
আবারো পুরোনো দিন-পঞ্জিকায় নব ফাল্গুন,
বিগত দিনের সব অনুচ্চারিত শোক স্বযত্নে রয়েছে গাঁথা,
আঙিনা জুড়ে শিমুল পলাশের দৃষ্টি বিভ্রান্ত দিগন্ত,
সমুখে সমৃদ্ধির পথ রোধে পুরোনো ক্ষত;
যাহা সারাতে ব্যর্থ ঔষধে লেখা, 'তোমার মঙ্গল হোক'-
তথা এই বসন্তে সূচিত হতে পারে এক অর্বাচীন প্রথা-
'হাস্যজ্বল কিশোরীরা গোপন ব্যথা নিয়ে
মহুয়ার বনের দিকে যেন একাকী চলে যায়...'
আর ফিরে এলে যদি দ্যাখো শরীরে তার লুকোচুরি খেলে সোনা রোদ,
নিয়তি জানে সে হৃদয়ে জাগ্রত হয়েছে মাটির মতন নরম এক বোধ।
যাত্রা যার চিরায়ত মেঘেদের দেশে,
যাতনার সমুদ্র তার তৃপ্ত জলস্রোতে এসে মেশে।
হারানোর দিন ফুরিয়েছে তার,
এরপর কেবল পঞ্জিকার পাতায় মণিকাঞ্চনযোগ!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



