 'রাজিউর রহমান দূর দ্বীপ বাসিনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ''
ইহা আপনার রিলেশনশিপ স্ট্যাটাস
এটা নিয়ে কিছু বলবেন

রাজসোহান - বাক্যটির মাঝে গঠনগত ভুল আছে, "রাজিউর রহমানের সাথে দূর দ্বীপ বাসিনী বিবাহ বন্ধনে আবদ্ধ"
বললাম ওটা নিয়ে কিছু


জেব্রা ক্রসিং - ভুল ধরতে তো বলি নি

বিয়ে যে করেছেন , বন্ধুবান্ধব দাওয়াত পেয়েছিল নাকি চুপিচুপি করেছেন

রাজসোহান - বড় কঠিন প্রশ্ন! বিয়ের সময় বন্ধু বান্ধব ছিলো না, বিয়ের পর বন্ধ বান্ধবের সাথে দেখা হয়েছে



জেব্রা ক্রসিং - বাসর রাত কই হল ? ;)
তা, ভাবীর নাম কি !


রাজসোহান - বাসর রাত বাসর ঘরে হয়েছে :P
নাম, দ্বীপা


জেব্রা ক্রসিং - বাহ সুন্দর নাম
সোহানীদ্বীপা !
সুন্দর !
ভাবীর সাথে প্রথম দ্যাখা কোথায় ?


রাজসোহান - একদিন দুরের দ্বীপে গেলাম, সেখানে দেখা দ্বীপার সাথে ।



জেব্রা ক্রসিং - কোন দ্বীপে ?

রাজসোহান - সেই নাম না জানা দ্বীপে :(



জেব্রা ক্রসিং - নাম না জানা দ্বীপে আপনি কিভাবে পৌছালেন !

রাজসোহান - রাজহাঁস হয়ে সাঁতার কেটে



জেব্রা ক্রসিং - পুলাপান হুদ্দাই কথা প্যাঁচায় !!!!

আপনার পরিবারে কে কে আছেন


রাজসোহান - বাবা, মা, বোন, একটি ল্যাপটপ



জেব্রা ক্রসিং - টিভি, ফ্রিজ , এসি , পাখা , এসব নাই ?


রাজসোহান - না, এসব আবার নাই, এরা বেশী দামী :(



জেব্রা ক্রসিং – থাকেন কোথায়

রাজসোহান - একটি ঘরে



জেব্রা ক্রসিং - সোজা সাপ্টা জবাব দিন।
সেই ঘর টি কোথায় ? জায়গার নাম


রাজসোহান - ঘরটা একটা বিল্ডিংয়ের ভেতর, জায়গার নাম ১২ নাম্বার সি ব্লক
:/
ধমক দেন ক্যা ?
হু




জেব্রা ক্রসিং - আরে মিয়া , এতো প্যাঁচান ক্যা !
পেটে কি কৃমি আছে ?

রাজসোহান - না, পেট ভর্তি প্রেম আছে, জিলাপির প্যাঁচের মতো প্রেম নিয়া ঘুরি



জেব্রা ক্রসিং - আপনার শিক্ষাজীবন , চাকরি
এই সম্পর্কে একটু বলবেন

রাজসোহান - শিক্ষা জীবন: আন্ডার অনার্স :P
চাকরি জীবন: বিডিস্পোর্টসনিউজের কোঅর্ডিনেটর হিসেবে আছি




জেব্রা ক্রসিং - আন্ডার অনার্স হওয়ার পেছনে কোন কারণ ?
পাঠকদের সাথে শেয়ার করবেন ?

রাজসোহান - উমম, না



জেব্রা ক্রসিং - আপনার ব্যক্তিজীবন নিয়ে আপনি কি খুশী ?

রাজসোহান - খুবই খুশি
তবে এখনও পাওয়ার অনেক বাকী আছে




জেব্রা ক্রসিং - আবার ব্লগে ফিরে যাই ।

ব্লগের বর্তমান অবস্থার সাথে আপনার শুরুর দিকের অবস্থার মুল্ল্যায়ন কিভাবে করবেন

রাজসোহান - আকাশ-পাতাল মূল্যায়ন করবো



জেব্রা ক্রসিং - একটু বিস্তারিত বলবেন ?

রাজসোহান - যখন আমি ব্লগে আসি তখনই তার আগের পুরানা ব্লগাররা বলতো আগের ব্লগ আর নাইরে, সব খালি ফালতু লিখে" তারা ফালতু লিখা বলতে ঠিক কি বোঝাতেন সেটা তখন বুঝি নাই, তবে এখন বুঝি প্রথম পাতায় সমানে কপি পেষ্ট পোস্টের দৌরাত্ম্য দেখে
তবে আমি বলছি না যে এখন ভালো লেখা কম আসে




