somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। জেব্রা ক্রসিং # ব্লগারস আড্ডা - সাথে আছেন দূর্বা জাহান ।।

১৮ ই জুন, ২০১২ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সাপ্তাহিক আয়োজন জেব্রা ক্রসিং এ এবারের অতিথি আরও একজন নবীন ব্লগার দূর্বা জাহান । অত্যন্ত সুন্দর , তৃপ্তিদায়ক একটি আলোচনা হল তার সাথে । সামুতে তার পথচলা , সামুর নানান বিষয় , নব্য ক্যাচাল মনজুর রনি , নিজের ব্যক্তিগত বিষয় , ইচ্ছে – অনিচ্ছা নিয়ে খোলাখুলি কথা বলেছেন আমাদের সাথে ।

আসুন চোখ বুলিয়ে নেই সেই আলোচনায় ।


জেব্রা ক্রসিং - মিস দূর্বা জাহান , , সামু ব্লগে আপনার শুরু কিভাবে ?


দূর্বা জাহান - সামহোয়্যারইনের শুরু খুব সাধারণভাবেই । সামুর পোস্ট মানুষ শেয়ার করতো তা পড়তাম, কমেন্ট করতে ইচ্ছে করতো । কমেন্ট করার লোভে রেজিস্ট্রেশন করা আর কি ।


জেব্রা ক্রসিং - সামু তে আপনার প্রথম পোস্ট কল্পনার জগত !
পোস্ট টি নিয়ে কিছু বলবেন ?


দূর্বা জাহান - খেলাচ্ছলে একটি অতি হাবিজাবি লেখা । ডায়রির পেজে লেখা ছিলো,২০১০সালের ডায়রি । সেখান থেকে লিখে পোস্ট করেছিলাম!


জেব্রা ক্রসিং - আপনি বলেছেন যে কমেন্ট করার লোভে আপনার সামু তে রেজিস্ট্রেশন করা , কিন্তু আপনি প্রায় ৩ মাস ওয়াচে ছিলেন , :p
সে সময় টা কি রকম কেটেছিল ?


দূর্বা জাহান - অতি বিচ্ছিরি অনুভূতি । আমার সামু সম্পর্কে জ্ঞান অত ভালো ছিলোনা । আমি ভেবেছিলাম রেজিস্ট্রেশন করেই বুঝি কমেন্ট করা যায় । তারপর নীতিমালা চোখে পড়লো, ভাবলাম কাটিয়ে দেয়া যাবে কোনরকমে ৭টা দিন কিন্তু সেই ৭দিন যে ৯০দিনে গড়াবে তা কে জানতো! হায়!


জেব্রা ক্রসিং - হা হা হা !
এটা আসলেই একজন ব্লগারের জন্য বিচ্ছিরি একটা অনুভূতি ।
জেনারেল হওয়ার কয়েকদিনের মধ্যেই আপনি সেফ ।
সেফ হওয়ার পর অনুভূতি কেমন ছিল ?


দূর্বা জাহান - সেফ হওয়ার ব্যাপারটা মজার, আমি রিয়েল ডেমনের সেফের দাবি জানাতে গিয়েছিলাম । একটু পর লগইন করে দেখি সবুজ বাতি জ্বলছে! মারহাবা! সাথে সাথে সেফ হওয়ার খুশিতে একখান পোস্ট নাজিল । সেফ হওয়ার আনন্দ আছে বিশেষ করে যারা ওয়াচে থেকে ভুক্তভোগী তাদের জন্য ।


জেব্রা ক্রসিং - সামু তে আপনার মোট পোস্ট সংখ্যা ২২টি , ব্লগিং করছেন ৮ মাস ধরে ।
সময়ের তুলনায় পোস্ট কি কম মনে হয় না ? নাকি পোস্ট ড্রাফটে রেখেছেন ?



