এক উকিল তার মক্কেলকে ফোন দিলো। ফোন ধরল এক বাচ্চা ছেলে
খুব ফিসফিসিয়ে বলল “হ্যালো”
উকিলঃ “তোমার বাবা আছে?”
ছেলে(ফিসফিসিয়ে):“হ্যাঁ”
উকিল: “তার সাথে আমি কথা বলতে পারি?”
... ছেলে(ফিসফিসিয়ে): “সে ব্যস্ত”
উকিলঃ “তোমার মা আছে?”
ছেলে(ফিসফিসিয়ে):”হ্যাঁ”
উকিল: “তার সাথে আমি কথা বলতে পারি?”
ছেলে(ফিসফিসিয়ে):”সেও ব্যস্ত”
উকিল: “আর কেউ নাই ওখানে যার সাথে আমি কথা বলতে পারি?”
ছেলে(ফিসফিসিয়ে):”হ্যাঁ, ফায়ার সার্ভিস”
উকিল(উদ্বিগ্ন ভাবে): “তাদের কাউকে ফোনটা দাও তো”
ছেলে(ফিসফিসিয়ে): “তারাও ব্যস্ত”
উকিল(অবাক হয়ে): “ব্যাপারটা কি!! আর কেউ আছে ওখানে?”
ছেলে(ফিসফিসিয়ে):”হ্যাঁ?”
উকিল: “কে?”
ছেলে(ফিসফিসিয়ে): “পুলিশ”
উকিল: “তাদের কাউকে দাও ফোনটা”
ছেলে(ফিসফিসিয়ে):”তারা সবাই ব্যস্ত?”
উকিল(অস্থিরভাবে): “একটা কথা বল, তোমার বাবা মা ফায়ার সার্ভিস পুলিশ সবাই তোমাদের বাড়িতে,কিন্তু তারা সবাই ব্যস্ত!!!আসলে তারা করছে তা কি???”
ছেলে(ফিসফিসিয়ে): “ আমাকে খুঁজছে...”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



