
সামুর রাজনীতির ডোডো পন্ডিত, ব্লগার তানভীর ১ খানা পোষ্ট প্রসব করেছেন; পোষ্টে বলছেন, ইউনুস ও পাকিসতানীদের জল্লাদ আসিফ মাহমুদ ধরণা করছে, "সেনাবাহিনী ও ব্যুরোক্রেটরা বিএনপি'কে ক্ষমতায় আনতেছে"; আমি ২০২৪ সালের জুলাই থেকে কি বলে আসছি? আমি বলে আসছি যে, ভোটে কারা জয়ী হবে, সেটা ঠিক করবে আমেরিকান দুতাবাস ও সেনাবাহিনী; ওরা ভোট করছে ট্রাম্পকে ধারণা দেয়ার জন্য যে, বাংলাদেশে নির্বাচিত সরকার এসেছে।
ব্লগার ভুয়া, জুল ভার্ণ, মেঠোপথ, ঢাবিয়ান, নকিব, মশিউর রহমান সাহেবদের "৩৬শে জুলাইর স্বাধীনতা" কাজ করার শুরু করেছে।
আসিফ মাহমুদ ও তাদের ৩০ হাজার ট্রেনিং দেয়া জল্লাদেরা কি পাবার কথা? ডলার, টাকা ও হোয়াইট ওয়াশ, যেটা ১৯৭৫ সালের পর পেয়েছিলো জাসদ!
আমেরিকা যেসব দেশে ক্যু করে, যেসব দেশে, মাঠ দখলের জন্য সেইসব দেশের বিশ্বাস ঘাতকদের ভাড়া করে, এবং পরে পরিস্কার করে।
আমার প্রেডিশান কিছুটা মিলছে?
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


