
গত ২৫ ডিসেম্বর প্রবল বন্যায় পৃথিবী ধ্বংস হবার কথা ভবিষ্যৎ বাণী করেছিলেন ঘনার এক স্বঘোষীত নবী। বন্যার হাত থেকে ভক্তদের বাঁচাতে নূহ নবীর মত নৌকা বানাতে ভক্তদের কাছ থেকে তুলেছিলেন চাঁদা, ২৫ তারিখে পৃথিবী ধ্বংস না হাবার কারণে সেই টাকা দিয়ে কিনলেন নিজের জন্য বিলাস বহুল এক মার্সিডিজ গাড়ী।

গডের কাছে প্রার্থনা করে তিনি আপাতত পৃথিবীবাসিকে দূর্যোগের হাত থেকে রক্ষা করেছেন- এমন ভুজং ভাজং কথা বলে তিনি ভক্তদের বুঝ দান করিয়াছেন।
বিস্তারিত দেখুন এখানে।
এমন নিউজ দেখে হাসি থামিয়ে রাখা সত্যিই দূরুহ
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


