somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বানানো দেবতারাই আমাদের বানানো শয়তান

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন একটা অদ্ভুত কারণে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সারাক্ষণ রাজনীতি নিয়ে কথা বলে। আমরা সংস্কৃতিটার মাঝে বড়ো হয়েছি বলে আমাদের কাছে ব্যপারটা অদ্ভুত লাগে না-কিন্তু ব্যাপারটি সত্যিই অদ্ভুত। ধরেন ঈদের দিন আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়া হলো, সেমাই খাওয়া হলো দুপুরের খাওয়া হলো, পোলাও গোশতো শেষ, এখন আয়েশ করে পেট ফুলিয়ে বসার ঘরে বসে সবাই মিলে রাজনীতি নিয়ে অবশ্যই সবাই আলোচনা করতে বসবে। আয়োজন করে বাসার সব ছোট মানুষদের অন্য ঘরে পাঠিয়ে দেয়া হবে আর বসার ঘরের দরজা বা পর্দা টেনে দেয়া হবে-বড়ো মানুষেরা বড়ো মানুষদের কথা বলবেন-তো ফারুক সাহেব, দেশের অবস্থা কি বুঝতেসেন? দুই মহিলা মিলে তো দেশটা ছারখার করে দিলো!
এর মাঝে একজন থাকবেন অফিসে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের পদপ্রার্থী, একজন বিএনপি সমর্থক-এখন তার আদর্শ আন্ডারগ্রাউন্ডে আছে, আর আরেকজন সুপ্ত জামাত সিমপ্যাথি বুকে লালন করেন। শুরু হয়ে যাবে আড্ডা, আড্ডার বিষয় হলো রাজনীতি। রাতের বেলা টিভি খুললেই দেখা যাবে বিভিন্ন চ্যানেলে টক শো! সব জায়গায় প্রত্যেকদিনের রাজনীতির কানাকিঞ্চির সব খবর নিয়ে তুমুল বিশ্লেষণ করছেন কিছু মানুষ। ব্যাপারটা আসলেই কিছুটা অদ্ভুত কারণ এতো রাতে যারা টিভি দেখতে এসেছে-ধরে নেয়া যায় তারা ঘুমানোর উদ্দেশ্যেই টিভিসেটের সামনে বসেছে আর টিভি চ্যনেলগুলো হিসেব করে বের করেছে যে রাজনীতি নিয়ে ঝগড়া এই সময়ে টিভি চ্যানেলে ছেড়ে দিলে সবাই মিলে সেটা দেখবে। অর্থাৎ রাজনীতি নিয়ে ঝগড়াঝাঁটি একটি জাতিকে রাতে ঘুমাতে অথবা ঘুম ফেলে জেগে থাকতে সাহায্য করছে। বিদেশী কোন চ্যানেলে এই সময়ে টিউন করলে দেখা যাবে কোন হাসির সিনেমা বা ভুতের নাটিক বা বড়জোর একটা হালকা সিচুয়েশনাল কমেডি দেখাচ্ছে। অথচ আমরা রাজনীতি নিয়ে গবেষণা করছি। ব্যাপারটা কিন্তু খুবই ভুতুড়ে! আমরা যে রাজনীতি নিয়ে অন্য অনেক জাতির চেয়ে অনেক বেশি সচেতন সেটার আরো একটা সত্যিকারের প্রমাণ পাওয়া যায় আমাদের ভোটার টার্নআউটে। বাংলাদেশের শেষ গ্রহণযোগ্য আর সকল দলের অংশগ্রহণের নির্বাচন অর্থাৎ ২০০৮ সালের নির্বাচনে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মতে দেশের সাতাশি শতাংশ মানুষ অংশ নিয়েছে যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে দেশটির কেবলমাত্র বেয়াল্লিশ শতাংশ। অর্থাৎ অর্ধেকের বেশি মানুষ সেখানে ভোট দেয়ারই প্রয়োজন বোধ করেনি-কারণ তাদের রাজনীতি নিয়ে কিছুই এসে যায়না।


