somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কবিতার খাতা

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ক্লান্তি

লিখেছেন আশিক ফয়সাল, ১১ ই জুন, ২০১৯ সকাল ১০:১৩

ক্লান্তি
আশিক ফয়সাল ।

হাসনাহেনা ফুল ফুটেছে
রাত্রি অন্ধকার
ঘুম আসে না নিথর চোখে
মন মেনেছে হার ।

হার মানা মন ক্লান্ত তবু
যুদ্ধ করে রোজ
যুদ্ধ যে তার শেষ হয় না
পায় না দিনের খোঁজ ।

খোঁজ করে দিন পায় বা না পায়
কষ্ট ঠিকই পায়
বন্দী পাখি মুক্তি পেলে
কোন দিকে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!

অসমাপ্ত সমীকরণ

লিখেছেন আশিক ফয়সাল, ০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১১

অসমাপ্ত সমীকরণ
আশিক ফয়সাল

ভালোবাসারা দূরে সরে তাই
ভবঘুরে আমি আজ সহসাই
ভাবি বসে বসে ,
কি জানি কি দোষে ,
কাঁধ জুড়ে আজ এতো বেশী দায় ।। বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

মেহেরবানি রব হে তোমার ।

লিখেছেন আশিক ফয়সাল, ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

মেহেরবানি রব হে তোমার ।
(ইসলামী সংগীত)
-- আশিক ফয়সাল ।

ফুলে ফলে ভরা
আমাদের এই ধরা
ফুলে ফলে ভরা
আমাদের এই ধরা
তোমার দেওয়া শ্রেষ্ঠ এ উপহার
মেহেরবানি রব হে তোমার
মেহেরবানি রব হে তোমার ।

সাগর নদী পাহাড়
সৃষ্টি কুলের বাহার
সাগর নদী পাহাড়
সৃষ্টি কুলের বাহার
তোমার দেওয়া শ্রেষ্ঠ এ উপহার
মেহেরবানি রব হে তোমার
মেহেরবানি রব... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

মেহেরবানি রব হে তোমার ।

লিখেছেন আশিক ফয়সাল, ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯

মেহেরবানি রব হে তোমার ।
(ইসলামী সংগীত)
-- আশিক ফয়সাল ।

ফুলে ফলে ভরা
আমাদের এই ধরা
ফুলে ফলে ভরা
আমাদের এই ধরা
তোমার দেওয়া শ্রেষ্ঠ এ উপহার
মেহেরবানি রব হে তোমার
মেহেরবানি রব হে তোমার ।

সাগর নদী পাহাড়
সৃষ্টি কুলের বাহার
সাগর নদী পাহাড়
সৃষ্টি কুলের বাহার
তোমার দেওয়া শ্রেষ্ঠ এ উপহার
মেহেরবানি রব হে তোমার
মেহেরবানি রব... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

মেহেরবানি রব হে তোমার ।

লিখেছেন আশিক ফয়সাল, ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬

মেহেরবানি রব হে তোমার ।
(ইসলামী সংগীত)
-- আশিক ফয়সাল ।

ফুলে ফলে ভরা
আমাদের এই ধরা
ফুলে ফলে ভরা
আমাদের এই ধরা
তোমার দেওয়া শ্রেষ্ঠ এ উপহার
মেহেরবানি রব হে তোমার
মেহেরবানি রব হে তোমার ।

সাগর নদী পাহাড়
সৃষ্টি কুলের বাহার
সাগর নদী পাহাড়
সৃষ্টি কুলের বাহার
তোমার দেওয়া শ্রেষ্ঠ এ উপহার
মেহেরবানি রব হে তোমার
মেহেরবানি রব... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

বাধ্য ছেলে

লিখেছেন আশিক ফয়সাল, ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৯

বাধ্য ছেলে
আশিক ফয়সাল ।

বাজার থেকে আনলো বাবা
গোল্লা মিঠাই ডজন খানা
ঘরে নাকি আসবে কুটুম
আমায় খেতে করলো মানা ।
আমিও খুব বাধ্য ছেলে
বাবার কথা খুব যে শুনি
একটা দুটো খাই যদিও
কিবা এমন বকবে উনি ?

খেয়ে দেখি দুটো আগে
পরে যা হয় দেখা যাবে
একটু বাবা বকলে বকুক
পেট তো আমার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

একি ঋতু!

লিখেছেন আশিক ফয়সাল, ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

গ্রীষ্ম গেলো বর্ষা গেলো
গেলো শরৎ হেমন্ত
এর পরেতে আসবে শীত
কথা ছিলো এমনতো ।
 
কিন্তু একি ঋতু এলো
বিড়ম্বনা চরম তো !
রাতে যদিও ঠান্ডা পড়ে
দিনে ভীষণ গরম তো। বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

কল্পলোক

লিখেছেন আশিক ফয়সাল, ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

একলা বসে ছিলাম যখন
মুখটা করে কালো
কল্পলোকের বন্ধুরা সব
আসলো নিয়ে আলো।
মিষ্টি হেসে বললো তারা
কি হয়েছে বলো
মন থেকে সব কষ্ট ফেলে
কল্পলোকে চলো।
দেখবে সেথায় কত্ত মজা
ইচ্ছা খুশি খেলা
বৃষ্টি হয়ে ঝরবে হাসি
কাটবে সারা বেলা ।

চাইলে পাবে প্রজাপতির
রঙিন জোড়া ডানা
কিচিরমিচির ডাকতে থাকা
হরেক পাখির ছানা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

ও জোনাকি ।

লিখেছেন আশিক ফয়সাল, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

ও জোনাকি
আশিক ফয়সাল ।

ও জোনাকি বলছি তোমায়
একটুখানি শোনো
রাতের বেলা বাইরে থাকো
ভয় লাগে না কোনো ?

