মা
তোমাকে যে কথা আজ পর্যন্ত বলা হয় নাই ।
বলা হবে কিনা জানিও না ।
কারন কিছু কথা কখনো বলার প্রয়োজন হয় না ।
তুমিও জানো, কারন সন্তান কে একমাত্র মা ই সবচেয়ে ভাল বুঝতে পারে ।
আমি তোমাকে অনেক বেশী ভালবাসি মা তার চেয়ে বেশী ভয় আর শ্রদ্ধা করি ।
কিন্তু একথাটা কখনোই বলা হয় নি , হবেও না ।
কারন তোমার ভালবাসার কাছে আমার এ ভালবাসা অনেক ক্ষুদ্র ।
আমি তোমাকে নিয়ে গর্বিত মা ।
আমার দেখা সবচেয়ে সেরা মানুষ এই পৃথিবীতে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