ওদের রাজনীতি নিয়ে তেমন কিছু এসে যায়না কারণ কোন দল জিতলো তাদের ওপর ওদের কোন আত্নীয়ের বেঁচে থাকা মরে যাওয়া নির্ধারণ করেনা, ওদের বাবার চাকরি টিকবে নাকি-বা প্রমোশন হবে নাকি এই দুশ্চিন্তা শুরু হয়না এমনকি তারা এখন তাদের পছন্দের পোশাক পরে পছন্দের সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে পারবে নাকি সেই স্বাধীনতার কোন পরিবর্তন হয়না-আমাদের হয়। একটি নির্বাচনের ফলাফলে আমাদের জাতীয় জীবনের সব হিসাবকিতাব পালটে যায়। সেইজন্যেই হয়তো যখন কোন একটা অগণতান্ত্রিক সরকারের অধীনেও আমাদের পছন্দের হিসাবকিতাবে সবকিছু চলে তখন আমরা আর নির্বাচন নিয়ে মাথা ঘামাইনা। ঈদের দিন বসার ঘরে বসে সরকারকে গালি দেই কিন্তু নির্বাচন চাইনা-কারণ আমাদের পছন্দের হিসাবকিতাবে সবকিছু চলে।
তবু আমরা বুঝতে পারি কোথাও একটা গভীর সমস্যা রয়ে গেছে, সমাজের সমস্যাগুলো সমাধান হচ্ছেনা । আমরা সরকারকে গালি দেই-আরও ভালো কোন নেতার জন্যে অপেক্ষা করি। যে আমাদের এখনকার সংসদনেতাদের মতন বজ্জাত হবেনা, ঘুষখোর হবেনা, মাস্তানের সর্দার হবেনা। ঘোড়ার চড়ে তলোয়ার হাতে মেঘের মধ্যে দিয়ে কোন এক সুদর্শন নেতা উড়ে আসবে আর আমাদের জাতিকে তার দুর্দশার থেকে বাচাবে। আমরা সেইজন্যে অপেক্ষা করি। কিন্তু সুদর্শন নেতা কোনদিন আসেনা। কুদর্শন নেতারা তাদের কদাকার মুখ থেকে থুথু ছেটাতে ছেটাতে মিথ্যা কথা বলেন, নোংরা কথা বলেন আর অকারণেই বেশি বেশি কথা বলেন। জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়না।

