ব্লগে একটু মনোমালিন্য হলেই দুটো শব্দ খুব বেশি শোনা যায়। একটি হচ্ছে ছাগু অন্যটি ভাদা/ভাকুর। ছাগুর মহিমা কাঠালের পাতা, ল্যাঞ্জা আর ল্যাদানিতে চিরভাস্বর হয়ে গেছে ব্লগবাসীর কাছে



কত্তবড় অদ্ভুদ কাহিনী।

কি আজব।

হায় কি ধরণের বেয়াক্কেলপনা।

কি আজগুবি।

সত্যি কি তাই............

আসুন ভাকুরের ছবি দেখি ...............

ইহাই ভাকুর
ভাকুরের আরেকটি ফডু
ভাকুর যখন ইশকুলে.
মুনে লয় তেনা পেচাইতেছে.
হ এডিই ..পুরস্কার দিতেছে,
ভাকুর যখন ভুটানে
আইচ্চা কইঞ্চেন দেহি....... এরে ভাকুর কৈলাম কেন.
নিচে নামুন .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ছি ছি আপনি একটা ভাকুরের জন্য এত্ত নিচে নামতে পারলেন। নামছেন যখন শুইন্যাই যান ভাকুরের রহস্য।
হ্যার নামই মেহমেত ভাকুর এরকুল।
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত
লগে বোনাস দিলাম .....
চরম উদাস মনে করেন ছাগু মোটের উপর চার প্রকার -
১। চালবাজ ছাগল বা The Cunning Goat
এরা মোটামুটি সমস্ত ছাগলের পালকে চালনা করে।
২। উগ্র ছাগল বা The Fighting Goat
এরা হচ্ছে সৈন্য ছাগল। মারামারি কাটাকাটি সব এদের দিয়েই হয়।
৩। নরমপন্থী ছাগল বা The Moderate Goat
এরা উচ্চবংশীয় ব্রাহ্মণ ক্যাটাগরির ছাগল। অন্য ছাগল দের ছাগলামি দেখে এরা মৃদু বিরক্ত হয়ে মৃদু ধমক দেয়, "ওরে দুষ্টু অমনটা করিস নারে, অমন করাটা ছাগলের ধর্ম নয় রে"।
৪। দুমুখো ছাগল বা The Asif Nazrul Goat
এরা ভালো গুগলি এক্সপার্ট। একই সাথে যুদ্ধও ভালোবাসে আবার ভালবাসাও ভালোবাসে।
ছাগলের প্রকারভেদ নিয়ে বিস্তারিত লেখার ইচ্ছা ছিল। কিন্তু আঙ্গুলে ব্যাথা বলে লিখতে পারতেছিনা।