আপনাকে দিয়ে হবে না ভাই টিউশনি,
সত্যিই আমার সন্দেহ হয় ছেলে আপনি এ্যাকশানী।
পড়াবেন আপনি তিনদিন মাত্র,
বাকী দিন চান ছুটি।
শিখাবেন কি? আর শিখবে কি?
আপনি কি বিদ্যার ঘটি?
পড়াবেন আপনি বাংলা, ইংলিশ, হিস্টি্ আর ম্যাথ
এসব পড়াতে এখন কি আর লাগে হাতে বেত।
অংকে একটু কাচা হলে নেবেন না আপনি রিস্ক,
এটা কি আপনার ব্যার্থতা নাকি উপার্জনের টিক্স?
মাসের বেতন মাস শুরুতে করেছেন আপনি ফিক্সড।
অভিভাবকরা কি বোকা ভাইরে বুঝবেনা সেটা রিক্স?
ছাত্র হলে বেশী ভালো,ছাত্রী হলে কম
আপনাকে কি বিশ্বাস করবে থাকতে দেহে দম?
এসব শর্ত ঝেড়ে ফেলে হয়ে যান ভাল
চারিদিকে ছড়িয়ে দেন শিক্ষার আলো!!!!!!!!!
(নগর বালকের লেখা পড়ে লিখতে ইচছা হল, তাই তার লেখাকে ঘুরিয়ে-ফিরিয়ে উত্তর দিলাম। শুধুমাত্র দুষ্টুমি। )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