দূর্বা জাহান - আমি ৮মাসে প্রচুর পোস্ট করেছি । আমার একটা বিভাগ আছে অতন্দ্রিলা দূর্বার রাত্রিলিপি, এই বিভাগে রাত্রিলিপি লিখে পোস্ট করতাম । পোস্টগুলো ড্রাফটে, মোট ৩৬টা পোস্ট আমার ড্রাফট কারাগারে বন্দি :)


জেব্রা ক্রসিং - পোস্ট ড্রাফট করে ফেলার পেছনে কোন কারণ ?
আপনার মনে হয় না ৩৬টা পোস্ট ড্রাফট করে আপনি আপনার পাঠক দের বঞ্চিত করছেন ?


দূর্বা জাহান - নিজের লেখা নিয়ে আমি আসলে খুশি নই, এসব লেখা আরেকজন পড়বে ভাবতে খারাপ লাগে তাই ড্রাফট করে রেখেছি ।
উমম. . .আমার মনে হয় না আমি পাঠকদের বঞ্চিত করেছি,ঐসব আজগুবি লেখা আসলে পাঠকের ভালো লাগতো না । তাই মনে হয়েছে এসব মানহীন লেখা ড্রাফট পরিবেশের জন্যই উপযুক্ত

জেব্রা ক্রসিং - আপনি সাধারণত গল্প লিখেন ,
গল্পের বিষয় বস্তু কোথা থেকে নেন ? কল্পনা , নাকি নিজ অভিজ্ঞতা ?


দূর্বা জাহান -
গল্পের বিষয়বস্তুর ক্ষেত্রে দুইটাই কাজ করে । আমার কল্পনাশক্তি ভালো মনে হয়, কল্পনার আশ্রয় বেশি নেয়া হয় । আমার কল্পনা থেকে যেগুলো আসে সেগুলোকে নিজ অভিজ্ঞতার যে অংশটুকু আছে তার একটা ককটেল বানিয়ে হাবিজাবি লিখে ফেলি


জেব্রা ক্রসিং - ‘’’ আমার কিশোরীবেলা পর্ব ১ : একটি ঘাস অথবা নামের গল্প, নামটি দূর্বা’’’ -- আপনি আপনার কিশোরীবেলা নিয়ে সিরিজ লিখছেন , ইতিমধ্যে ৭টি পর্ব ও লিখে ফেলেছেন , এটি লেখার আইডিয়া কিভাবে মাথায় এলো ?

আর আপনি কি ভেবেছিলেন যে এই লেখা পাঠকপ্রিয়তা পাবে ?


দূর্বা জাহান - আচ্ছা কিশোরীবেলার পেছনের গল্পটা অন্য । আমি যে লিখি তার সমাপ্তি টানার জন্যেই মূলত কিশোরীবেলা লিখতে শুরু করি । প্ল্যান ছিলো যে এটা যখন শেষ হবে আর লিখবোনা । তার আগে নিজের কথাগুলো একটু লিখতে চাইলাম যেমনটা প্রতিরাত্রে রাত্রিলিপি লিখতাম । একটু জানাতে ইচ্ছে হলো একটা কিশোরীর লাইফস্টাইল, সেই থেকে লেখাটা শুরু । পাঠকপ্রিয়তা পেয়েছে ব্যাপারটা আসলে সম্পূর্ণই অপ্রত্যাশিত,ভাবিনি এতবার পঠিত হবে অথবা এত মন্তব্য আসবে!


জেব্রা ক্রসিং - সাড়া পেয়ে আপনি নিশ্চয় খুশী ?

এটা চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে তাহলে ?


দূর্বা জাহান - সাড়া পেয়ে খুশী তো অবশ্যই , কিন্তু এটাকে চালানোর ইচ্ছে নেই । আমার কৈশোর এখনো শেষ না হলেও এই কিশোরীবেলা সিরিজের জানাযা পড়ানোর সময় হয়ে এসেছে :)


জেব্রা ক্রসিং -
এরপর কি নতুন কোন সিরিজ লেখার পরিকল্পনা আছে ?