জেব্রা ক্রসিং - তো কি বলছেন

রাজসোহান - বিষয়টা যেটা আমার মনে হয়, আগে মানুষ লেখার জন্যই সামুতে আসতো এখন আসে ব্যবসার জন্য! কারণ সামু বাংলাদেশের শীর্ষ ৪ এর ভেতর থাকা একটি সাইট, যেখানে বিনা পয়সায় বিজ্ঞাপন দেয়া যায়
তারা "পোস্ট" কনসেপ্টটাকে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে
আর এটার ভিড়ে ভালো লেখা গুলো হারিয়ে যায় . ভালো লেখা এখন খুঁজে বের করে পড়তে হয়



জেব্রা ক্রসিং - বিজ্ঞাপনের কথা যখন এলো ই
তখন একটি ব্যাপার হাইলাইট করি ।
কয়েকদিন আগে সামুতে একটি ফ্ল্যাট এর বিজ্ঞাপন দেওয়া হয় । সেখানে ফ্ল্যাট এর ছবি টা অনেক ছোট ছিল , কিন্তু তার উপরেই একজন নারীর আবেদন্ময়ী ছবি ছিল ।
এটি নিয়ে সামু ব্লগের প্রথমসারির ব্লগাররা তীব্র প্রতিবাদ করেন
এই সম্পর্কে আপনার কি মত ?
এক কথায় সামুর প্রকাশিত বিজ্ঞাপনসমূহ নিয়ে আপনার মন্তব্য কি

রাজসোহান - সামুতেতো বিজ্ঞাপন দেয়াই হয় না! এখন যেসব বিজ্ঞাপন দেখা যাচ্ছে এগুলো এসেছে কবে? ২ মাস হয়নি এখনও
কিন্তু একটা সাইট চালাতে গেলে অবশ্যই সেটার একটা খরচ আছে
সেই খরচটা বহন করতে হবে সাইটের কতৃপক্ষকেই
ব্লগাররা এখানে লেখার স্বাধীনতা পাচ্ছে বিনিময়ে তারা সাইটকে কি দিচ্ছে?
তারা রেঙ্কিংয়ে সাইটকে সর্বোচ্চ স্থানে রাখছে
এর বেশী কিছু? সুতরাং সাইটের খরচের ব্যাপারটা সাইটকেই খুঁজে নিতে হবে আর এর ফলেই বিজ্ঞাপন নেয়া




জেব্রা ক্রসিং - বিজ্ঞাপন দিবে , দেওয়া উচিত
কিন্তু নারীদের এভাবে উপস্থাপন করা টা কতটুকু যৌক্তিক ?

রাজসোহান - বিজ্ঞাপনের অর্থই হচ্ছে দৃষ্টি আকর্ষন করা, এখানে কাজ করবে ব্যবসায়িক লজিক, ন্যায় অন্যায়ের লজিক এখানে কাজ করবে না, যে বিজ্ঞাপনটা ছিলো সেটা ব্লগাররা প্রতিবাদ করেছে বটে কিন্তু ব্যবসায়িক লজিকটা এখানে খেটেছে, ফলে লাভ যা হবার হয়েছে, প্রতিষ্ঠানটার পরিচিতি পেয়েছে... উপস্থাপন করা কতটুকু যৌক্তিক? অভাবে উপস্থাপন হয়েছে বলেই না ব্লগারদের চোখে পরেছে বিষয়টা!



জেব্রা ক্রসিং - তারমানে আপনি নারীদের এভাবে বিজ্ঞাপনে উপস্থাপন করাকে সমর্থন করছেন ?

রাজসোহান - "নারীদের এভাবে" কথাটা যথেষ্ট ফালতু, নারীতো মানুষই তাই না? তার উপস্থাপন ভঙ্গিকে কেনো এভাবে ওভাবে বলে বিশ্লেষন করা হবে?



জেব্রা ক্রসিং - নারীরা মানুষ ই ,
কিন্তু কিছু বিজ্ঞাপনদাতারা নারীদের এসব ক্ষেত্রে পণ্য হিসেবে ব্যাবহার করছে , নিশ্চয় এটি ঠিক নয়

রাজসোহান - সেটা তাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, আর আমাদের চোখ দিয়ে দেখছি ন্যায় অন্যায়ের দৃষ্টিভঙ্গি, আমাকে যে প্রশ্নটা করা হয়েছিলো, "নারীদের এভাবে" আমি সমর্থন করি কিনা?

"নারীদের এভাবে" ছাড়াও যেকোন বিজ্ঞাপন অনেকবেশী হিউমার দিয়ে নির্মান করা যায়, আমি সেটিই সমর্থন করি



জেব্রা ক্রসিং - সামুর আরেকটি বিতর্কিত বিষয় সামুর মডারেশন ব্যাবস্থা!
কয়েকদিন আগে চেয়ারম্যান০০৭ এর ছবি ব্লগ পোস্ট এর কাউন্টারে করা প্রিন্স অফ ব দ্বীপ এর ফান পোস্ট সামুর মডু রা রিমুভ করেছে এবং প্রিন্স কে জেনারেল বানিয়ে দেওয়া হয়েছে ।
মডারেশন নিয়ে আপনার কি মত


রাজসোহান - মডারেশন নিয়ে আমার মত, "কপি পেষ্ট পোস্টের দৌরাত্ম্য রোধে ব্যর্থ হওয়া ছাড়া সামুর মডারেশন স্বচ্ছ"



জেব্রা ক্রসিং - সামুর মডারেশনকে আরও স্বচ্ছ হতে হবে" শুধুমাত্র এই কমেন্ট করার জন্য সামুর আরও একজন পরিচিত ব্লগারকে জেনারেলে নামিয়ে দেওয়া হয়েছে ,

এটাই কি স্বচ্ছের নমুনা ?