জনগণের ভাগ্য যেমনটি ছিলো তেমনটিই থাকে। খুব ধীরগতিতে অল্প অল্প করে মানুষ নিজেদের ভাগ্য হয়তো কিছুটা উন্নত করে। চায়ের টঙয়ের লাভ দিয়ে বাজারে একটা ছোট দোকানঘর কেনে। দোকানে রাখে পান সুপারি, চিপস, গরুর দুধের চা, কোল্ড ড্রিংকের একটা ফ্রিজ আর সামনে পাচ ছয়টা টুল। কিন্তু তারপরে একদিন সরকারী দলের গুন্ডারা চাঁদা চাইতে আসে। পুলিশ ডাকলে পুলিশ থানায় নিয়ে চা খাইয়ে ছেড়ে দেয়। আর ভাগ্য খারাপ থাকলে নিজেরাও উলটো টাকা চাইতে আসে। ব্যবসায়ী মানুষ-অনেক তো মালসামান, একটু জনতার মাঝে ছড়িয়ে দিলেই হয়। একত্রিশ শতাংশ কর দিয়ে জনগণ উপভোগ করে দশ শতাংশ বখরা আর পাচ শতাংশ প্রটেকশন মানি দেবার রাষ্ট্রীয় আর রাজনৈতিক বাহিনী।
এই ভয়ংকর সংস্কৃতির মাঝে বড়ো হয়েও কেন জানি আমিও সরকারকে দারুণ বিশ্বাস করতে শুরু করেছিলাম। বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এইপিস সরকারটাই খারাপ, অন্য কোন সরকার আসলে-যখন ভালো মানুষরা রাজনীতি করবে, তখন হয়তো অনেক ভালো একটা বাংলাদেশ হবে। তার কারণ আমি দেবতাদের সংস্কৃতিতে বড়ো হয়েছিলাম। আমি বিশ্বাস করতে শিখেছিলাম যে যখন দুর্গতির সময় আসে তখন কোন একজন মানুষ দুর্গতিনাশ করতে দেবতা হয়ে ওঠে। আমি সেই দেবতার জন্যে অপেক্ষা করতাম আর মনে মনে হয়তো সেই দেবতাও হবার চেষ্টা করতাম। কাজেই যখন তন্ময় ভাইয়া আমাকে প্রথম মালয়েশিয়ায় একটা ডিবেট টুর্নামেন্টে যাবার পথে প্রথম বললো, তোকে প্রথমে ভাবতে হবে যে ব্যাপারটাতে সরকারের নাক গলানোর অধিকার আছে কি না-তখন কথাটা পুরোপুরি আমার মাথার উপর ঠোকর খেয়ে ছুটে গেলো। সরকারের কোন একটা ব্যাপারে নাক গলানোর অধিকার থাকে না কেমন করে? সরকার তো সব করতে পারে! সরকার তো দেবতা-তার হাতে সকল ক্ষমতা।
আমি ব্যাপারটা প্রথম ভালোমতন ধরতে পারলাম যখন ওয়াশিংটন ডিসিতে আমেরিকান হিস্টরি মিউজিয়াম দেখতে গেলাম। আসলেই আমেরিকানরা ট্যাক্স দিবেনা বলেই একটা আস্ত দেশ স্বাধীন করে ফেলেছে। ওদের সাংস্কৃতিক, বিপ্লবী বা আবেগিক কোন আদর্শের অনেক আগে চোখের সামনে ছিলো সোজাসাপ্টা একটা অর্থনৈতিক সমস্যা-বৃটিশরা কলোনিগুলোর থেকে সম্পদ চুরি করছিলো স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা দিয়ে আর বেশি বেশি ট্যাক্স নিয়ে গিয়ে। কাজেই আমেরিকানরা এমন একটা রাষ্ট্র সৃষ্টি করলো যেটা তার জনগণ থেকে অর্থ চুরি করে নিয়ে যাবেনা বরং সরকারের একেবারে প্রাথমিক কিছু কাজে সীমিত থাকবে আর জনগণকে তার নিজের অর্থ দিয়ে নিজেদের সামর্থ অনুযায়ী নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে দেবে। তারা যেটা করলো সেটা হচ্ছে তাদের কলোনাইজারদের সমগ্র ব্যবস্থা ছুড়ে ফেলে দিয়ে নতুন একটা ব্যবস্থার গোড়াপত্তন করলো। এমন একটা ব্যবস্থা যেখানে সরকারের তিনটা শাখা-আইন বিভাগ, বিচার বিভাগ আর শাসন বিভাগ একটা আরেকটাকে সীমা লঙ্ঘন করার থেকে বিরত রাখবে। আইন বিভাগকে ভেঙ্গে দিতে পারবে শাসন বিভাগ, শাসন বিভাগের তলা থেকে মাটি সরিয়ে নিতে পারবে আইন বিভাগ আর বিচার বিভাগ আইন বিভাগের অথবা শাসন বিভাগের যে কাউকে জেলে ঢুকায়ে বসে থাকতে পারবে। এইযে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে আমরা এতো লাফালাফি করি-সেই প্রেসিডেন্ট তার আইন বিভাগের সহায়তা ছাড়া আসলে যে কতোটা সীমাবদ্ধ সেটা দেখলে রীতিমত মায়া হয়!
অথচ একটা প্রচন্ড রাজনীতি সচেতন জাতি হয়েও আমরা এই ধরণের সাহসী সিদ্ধান্ত নিতে পারিনি। তার অন্যতম কারণ ছিলো এই যে এই ধরণের সিদ্ধান্ত নেবার এখতিয়ার আমাদের বৃটেন থেকে স্বাধীন হবার সময়ে ছিলো না। বৃটেন থেকে স্বাধীন হয়েমাত্রই আমরা চলে গিয়েছি আরেক কলোনাইজার এর কবলে যারা বৃটিশদের রেখে যাওয়া শাসনব্যবস্থা, আমলাতন্ত্র আর প্রশাসনকে খুবই ভালো অস্ত্র হিসেবে গণ্য করেছিলো আর বেশ দক্ষতার সাথে সেই একই অস্ত্র ব্যবহার করে আমাদের বৃটিশদের মতন করে শোষণ করা শুরু করেছিলো।
তবে আমরা একসময় টের পেলাম যে এই ব্যাপারটা কখনই কাজে দেবে না-প্রভুর হাতিয়ার কোনদিন প্রভুর প্রাসাদ ভাংতে সক্ষম হবেনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিলেন-বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কিন্তু স্বাধীনতার পরে তিনি ভয়াবহ ভুল যেটি করলেন সেটি হলো ধরে নিলেন যে সাত কোটি মানুষ মুক্তি বলতে আসলে কি বোঝে সেটি তিনি আর তার দলের কিছু হর্তাকর্তা মিলে ঠিক করে ফেলতে পারবেন। চারটা মূলনীতির মাঝে একটা মূলনীতির মাঝে একটা মূলনীতি ধরা হলো সমাজতন্ত্র আর তার খুব কোল ঘেঁষে রাখা হলো গণতন্ত্র। নতুন একটা জাতি বুক চিতিয়ে বললো যে তারা গণতন্ত্র আর সমাজতন্ত্রকে একসাথে নিয়ে আগাতে পারে।

