
কাছে ডাকি তারে কি করে
এমন আপন লাগে যারে,
এমনতর আপন যেন
দিগন্তের আদিতেই সন্ধ্যা ঘনায়,
সূর্যস্নাত দিনের বদলে
মনের গহীন-অতলে রাত নেমে যায়।
আর পৃথিবী, এক প্রান্তে চুপটি মেরে থাকে,
ভীষণ শূন্য শূন্য লাগে।
কি করে কাছে ডাকি তারে!
প্রতি নিশ্বাসে যে আছে,
ধরনীর বুকে প্রবল অভিযোগে কখনো
অভিমানী গাছের মতন বাঁচে।
কখনো যেন রঙিন প্রজাপতি কোনো,
মুখোমুখি হলেই উড়ে যাবে, উড়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