দূর্বা জাহান - নাহ্ সিরিজ লেখা তো দূরের কথা আমি লেখালেখি ছেড়ে দেয়ার পায়তারা করছি :D



জেব্রা ক্রসিং - ওমা , সেটা কেন ?


দূর্বা জাহান -
লেখালেখির ব্যাপারটা আমার কাছে প্রকৃতিপ্রদত্ত ব্যাপার, সবার এই ক্ষমতা থাকে না । সবচে ভয়ংকর ব্যাপার হয় তখন যখন কারো এই ক্ষমতা নেই কিন্তু সে এটা নিয়ে টানাটানি করছে । যেটা আসলে আমার নেই সেটা জোর করে টানাহেচড়া করে নিয়ে যাওয়ার চে পুরোপুরি ছেড়ে দেয়া বেটার

জেব্রা ক্রসিং - আমরা অবশ্যই চাইব না আপনার মতো কোন লেখিকা কে হারাতে :)
আশা করছি আপনি আপনার সিদ্ধান্ত পাল্টাবেন ।

সামুতে আপনার সবচেয়ে প্রিয় পোস্ট কোনটি ?
নিজের লেখা


দূর্বা জাহান - আমার নিজের লেখা সবচে প্রিয় পোস্ট আঁধারে শূন্যতা । তারপরেই আছে একটি রঙিন ফিল্ম ফেস্টিভ্যাল ও কিছু ধূসর অনুভূতি, আমার আছে একটা গল্প পুরোনো


জেব্রা ক্রসিং - একটি রঙিন ফিল্ম ফেস্টিভ্যাল ও কিছু ধূসর অনুভূতি - এই লেখাটি আমারও খুব ভালো লেগেছে ,
এর পেছনের গল্প বলবেন কি ?


দূর্বা জাহান -
হাঃ হাঃ হাঃ পেছনের তো কোনো গল্প নেই সব তো সামনেই আছে ।








জেব্রা ক্রসিং - সামু তে আপনার পথ চলা ৮ মাসের
, এই ৮ মাসে আপনি অনেক ব্লগারের পোস্ট পড়েছেন
আপনার প্রিয় ব্লগার কে ?


দূর্বা জাহান -
এটা খুব একটা ভুল কথা আমি অনেক ব্লগারের পোস্ট পড়িনি আসলে, খুব কম পড়েছি তুলনামূলকভাবে । তবে আমার প্রিয় ব্লগার হাসান মাহবুব,দূর্যোধন,ড়ত্‍শড়,শায়মা,সবাক (সবাকদার লেখার চেয়ে তার ছেলেকে বেশি পছন্দ ;) )রিয়েল ডেমন,ইশতিয়াক আহমেদ চয়ন,চশমখোর,মেঘ মেঘা,টুকিঝা,নোমান নমি, প্লিওসিন অথবা গ্লসিয়ার, নিশাচর ভবঘুরে , নীরব০০৯ এইতো । তবে ইদানিং কালীদাস, নাফিজ মুনতাসির আর ফাহাদ চৌধুরির পোস্ট পড়া শুরু করেছি


জেব্রা ক্রসিং - আপনি সামুর একজন ব্লগার , আরেকটু বললে, সামুর নারী ব্লগার ।
নারী ব্লগার হওয়ার ফলে আপনি কি আলাদা কোন অ্যাডভান্টেজ পান ?


দূর্বা জাহান - ব্লগে নারী ব্লগার হওয়ার সুবাদে এডভান্টেজ পাওয়া যায় বলে মনে হয় না বরং আক্রমণের ক্ষেত্রে ব্যবহার হয় । তারচে বড় ব্যাপার মানুষ একটু চালাকচতুর হয়েছে এখন, মেয়ে নিক দেখলেই ঝাপিয়ে পড়েনা কারণ ছাইয়ার কারেন্ট জালে ধরা পড়তে পারে


জেব্রা ক্রসিং - হা হা হা ,
ব্লগিং শুরু করার পর আপনাকে কি কেউ ছাইয়া অপবাদ দিয়েছে ?


দূর্বা জাহান - না সেই সাহস পায়নি, ব্লগে নিজের পিক দেয়া এছাড়া অনেকের সাথে দেখা হয়েছে । ছাইয়া বল্লে আমার মত ডানপিটে মেয়ের কাছে ঠ্যাঙ ভাঙার মত দুর্ঘটনা ঘটতে পারে





জেব্রা ক্রসিং - আচ্ছা , এবার সামু থেকে বের হই ।

আপনার ব্যক্তিজীবন নিয়ে কিছু বলুন ।


দূর্বা জাহান - ব্যাক্তিজীবনে অতি সাধারণ আমি । বই,গান,বন্ধু আর আড্ডায় আমার প্রাণ । উদ্দেশ্যবিহীন জীবনযাপন করি, ইনসমনিয়াক এবং মেটালফ্রিক । একটু একটু করে বেঁচে থাকা মৃত্যু পথযাত্রী .

জেব্রা ক্রসিং - আপনি কিসে পড়াশুনা করছেন ?

দূর্বা জাহান - আমি ইন্টার সেকেণ্ড ইয়ারে, বেঁচে থাকলে আগামীবছর ২য় বোর্ড এক্সাম দিব । দোয়া রাখবেন :p


জেব্রা ক্রসিং - পরিবারে কে কে আছেন ?


দূর্বা জাহান - আপাতত আছি মা-বাবা আর আমি । বড়বোনকে বিয়ে দিয়ে আরেক পরিবারে পাঠিয়ে দিয়েছি । তবে সবার কাছে পরিবারের সদস্য ৬জন বলতে ভালোবাসি, বাবা-মামা,আপুতি আর দুলাভাই আর আমার অতি আদরের ভাগ্নী এবং আমি


জেব্রা ক্রসিং - আপনার মনের পরিবারে কে আছেন


দূর্বা জাহান - মনের পরিবারে বসবাসকারীর সংখ্যা দিন কে দিন বেড়েই চলছে,আফসোস
মনের ডুপ্লেক্স বাড়ি বেঁচে ফ্ল্যাট বানানোর সিদ্ধান্ত নিয়েছি ।

জেব্রা ক্রসিং - আহারে , আফসোস !
রিলেশনশিপ স্ট্যাটাস কি আপনার ?



দূর্বা জাহান - রিলেশনশিপ স্ট্যাটাস অবশ্যই Single
খিক




জেব্রা ক্রসিং - ফ্ল্যাট বানানোর সিধান্তের পেছনে কারণ টা কি ?
ফ্ল্যাট বিলি করবেন নাকি ?


দূর্বা জাহান - জায়গার বড়ই অভাব, ১জন রাজার হালে মনের ডুপ্লেক্স বাড়িতে বিচরণ করার চেয়ে কয়েকজন মিলে ফ্ল্যাটে থেকে করুক না, ক্ষতি কি!:P
বিলি তো আর করবোনা, কাউকে ভাল লাগলে ফ্ল্যাটের চাবি ধরিয়ে দিব থাকা না থাকা তার ব্যাপার



জেব্রা ক্রসিং - হা হা হা !
আপনি কেমন মেয়ে
১.ভাল
২.দুস্টূ
৩.টম বয়
৪. সব গুলা


দূর্বা জাহান - আমি টমবয় এবং আপাতত মেয়ে হওয়ার চেষ্টায় আছি



জেব্রা ক্রসিং - জীবনে কয়বার প্রেমে পড়েছেন ?


দূর্বা জাহান - সত্যি বলতে ২বার পড়েছি । তবে এই ২টা সিরিয়াস প্রেমের কথা বাদ রেখে রিসেন্টলি ২টা ক্রাশ আছে যার মাঝে একজন ১বছর বয়সের



জেব্রা ক্রসিং - আহারে
তার মানে তো প্রেমের ভাগ্য খুব একটা ভালো না আপনার !


দূর্বা জাহান - কি আর বলবো দুঃখের কথা! প্রেমভাগ্য নিয়ে বড়ই চিন্তিত!


