আমার ছোট্ট একটা ভাগ্নে আছে । তার সাথে প্রায়ই কাতুকুতি খেলি । হঠাত সে একদিন প্রশ্ন করে বসল “ আচ্ছা মামা ! আমরা কেন নিজেদের কাতুকুতি দিতে পারিনা ?” প্রশ্ন শুনেতো আমি হতভম্ব । হকচকিয়ে গেলাম—কারণ উত্তরতো আমারো জানা নাই । সে মনে হয় আমার মনের অবস্থা জেনে ফিক করে হেসে বলল “আমি জানি “ আমি ব্যগ্র কন্ঠে জিজ্ঞেস করলাম “কেনো “কেনো “কেনো মামা?” উত্তর দিল “ কারণ আমাদের বগল আমাদের হাতকে চিনে '' , উত্তর শুনে আমার “হাসব না কাঁদবো” অবস্থা ।
যাই হোক --- শেষে অনেক ঘাটাঘাটি করে মজার উত্তর পেলাম -------------------------
এক কথায় ভাষায় উত্তরটি হল –যখন আমরা নিজেদের কাতুকুতি দেই তখন আমরা আগাম বুঝতে পারি ফলে অনুভূতি তেমন হয় না । কিন্তু বাহ্যিক বা পারিপার্শ্বিক থেকে সুড়সুড়ি আসলে তা আমরা আগাম বুঝলে পারিনা । আর বুঝলেও জানতে পারিনা যে তার মাত্রা কদ্দুর হতে পারে ।
আসলে আমাদের মস্তিষ্কের ভিতরে সোমাটোসেন্সরি কর্টেক্স নামে একটা এলাকা আছে । ফাংশন ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজ এর মাধ্যমে ওই এলাকার কার্যক্রম দেখা যায় । গবেষনায় দেখা গেছে যে ওই এলাকা ব্যাক্তিগত বা অভ্যন্তরিন সুড়সুড়ি আর বাহ্যিক সুড়সুড়ির প্রতি একই কার্যকরিতা দেখায় না।
আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত বাহ্যিক পরিবেশ থেকে উদ্দীপনা –অনুভুতি গ্রহন করছে এবং তদানুযায়ী প্রতিক্রিয়া প্রদর্শন করছে । আর আমাদের মস্তিষ্কের সেন্সরি সিস্টেমের সবচেয়ে গুরুত্বপুর্ন দিকই হচ্ছে যে , বাহ্যিক পরিবেশ থেকে গৃহিত উদ্দীপনা অনুযায়ী প্রতিক্রিয়া দেখানো । যেমন মশা কামড়ালে আমরা চড় না দিয়ে পারিনা ।
গবেষনায় দেখা গেছে , আমাদের মস্তিষ্কের পেছন দিকে সেরেবেলাম নামে একটি অংশ আছে যা কিনা শরীর কর্তৃক নাড়াচাড়া নিয়ন্ত্রন করে । সেরেবেলামের সকল স্নায়ুকোষ নিয়েই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত ।যখন আপনি নিজেকে সুড়সুড়ি দেয়ার চেষ্টা করবেন তখন সেরেবেলাম আগে থেকেই আপনার অঙ্গের নড়াচাড়া বুঝতে পারে এবং মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টা করে না , আর করলেও কম । আর অন্য কেউ সুড়সুড়ি দিলে সেরেবেলাম তা আগে থেকে বুঝতে পারেনা (যেহেতু আপনার নিজের অংগ দিয়ে কাজটি করছেন না ) , ফলে সোমাটোসেন্সরি এলাকায় তীব্র উদ্দীপনা প্রেরণ করে। ফলে আপনিও অনুভব করেন তীব্র কাতুকুতি ।
তাই বলে কি আমরা আমাদের কখনই সুড়সুড়ি দিতে পারবনা ।
যাই হোক … নিজেদের আমরা সুড়সুড়ি দিতে না পারায় দুঃখের কিছু নেই ।
তবে ভাগ্নের নেক্সট প্রশ্নের উত্তর বের করতে আমার গলদ্ঘর্ম অবস্থা । প্রশ্নটা হচ্ছে এমন যে, গরু কোরবানি দেয়ার পর গোশত কাটাকুটি করার সময় অনেক সময় দেখা জায় যে , গোশতের কিচু কিচু অংশ কাঁপতে থাকে । কিন্তু কেন ?? সঠিক কারণটা জানতে পারছিনা । কেউ জানলে কষ্ট করে জানান ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