কিন্তু কিছু সুযোগসন্ধানী লোক এখান থেকে অনুসিদ্ধান্ত বের করলো যে কমিউনিজম মানে আসলে ব্যক্তিগত বুর্জোয়ার পতন ঘটিয়ে রাষ্ট্রীয় বুর্জোয়ার উত্থান নিশ্চিত করা।
এই ব-দ্বীপে সেই রাষ্ট্রীয় বুর্জোয়ার শাসন দীর্ঘস্থায়ী হলো না। ইরানে বিপ্লব হলো, মিশর আর সিরিয়া ইসরায়েল আক্রমণ করলো আর ওপেক বললো আমরা আর পশ্চিমের কাছে তেল বেচবো না। কাজেই তেলের দাম লাফ দিয়ে দশগুণ বেড়ে গেলো আর সারা বিশ্বে মোটামুটি একটা অর্থনৈতিক কাঁপাকাপি লেগে গেলো। বাংলাদেশে শুরু হলো দুর্ভিক্ষ। অসম সাহসিকতা বুকে নিয়ে বঙ্গবন্ধু মহামানব হবার সিদ্ধান্ত নিলেন। গণতন্ত্র নামক মূলনীতির কথা ভুলে তিনি দেশের সব রাজনীতিক দল নিষিদ্ধ করে দিলেন, সব সংবাদপত্র বন্ধ করে দিলেন আর নিজেকে অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্ট ঘোষণা করলেন। ততদিনে তার বানানো রাষ্ট্রীয় সুবিধাভোগী মিলিশিয়া রক্ষীবাহিনী অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে রীতিমতো সরকারী গুন্ডাপান্ডা হয়ে উঠেছে-মানুষ অতীষ্ট। রক্ষীবাহিনীর পয়সা যোগাতে সেনাবাহিনীর তহবিলে টান পড়লো-সেনাবাহিনী ক্ষুব্ধ। এরপর কালোরাত। কিন্তু কালোরাতের পরে মানুষ সত্যিকারের আনন্দে রাস্তায় মিছিল করা শুরু করলো। অপদেবতার মৃত্যু ঘটেছে। এবার নতুন কেউ আসবে। খুব ভালো কেউ। খুব অসাধারণ কেউ। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে বাঙালি ফুলের ওপর পাড়া দিয়ে ভবিষ্যতের মিছিলে সামিল হলো।
এরপরে প্রায় চার দশক পার হয়েছে। বাংলাদেশ আর বাংলাদেশীর রাজনীতি নিয়ে কথা বলা কিন্তু এখনো থামেনাই। আমরা এখনো কথা বলছি-এখনও বিতর্ক করছি-কিন্তু অনেকটা ভুল পথে করছি।
আমরা এখনও জিজ্ঞেস করি এই সরকার এতো শয়তান কেনো? আমরা জিজ্ঞেস করিনা এই রাষ্ট্র এতো পিশাচ কেনো? আমরা জিজ্ঞেস করি সরকার এখনও আমাদের অর্থনৈতিক উন্নতি করাতে পারেনাই কেনো, আমরা জিজ্ঞেস করিনা সরকার আমাদের অর্থনীতির উন্নতি করার কে? আমরা জিজ্ঞেস করি সরকার প্রশ্নপত্র ফাঁস আটকাতে পারে না কেনো-আমরা জিজ্ঞেস করিনা সরকারের প্রশ্ন বানানোর দরকারটা কি?