রাজসোহান - শুধু এই কমেন্টের জন্যই তাকে জেনারেলে নামিয়ে দেয়া হয়েছে এরকম প্রমান সে দিয়েছে?


জেব্রা ক্রসিং - সে একটি পোস্ট দিয়েছে এবং বলেছে যে শুধুমাত্র 'সামুর মডারেশনকে আরও স্বচ্ছ হতে হবে' এই কমেন্ট এর জন্য তাকে জেনারেলে নামিয়ে দেওয়া হয়েছে
এ ক্ষেত্রে আপনি কি বলবেন


রাজসোহান - সে বললেইতো হলো না, কাউকে জেনারেল বানানো হলে তাকে মেইলে কারণ সহ বলে দেয়া হয় যে তাকে ঠিক কি কারণে নামিয়ে দেয়া হয়েছে, তাকে যদি মেইলে এই কথাটার কারণে জেনারেলে নামিয়ে দেয়া হয়েছে এরকম বলা হয়ে থাকে তবে মেইলে এটাও লেখা আছে ঠিক কি কারণে নামিয়ে দেয়া হয়েছে
অনেকসময় এরকম হয় যে ব্লগাররা মনে করে তার লাস্ট কমেন্টের কারণে তাকে জেনারেল করা হয়েছে, আসলে বিষয়টি সেরকম নয় । এমনতো হতে পারে জেনারেল হবার আগে ওটাই ছিলো তার লাস্ট কমেন্ট, তাই সে মনে করছে এ কারনেই জেনারেল করা হয়েছে




জেব্রা ক্রসিং - সামুতে বাড়তে থাকা ১৮+ পোস্ট নিয়ে আপনার মতামত কি ?
আপনার মনে হয় না এই সব ১৮+ পোস্ট সামুর পরিবেশ নষ্ট করছে ?
বেশীরভাগ ক্ষেত্রে এসব পোস্ট নস্টামি কে হার মানায়

রাজসোহ
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১২ ভোর ৪:৪০
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কাঁচা আম পাড়ার অভিযান

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৩ ই মে, ২০২৪ রাত ১০:৩২



গাজীপুর জেলার জয়দেবপুরের বাড়ীয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামে আমার প্রায় ৫২ শতাংশ জমি কেনা আছে। সেখানে ছোট একটি ডোবা পুকুর, অল্প কিছু ধানের জমি আর বাকিটা উঁচু ভিটা জমি। বেশ... ...বাকিটুকু পড়ুন

আমরা কেন এমন হলাম না!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৪ ই মে, ২০২৪ সকাল ৯:৪১


জাপানের আইচি প্রদেশের নাগোইয়া শহর থেকে ফিরছি৷ গন্তব্য হোক্কাইদো প্রদেশের সাপ্পোরো৷ সাপ্পোরো থেকেই নাগোইয়া এসেছিলাম৷ দুইটা কারণে নাগোইয়া ভালো লেগেছিল৷ সাপ্পোরোতে তখন বিশ ফুটের বেশি পুরু বরফের ম্তুপ৷ পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

অভিমানের দেয়াল

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৪ ই মে, ২০২৪ সকাল ১১:২৪




অভিমানের পাহাড় জমেছে তোমার বুকে, বলোনিতো আগে
হাসিমুখ দিয়ে যতনে লুকিয়ে রেখেছো সব বিষাদ, বুঝিনি তা
একবার যদি জানতাম তোমার অন্তরটাকে ভুল দূর হতো চোখের পলকে
দিলেনা সুযোগ, জ্বলে পুড়ে বুক, জড়িয়ে ধরেছে... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামে মুক্তিযুদ্ধের প্রস্তুতি

লিখেছেন প্রামানিক, ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



২৬শে মার্চের পরে গাইবান্ধা কলেজ মাঠে মুক্তিযুদ্ধের উপর ট্রেনিং শুরু হয়। আমার বড় ভাই তখন ওই কলেজের বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলেন। কলেজে থাকা অবস্থায় তিনি রোভার স্কাউটে নাম... ...বাকিটুকু পড়ুন

বিকেল বেলা লাস ভেগাস – ছবি ব্লগ ১

লিখেছেন শোভন শামস, ১৪ ই মে, ২০২৪ দুপুর ২:৪৫


তিনটার সময় হোটেল সার্কাস সার্কাসের রিসিপশনে আসলাম, ১৬ তালায় আমাদের হোটেল রুম। বিকেলে গাড়িতে করে শহর দেখতে রওয়ানা হলাম, এম জি এম হোটেলের পার্কিং এ গাড়ি রেখে হেঁটে শহরটা ঘুরে... ...বাকিটুকু পড়ুন

×