জেব্রা ক্রসিং - যাই হোক , আমরা আশা করবো আপনি খুব দ্রত আপনার রাজকুমার কে পেয়ে পাবেন

দূর্বা জাহান -
রাজকুমার দিয়া কি করবো?
হায় হায়!

জেব্রা ক্রসিং - মাথায় দেবেন :p
মানে আপনার মনের মানুষকে পাবেন আর কি


দূর্বা জাহান - :p
আপনার ভাবভঙ্গিতে মনে হচ্ছে আপনি ঘটক পাখি ভাইয়ের ব্লগীয় ভার্সন


জেব্রা ক্রসিং - হা হা হা , বলা যায় না
ব্লগারদের জন্য ঘটকালি করলেও করতে পারি
আমার হাত দিয়া দুই একটা বিয়ে হয়ে গেলে মন্দ হবে না



দূর্বা জাহান - আমার কথা স্মরণে রাখবেন কিন্তু!
আমি কয়েকদিন পর বিবাহযোগ্য হবো



জেব্রা ক্রসিং - আপনার নাম টা লিস্ট এ নাম্বার ওয়ান


দূর্বা জাহান – শুকরিয়া


জেব্রা ক্রসিং – শুকরায়মা


দূর্বা জাহান - খিক খিক খিক
(হাসিতে ভয় পাবেন না)

জেব্রা ক্রসিং - হা হা হা , না আমি মেয়েদের হাসি এঞ্জয় করি ,
আচ্ছা , আবারো সামুতে ব্যাক করি ।
সামুর মডারেশন নিয়ে আপনার কি মত ?



দূর্বা জাহান - মডারেশন নিয়ে আসলে খুব কমন অভিযোগ থাকে আর কি
আমি আমারগুলো বলি
যেটা আমার চোখে লেগেছে


জেব্রা ক্রসিং - জি , বলুন


দূর্বা জাহান - আমি যখন ওয়াচে ছিলাম তখন প্রথম ১মাস দিনে অন্তত ১০বার লগইন করতাম , এবং একটা পর্যায়ে হতাশ পড়ি
বিরক্তি এসে পড়ে , ফিডব্যাকে মেসেজ দিয়েও লাভ হয়নি । যেটা পরে হয়েছে ধীরে ধীরে আগ্রহ কমে গেছে । আমি তখন বলেছিলাম আমি বেশি ব্লগারের পোস্ট পড়িনি এটা একটা মূল কারণ । তারচে বড় সমস্যা পোস্ট সংক্রান্ত । আমি জানি ২৪ঘন্টা সামু পাহারা দেয়া যায় না । কিন্তু কিছু নোংরা পোস্ট অথবা কমেন্টে ভয়ানক গালিগালাজ এসব পোস্টের দিকে লক্ষ্য রাখা দরকার কারণ যতদিন যাচ্ছে এগুলো বেড়েই চলছে । বিব্রতকর পরিস্থিতি পড়তে হয় যে কারণে আমি এক কথায় হোমপেজে খুব কম যাই ।




জেব্রা ক্রসিং - সামুর মডারেটর দের বিরুদ্ধে অনেক ব্লগার পক্ষপাতিত্ব এর অভিযোগ তুলেন
আপনি কি মনে হয় , মডারেটর রা একটি নির্দিষ্ট গোষ্ঠী কে সমর্থন দেয়?