এখনও কিন্তু আমরা রাস্তায় পকেটমার ধরলে পুলিশে দেয়না-ধরে গণধোলাই দেই। পকেটমার পুলিশের ভয়ে থাকেনা-মাইরের ভয়ে থাকে। পাঁচশ টাকা দিয়ে পুলিশকে ঠান্ডা করা যায়-কোটি টাকা দিয়েও পাগলা পাবলিককে ঠান্ডা করা যায়না। অধিকাংশ রাস্তায় কোন ট্রাফিক লাইট কাজ করেনা। মানুষ দেখে শুনে গাড়ি চালায় নিজের জানের ভয়ে-আরেকটা গাড়িতে লাগলে মাইর খাবে, সেই ভয়ে। রাস্তায় একটা গ্যাঞ্জাম লাগলে কে যায় তিন বছর ধরে আদালতের ঘানি টানতে? এক মুরুব্বি মাঝখানে এসে মধ্যস্থতা করিয়ে দেয়। যখন ঈদের দিন সব মানুষ একসাথে আনন্দে মেতে ওঠে আর আমি আমার তিনবন্ধুর বাসায় দাওয়াত খেয়ে চতুর্থ বান্ধবীর মায়ের 'আরেকটু নাও বাবা'-মার্কা চাউনির দিকে অসহায়ের মতো চেয়ে থাকি তখন কার আসে যায় রাষ্ট্রধর্ম কি? মানুষ ঈদের জামা কিনে মার্কেটের পাশে দাঁড়ায়ে থাকা স্কুলের ছেলেপেলের বানানো সংগঠনে পথশিশুদের কাপড় কিনে দেবার জন্য ধরে থাকা বাক্সের টাকা ফেলে কোন জেলজুলুমের ভয় দেখানো ট্যাক্স অফিসারের কথায় নয় মনের আবেগের থেকে। ছেলেমেয়েগুলো বাসায় ভিডিওগেম না খেলে রাস্তায় নেমে সংগঠন করে ভালো স্কুলে চান্স পাওয়ার লোভে না-সত্যিকারে তারা পথশিশুদের জন্য কিছু করতে চায় বলে।
তাহলে আমার প্রশ্ন হলো-আমাদের সরকার লাগে কোন কাজের জন্য? ক্ষমতার ছায়ায় গুন্ডাপান্ডা পুষে আমার ব্যবসার লাভ চুরি করে নেবার জন্য নাকি সারাসন্ধ্যা পড়িয়ে জমানো টিউশিনির টাকা রাত বারোটায় রাজলক্ষ্মী পুলিশ ফাড়ির সামনে ছুরি দেখিয়ে কেড়ে নেবার জন্য? নাকি বছর বছর জুড়ে ছেলেপেলের পড়ালেখার কষ্ট প্রশাসনিক দূর্বলতার একটা ফাঁকাগলে নষ্ট হয়ে যেতে দেবার জন্যে? নাকি একের পর এক হামলা মামলা ফাইল চাপা হয়ে পড়ে হারিয়ে যাবার জন্যে? নাকি নির্দিষ্ট রাজনৈতিক দলের সর্বগ্রাসী ক্ষমতার আচ্ছাদনে জঙ্গীগোষ্ঠী, পেশাদার গুন্ডাগোষ্ঠী আর অপরাধীগোষ্ঠী গড়ে তোলবার জন্যে?
আমাদের সরকার আমাদের জীবনে এতো বড় প্রভাব ধরে রাখতে পারে কারণ আমরা আমাদের সরকারকে এতো বড় একটা প্রভাব ধরে রাখতে দেই। আমরা কখনও আমাদের সরকারের ক্ষমতাকে সীমিত করবার চেষ্টা করিনা। বাংলাদেশের রাজনীতিতে যে কয়টি দল রয়েছে-তাদের কেউ কোনদিন বলেনি যে আমি ক্ষমতায় গেলে সরকারের দৌরাত্ম্য কমিয়ে আনবো-ট্যাক্স কমিয়ে আনবো-স্বৈরশাসন দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবোনা। বাংলাদেশের সবকয়টি রাজনৈতিক দল রাজনীতিবিদ্যার ডান বাম বর্নালির ডানদিকেই পড়ে-সবাই বড় রাষ্ট্র চায়। হ্যা-ক্ষমতায় না থাকলে সবাই সরকারের বদনাম করে ঠিকই, কিন্তু কেউ বলেনা যে রাষ্ট্রের গঠনগত কোন একটা সমস্যা আছে, নাহলে বঙ্গবন্ধুর মতন অসাধারণ মানুষেরা ক্ষমতায় গিয়েও স্বৈরাচারিতার লাগাম ধরে রাখতে পারছে না কেনো?