নিজের আলোয় নিজেই চলো
ধার ধারোনা কারো
রাতের বেলা ভূত থাকে যে
ভয় লাগে না তারও ?

অবাক হয়ে দেখি আমি
সাহস তোমার কতো
রাত না হতেই পেয়ে বসে
আমায় ভয়ে যতো ।

ভূতের কথা বাদই দিলাম
কিন্তু... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

খোকার প্রশ্ন ।

লিখেছেন আশিক ফয়সাল, ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৪

ছবি দেখে ভাবে বসে
ছোট খোকা বজরুল
রবীন্দ্রনাথ মুসলিম ছিলো
হিন্দু ছিলো নজরুল ।

অল্প বয়স মনটা কচি
ভাবনা গুলোও বিন্দু ।
জানে দাড়ি মুসলিম রাখে
রাখে নাকো  হিন্দু ।

তবু মনে প্রশ্ন যে তাই
জিজ্ঞেস করে কাকুর ।
নজরুল নামে ইসলাম কেনো
রবির কেন ঠাকুর ?

খোকার এমন প্রশ্নে কাকু
বললো কপাল কুঁচকে
বড্ড কঠিন প্রশ্ন যে তোর
শোনরে তবু... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৬৭ বার পঠিত     like!

কেনা কাটা

লিখেছেন আশিক ফয়সাল, ২৯ শে মে, ২০১৮ সকাল ৭:৪২

রোজা প্রায় শেষের দিকে 
আসছে খুশির ঈদ
কিন্তু ঘরের কর্তা বাবুর
চিন্তায় নেই নিদ ।

গিন্নী যে তার টিভির ঘরে
আসন পেতে রোজ
কিনবে এবার কোন শাড়িটা
করছে তারই খোঁজ ।

সকাল সন্ধ্যা সিরিয়ালে
দিয়ে চাতক চোখ ।
দেখছে এবার কোন পোষাকে
সবার বেশি ঝোঁক ।

টাপুর টুপুর কিরণ মালার
দিন হয়েছে শেষ ।
নতুন করে কোন জোয়ারে
ভাসবে এবার... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

মিষ্টি রাগ

লিখেছেন আশিক ফয়সাল, ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৩২


এই যে হ্যালো, শুনছ তুমি, রাখছি বলে আগে
কাটবে না প্লিজ কল টা আমার, হঠাৎ মিষ্টি রাগে
ঠিক করেছি হাঁটবো দুজন, ব্যস্ত ভিড়ের রথে
গায়ে গায়ে গা মিলিয়ে সন্ধ্যা নামা পথে।

প্রতিদিনের রুটিন গুলো একঘেঁয়ে খুব লাগে
জীবনটাকে দিচ্ছে ঢেকে সাদা কালো দাগে
রেস্তরাঁতে রোজ তো বসি, আজ চলো ফুটপাতে
ঢের বেশি সুখ কফির... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

মিষ্টি রাগ

লিখেছেন আশিক ফয়সাল, ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৩০

এই যে হ্যালো, শুনছ তুমি, রাখছি বলে আগে
কাটবে না প্লিজ কল টা আমার, হঠাৎ মিষ্টি রাগে
ঠিক করেছি হাঁটবো দুজন, ব্যস্ত ভিড়ের রথে
গায়ে গায়ে গা মিলিয়ে সন্ধ্যা নামা পথে।

প্রতিদিনের রুটিন গুলো একঘেঁয়ে খুব লাগে
জীবনটাকে দিচ্ছে ঢেকে সাদা কালো দাগে
রেস্তরাঁতে রোজ তো বসি, আজ চলো ফুটপাতে
ঢের বেশি সুখ কফির... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

হও সচেতন

লিখেছেন আশিক ফয়সাল, ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫


যে মন্দিরে তোমার  দূর্গা
সজ্জিতা ফুলে ফুলে
আমার দূর্গা সেই মন্দিরে
ধর্ষিতা ত্রিশূলে ।

আট বছরের নিষ্পাপ ফুল
কি ছিলো তার দেহে
কিবা দেখে ঝরলো লালা
লকলকে জিব বেয়ে  !

ছোট্ট দেহ প্রজাপতি মন
মায়া মাখা হাসি  মুখে
সেই হাসিটাকে মারলো ওরা
পৈশাচিক সুখে ।

ধর্ষক ওরা উঠলে নেশা
ধর্ম ছুড়ে ফেলে
দুধ না ