********************
ছোটো একটা বই-পড়া সংগঠনের সাথে একবার যুক্ত হয়েছিলাম। আমরা কিছু বাছাই করা বই পড়তাম আর আলোচনা করতাম। মাঝে মাঝে অন্য অপরিচিত মানুষ'ও কাছাকাছি বসে আমাদের কথা শুনত। আসল ঘটনাটা বলি....তো একদিন সবাই মিলে বই নিয়ে মশগুল, আর এমনই একজন আমাদের কাছে বসেছিল--আমরা খুব একটা তাকে খেয়াল করি নাই। কখন চলেও গেছে তাও দেখি নাই। তো আমাদের আলোচনা শেষ--আমরা চলে যাব। ওহ, বলতে ভুলে গিয়েছি যে আমাদের সভা হত মলচত্তরের রাস্তায় বসে। স্বাভাবিক ভাবেই আমরা উঠে সবাই জুতা পড়ছি....কিন্তু আমি কোনোভাবেই আমার স্লিপার খুজে পাচ্ছি না...আরে আমার পাশেইতো রাখা ছিল...গেল কোথায়!!
এরপরে আমার অবস্থার কথা আর নাইবা বল্লাম
************************
আরেক বার আমাদের পরীক্ষা...তাই সবাই মিলে মূল ভবনের সামনে পড়ালোচনা করছি। আর কাছেই চলছিল আমাদের দলীয় ভাইদের (!!) জ্বালাময়ী ভাষণ....অনেকের হাতেই বাঁশ জাতীয় মোটা লাঠি। এটা অবশ্য খুব'ই স্বাভাবিক একটা দৃশ্য ছিল তখন। আমরা যখন পড়ালোচনা এবং গল্পালোচনায় মগ্ন তখন'ই হঠাৎ ঠাঁশ--একটা গুলির শব্দ...ঠুঁশ---দুইটা গুলির শব্দ...আতঙ্কে সবাই জমে গেলাম---না না, গুলির শব্দে না---দেখলাম সবাই মানে দলীয় ভাইসকল আমাদের দিকে'ই ছুটে আসছে---ঊদ্দেশ্য পলায়ন। আমরা চার-পাঁচজন ছিলাম...কোনোভাবে উঠে কাগজপত্র রেখেই দৌঁড়----সারি করা গাছের পেছনে গিয়ে মাথা নিচু করে বসে পড়লাম---যুদ্ধ যুদ্ধ মনে হচ্ছিল
সব যখন শান্ত তখন আরেকজন ছুটতে ছুটতে এল...আর যা বলল তার সারমর্ম হল --- সে অন্য গেট দিয়ে আসছিল...হঠাৎ তার পায়ে লাগল গুলি
সে-সব ঘটনা মনে পড়লে আজো আমরা হাসি থামাতে পারি না
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