কারণটা খুব সহজ-কারণটা হলো আমরা স্বৈরাচারদের হাত থেকে কোনদিনই স্বাধীন হইনি। হ্যাঁ, আমরা বৃটিশদের তাড়িয়েছি, পাকিস্তানিদের তাড়িয়েছি-কিন্তু তারা আমাদের যে চাবুক দিয়ে চাবকাতো সেটাকে ধ্বংস করবার চেষ্টা করিনি। আমাদের আমলাতন্ত্রে, প্রশাসনে, বিচার বিভাগে, শাসনতন্ত্রের প্রতিটা অংশে অংশে এখনো ঔপনিবেশিক নস্টালজিয়া। আমাদের রাষ্ট্রনায়কেরা এখনও রাজা রাণী হতে চান-বংশপরম্পরায় ক্ষমতা ধরে রাখতে চান, অঙ্গুলি হেলনে রাষ্ট্র পরিচালনা করতে চান-কারণ তাদের হাতে তার সবকিছু করার অস্ত্রটি এখনও বিদ্যমান। কিছুই বদলায়নি-খালি শয়তান বদলেছে। একজনের হাত থেকে অন্যের হাতে আমরা উঠিয়ে দিয়েছি শোষণের চাবুক। তাই আমাদের বানানো দেবতারাই হয়ে উঠেছে আমাদের বানানো শয়তান।
গত দশ বছরে বাংলাদেশ সরকার যে পরিমান বিদেশী ঋণ আর অনুদান অপচয় করে যতটুকু উন্নয়ন করেছে তার চেয়ে অনেক বেশি অর্জন করেছে আমাদের সামাজিক উদ্যোগগুলো। ব্র্যাক পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে সফল এনজিওগুলির একটি। যতই সবাই গালিগালাজ করুক না কেনো-গ্রামীণ ব্যাংক সত্যিই ভালো কিছু কাজ করেছে আর আমার বয়েসী ছেলেপুলে প্রত্যেক শীতে কম্বল নিয়ে দিনাজপুরে দৌড় দিচ্ছে। আর সরকার লুটপাট করে, অপরাধীদের আস্তানা দিয়ে, শিক্ষাঙ্গনে অস্ত্র ঢুকিয়ে, ভয় আর বিভেদের রাজনীতি করে যত পারছে আমাদের কাজগুলোকে নষ্ট করবার চেষ্টা করছে। আমি নিশ্চিত সরকার আসলে ঠিক কতোটা খারাপ সেটা আমার চেয়ে এই লেখার পাঠক অনেক ভালো করে বলতে পারবে। কিন্তু আসলে কিন্তু দোষটা সরকারের না। দোষটা আমাদের রাষ্ট্রযন্ত্রের-যেটি এমন করেই সাজানো হয়েছে যাতে করে একটি সরকার ঔপনিবেশিক শোষক সাম্রাজ্যবাদী হয়ে উঠতে বাধ্য করে।
আমাদের সত্যিকারের একটা বিপ্লবের খুব প্রয়োজন। একটা সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক বিপ্লব যেগুলো আমাদের সমস্যাগুলোকে নতুনভাবে ভাবতে শিখাবে। সত্যি সত্যি আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়-তবে সেই অধিকার সরকারের থেকে ভিক্ষা করে নেয়া অধিকার না। সেই অধিকার তার জন্মগত অধিকার- নিজের মুক্তিকে নিজে সংজ্ঞায়িত করবার অধিকার। সেই অধিকার পৃথিবীর কোন সরকার-কোন রাজনৈতিক দল বা কোন রাষ্ট্র কেড়ে নেবার অধিকার রাখে না। চার দশকের দূর্বল প্রশাসন আমাদের যথেষ্ট স্বায়ত্তশাসিত হতে শিখিয়েছে-শুধু অতিসবল রাষ্ট্রটিকে গুড়িয়ে দেবার অপেক্ষা, তাহলেই আমরা স্বাধীন হতে পারবো, আর স্বাধীনতা খুঁজতে হবে না কারু কাছে থেকে।

