গাছ আছে, পাখি আছে, নদী আছে ,
নেই কোন শান্তি,
ভালবাসা আছে, স্নেহ আছে, মায়া আছে,
তবে কেন এত ভ্রান্তি?
চাঁদে খুঁজি মানুষ, মঙ্গলে খুঁজি মানুষ,
না কোথাও নেই মানুষ,
এই প্ৃথিবী ছাড়া।
যুদ্ধ আছে, অশান্তি আছে, রাজনীতি আছে,
এম নি ভাবে চ লতে থাকলে
এই ধরা হবে মানুষ হারা।
এসো স বাই হাত ধরি,
গাই শান্তির গান।
ভালবাসা , মায়া দিয়ে ভ রে যাক,
সব মানুষের প্রাণ।
অনা মিকা সু লতানা
১৫।.৬।.২০২৫
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২৫ ভোর ৬:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