দূর্বা জাহান - আমি মূলত ব্লগীয় ব্যাপার স্যাপার খুব কম বুঝি । নির্দিষ্ট গোষ্ঠীকে সমর্থন দেয় কিনা জানিনা । কিন্তু ব্লগাররা তো শক্তিশালী তারা চাইলে তো চোখে আঙুল দিয়ে দেখাতে পারে যে মডারেটরদের ভুল এখানে । যেখানে সর্বনাশার একটি স্টিকি পোস্টে এত ব্লগার জেগে উঠেছিল যদি মডারেটরদের ভুলগুলো এভাবে এতগুলো ব্লগার তুলে ধরে তারা সেটা মানতে বাধ্য ।আমি মূলত ব্লগীয় ব্যাপার স্যাপার খুব কম বুঝি । নির্দিষ্ট গোষ্ঠীকে সমর্থন দেয় কিনা জানিনা । কিন্তু ব্লগাররা তো শক্তিশালী তারা চাইলে তো চোখে আঙুল দিয়ে দেখাতে পারে যে মডারেটরদের ভুল এখানে । যেখানে সর্বনাশার একটি স্টিকি পোস্টে এত ব্লগার জেগে উঠেছিল যদি মডারেটরদের ভুলগুলো এভাবে এতগুলো ব্লগার তুলে ধরে তারা সেটা মানতে বাধ্য । তবে এখানে একটা ব্যাপার অবশ্যই খেয়াল করতে হবে সামুতে সবধরণের ব্লগারই আছে
একে অপরের প্রতিপক্ষ ও আছে যারা খুঁচিয়ে দোষ বের করতে প্রস্তুত থাকে । সেখানে মডারেটরদের ভুলের কথা তারাই বেশি বলার কথা যাদের মূলত স্বার্থে আঘাত লাগে । কারণ সামুর মডুরা একটি প্ল্যাটফর্ম দিয়েছে চিন্তা প্রকাশের, এখানে যদি বিশেষ গোষ্ঠীকে সমর্থন করে তাহলে বাঁধ ভাঙার আওয়াজ এর পাশে লিখে দেয়া দরকার আমরা অমুক গোষ্ঠীকে সাপোর্ট করছি ।




জেব্রা ক্রসিং - সামুতে এখন প্রায় ই ১৮+ , অশ্লীল পোস্ট দ্যাখা যায় , এইসব পোস্ট বন্ধ করার কোন পদক্ষেপ ই মডুরা নেন না । এসব ১৮+ পোস্ট এর জন্য অনেক ভালো ভালো পোস্ট ই বাদ পড়ে যায় । লেখক রা উৎসাহ হারিয়েফেলেন ভালো কিছু লেখার
কি বলবেন এটা নিয়ে ?



দূর্বা জাহান - ব্যাপারটা অতিমাত্রায় হাস্যকর । আমি এখানে মডুদের দোষ দিবোনা । একটা ১৮+ লেখা কি পরিমাণ পঠিত হয় দেখেছেন আপনি? পাঠক ১৮+ লেখা পড়তে চাইছে, চাহিদা অনুযায়ী যোগান বেড়েই চলছে । আমি যখন একটা গল্প লিখবো তার পঠিত সংখ্যার চে ১৮+ পোস্টের পঠিত সংখ্যা বেশি হয়ে থাকে । মানুষ তা গোগ্রাসে গিলছে, কয়টা পোস্ট রিমুভ করা সম্ভব? আপনি যখন ব্লগ সাইটকে ১৮+ পোস্টে ভরে উঠতে দেখবেন তার পিছনে অবশ্যই কারণ আছে । আমরা কেন লিখবো যখন এসব পোস্টে পাঠক বেশি থাকবে? অনেকে বড় বড় কথা বলে এসে ফাঁকে তালে তারাও ঐ পোস্টে উকি মেরে আসে এটা অসুস্থতার লক্ষণ ।


জেব্রা ক্রসিং - পোস্ট রিমুভ না করলেও কোন পদক্ষেপ নেওয়া কি উচিত হয় ?
নীতিমালা প্রণয়ন করা উচিত নয় ?