--অনুপম দেবাশীষ রায়
আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) পক্ষ নিলে আল্লাহ হেদায়াত প্রদান করেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে এপ্রিল, ২০২৪ ভোর ৬:৪২



সূরা: ৩৯ যুমার, ২৩ নং আয়াতের অনুবাদ-
২৩। আল্লাহ নাযিল করেছেন উত্তম হাদিস, যা সুসমঞ্জস্য, পুন: পুন: আবৃত। এতে যারা তাদের রবকে ভয় করে তাদের শরির রোমাঞ্চিত হয়।অত:পর তাদের... ...বাকিটুকু পড়ুন

ব্লগটা তো ছ্যাড়াব্যাড়া হয়ে গেলো :(

লিখেছেন সাখাওয়াত হোসেন বাবন, ৩০ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫৭



আমি আমার ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে লেখালেখির মাধ্যমে। ব্লগটির প্রতি আমি কৃতজ্ঞ। কারণ প্রথম আলো ব্লগ আমায় লেখালেখিতে মনোযোগী হতে শিখিয়েছে । সে এক যুগ আগের কথা... ...বাকিটুকু পড়ুন

লুঙ্গিসুট

লিখেছেন মায়াস্পর্শ, ৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:২৪



ছোটবেলায় হরেক রঙের খেলা খেলেছি। লাটিম,চেঙ্গু পান্টি, ঘুড়ি,মার্বেল,আরো কত কি। আমার মতো আপনারাও খেলেছেন এগুলো।রোদ ঝড় বৃষ্টি কোনো বাধাই মানতাম না। আগে খেলা তারপর সব কিছু।
ছোটবেলায়... ...বাকিটুকু পড়ুন

স্বর্ণাক্ষরে লিখে রাখার মত মুফতি তাকি উসমানী সাহেবের কিছু কথা

লিখেছেন নতুন নকিব, ৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৫

স্বর্ণাক্ষরে লিখে রাখার মত মুফতি তাকি উসমানী সাহেবের কিছু কথা

ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল।

একবার শাইখুল হাদিস মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম সাহেবকে জিজ্ঞেস করা হল, জীবনের সারকথা কী? উত্তরে তিনি এমন... ...বাকিটুকু পড়ুন

সবুজ চোখের মানুষের ধাঁধা

লিখেছেন করুণাধারা, ৩০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২৯



এই ধাঁধার নাম সবুজ চোখের মানুষের ধাঁধা; নিচের লিংকে এটার ভিডিও আছে।

স্বৈরশাসকের বন্দী

এই ধাঁধাটি আমার ভালো লেগেছিল, তাই অনেক আগে আমার একটা পোস্টে এই ধাঁধাটি দিয়েছিলাম। কিন্তু সেই পোস্টে... ...বাকিটুকু পড়ুন

×