সন্ত্রাস ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ২০০৪ সালে সরকার RAB গঠন করে। এটি আবার এলিট ফোর্স। এই কালো বাহিনী সারাদেশের শত শত হাজার হাজার মানুষকে হত্যা-নির্যাতন করছে শুধুমাত্র সন্ত্রাস দমনের নামে। সরকার, রাষ্ট্র এমনকি আমাদের দেশের তথাকথিত শিক্ষিত সমাজও RAB এর এই বিচারবহির্ভুত হত্যাকান্ডকে সমর্থন করছে প্রত্যক্ষ-পরোক্ষভাবে। আমি বুঝতে পারি না একজন সভ্য মানুষ কিভাবে ক্রসফায়ারের মত একটি অমানবিক কর্মকে সমর্থন করতে পারে। হ্যাঁ আপনারা হয়ত বলবেন সন্ত্রাসীরা যখন কাউকে হত্যা করে তখন তারটাও অমানবিক। স্বীকার করেই বলতে চাই, এই জন্যই তো সরকার, রাষ্ট্র, আইন-আদালত, বিচারক ইত্যাদি। ক্রসফায়ারেই যদি সন্ত্রাসীদের হত্যা করে সন্ত্রাস দমনের সমাধান মনে করে থাকে সরকার রাষ্ট্র, বিবেকবান মানুষ তাহলে এই অপকর্মটি করার আগে দেশ থেকে বিচারক-আদালত, আইন সব তুলে ফেলতে হবে।
বিকেবান, অবিবেকবান, চট্রল, অন্ধ সব ব্লগারের মতামত চাই, বিশেষ করে যারা জাতির বিবেক বলে পরিচিতি মহান সেই সাংবাদিক বন্ধুদের কাছ থেকে এই পোষ্টের বিষয়ে মতামত আহবান করছি। আবেগ ঝেড়ে ফেলুন, যুক্তি নিয়ে আসুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