দূর্বা জাহান - হ্যাঁ পদক্ষেপ নেয়া যায় অবশ্যই । ক্যাটাগরি সিস্টেম করুক, যেখানে ক্যাটাগরি থাকবে এটা ১৮+ পোস্ট,এটা ক্যাচাল পোস্ট তাহলেই হয় । নীতিমালা করুক অন্তত নোংরা পোস্টের বিরুদ্ধে যেমন মনজুর রনির পোস্ট ।



জেব্রা ক্রসিং - মনজুর রনির কথা যখন এলো ই , তখন একটা কথা বলি ,
অনেকেই বলছেন মনজুর রনি সামুর অন্যতম জনপ্রিয় ব্লগার রাজসোহানের নিক । মনজুর রনি এর নিক থেকে করা একটি আপত্তিকর পোস্ট ও উনি ই দিয়েছেন । এটি নিয়ে সামু তে বেশ ক্যাচাল হচ্ছে দুই দিন ধরে ।
অনেকেই রাজসোহানের আইপি সহ ব্যান চান
আপনার কি মত ?


দূর্বা জাহান - আমি আসলে ক্যাঁচাল দেখে হতাশ, কারণ ক্যাঁচাল করার মত ঐ লেভেলে যায় নি অনেকেই ।
কথা হচ্ছে আমার জানামতে ব্লগে এমনকিছু নিক আছে যা একসাথে অনেকে ইউজ করে থাকেন .
নাহোলের একটা কমেন্টে মনজুর রনির নিকসংক্রান্ত বিষয়ে সেরকমই আভাস পেলাম । কিন্তু যে যতই কনফার্ম হোক তা নিয়ে সে এইভাবে বলতে পারেনা । রাজসোহানের সাথে আমি ব্যাক্তিগতভাবে পরিচিত নই, তবুও বলছি কেন এমন হবে? একটা উদাহরণ দেই, ব্লগে একটা পর্ণের পোস্ট দিয়ে শিরোনামে বলা হল পর্ণের মেয়েটা দূর্বা, ওকে ব্যান করা হোক অথচ পর্ণটায় মেয়েটার ছবি স্পষ্ট বোঝা যাচ্ছেনা । এদিকে মানুষ ঐ অস্পষ্ট ছবি দেখে আমাকে প্রস্টিটিউট বানিয়ে ফেলছে যারা নিজেরাও জানেনা মেয়েটা আসলে কে । মনজুর রনির ব্যাপারটা কিছুটা সেরকম, একসময় সোহান এই নিক চালাতো বলে এই না যে সোহান ই এই পোস্ট দিয়েছে কারণ এই টাইপের নিকের পাসওয়ার্ড ১৪জনের কাছে থাকে এবং ১৪জনের যে কেউই কারো উপর দোষ ফেলতে পোস্ট দিতে পারে ।শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে কি এসব বলা উচিত ? সবচে হাস্যকর ব্যাপার ফোনে কে কি বলেছে তা নিয়ে পোস্ট দেয় কমেন্ট দেয় । আরে বাপ এটা কেনো বুঝেনা যদি কথাটা ব্লগে পাব্লিশ হওয়ার মতই থাকে তাহলে কল করে কথাটা বলতো না
ব্লগে কমেন্ট করে বলতো । আমার অবাক লাগে তার পার্সোনাল, ফোন অথবা ব্লগ প্রাইভেসি কি এটা বোঝার মত ঘিলু মাথায় রাখেনা



জেব্রা ক্রসিং - আমাদের পাঠক - পাঠিকাদের উদ্দেশে কিছু বলবেন কি ?


দূর্বা জাহান - শুধু বলবো আশা ছাড়বেন না । প্যাণ্ডোরার বক্সে সেই আশাটুকুই আটকে আছে, এই আশা সবকিছু বদলাবে । আমরা ভালো কিছু অবশ্যই পাবো যেটা আমরা শুধু নিজেদের না পরবর্তীতে দিয়ে যেতে পারবো । আর একটা কথা প্লিজ নিজের পার্সোনাল লাইফ আর ব্লগ লাইফ জড়িয়ে ফেলবেন না, ব্লগে ইচ্ছেমত কাদা ছুড়াছুড়ি করে দেখা হলে ঠিক সেই মানুষটার,যে মানুষটার বাপ মা তুলে গালি দিয়েছিলেন তার কাধে আন্তরিকতার সাথে হাত রাখুন দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে। হ্যাপি হাসিখুশি ক্যাচাল ঝামেলাবিহীন ব্লগিং!


জেব্রা ক্রসিং - আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস দূর্বা আমাদের সময় দেওয়ার জন্য ।

দূর্বা জাহান -আপনাকেও অনেক ধন্যবাদ ।



লেখকের বক্তব্য - দূর্বা কে অসংখ্য ধন্যবাদ আমাদের জেব্রা ক্রসিং এর তরফ থেকে । মোবাইল ইউজার হওয়া সত্ত্বেও সে আমাদের সাথে বসেছে এবং এক বারেই কাজ টা শেষ করেছে । রাত পৌণে তিনটা থেকে সকাল ৬টা পর্যন্ত চলে আমাদের এই ব্লগারস আড্ডা । আগামী পর্বে আমরা আরও একজন পরিচিত , খ্যাতিমান ব্লগারকে আপনাদের সামনে তুলে ধরবো । ভালো থাকবেন সবাই ।


সময় থাকলে পড়ে আসতে পারেন - ।। অতঃপর ........ আরও একটি চিঠি ।।

সেই সাথে এর প্রথম পর্ব - ।। অতঃপর ..... একটি চিঠি ।। View this link
৪৮টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে কাকে বিশ্বাস করবে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯


করোনার সময় এক লোক ৯৯৯ এ ফোন করে সাহায্য চেয়েছিল। খবরটা স্থানীয় চেয়ারম্যানের কানে গেলে ওনি লোকটাকে ধরে এনে পিটিয়েছিলেন। কারণ, ৯৯৯ এ ফোন দেওয়ায় তার সম্মানহানি হয়েছে।

সমাজে এমন... ...বাকিটুকু পড়ুন

বিসিএস পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে না পারার কষ্টটা সমালোচনার কোন বিষয়বস্তু নয়

লিখেছেন ঢাবিয়ান, ২৭ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

গতকালের একটি ভাইরাল খবর হচ্ছে কয়েক মিনিটের জন্য বিসিএস পরীক্ষা দেয়া হলো না ২০ প্রার্থীর !! অনেক প্রার্থীর কান্নাকাটির ভিডিও ভাইরাল হয়েছে।এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান এর নিয়ামানুবর্তিতার জ্ঞান বিতরনের... ...বাকিটুকু পড়ুন

বারবাজারে মাটির নিচ থেকে উঠে আসা মসজিদ

লিখেছেন কামরুল ইসলাম মান্না, ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৪০

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নে মাটির নিচ থেকে মসজিদ পাওয়া গেছে। এরকম গল্প অনেকের কাছেই শুনেছিলাম। তারপর মনে হলো একদিন যেয়ে দেখি কি ঘটনা। চলে গেলাম বারবাজার। জানলাম আসল... ...বাকিটুকু পড়ুন

সৎ মানুষ দেশে নেই,ব্লগে আছে তো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮








আশেপাশে সৎ মানুষ কেমন দেখা যায়? উনারা তো নাকি একা থাকে, সময় সুযোগে সৃষ্টিকর্তা নিজের কাছে তুলে নেয় যা আমাদের ডেফিনিশনে তাড়াতাড়ি চলে যাওয়া বলে। আপনি জীবনে যতগুলো বসন্ত... ...বাকিটুকু পড়ুন

পরিবর্তন অপরিহার্য গত দেড়যুগের যন্ত্রণা জাতির ঘাড়ে,ব্যবসায়ীরা কোথায় কোথায় অসহায় জানেন কি?

লিখেছেন আরেফিন৩৩৬, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:৫৭


রমজানে বেশিরভাগ ব্যবসায়ীকে বেপরোয়া হতে দেখা যায়। সবাই গালমন্দ ব্যবসায়ীকেই করেন। আপনি জানেন কি তাতে কোন ব্যবসায়ীই আপনার মুখের দিকেও তাকায় না? বরং মনে মনে একটা চরম গালিই দেয়! আপনি... ...বাকিটুকু পড়ুন

×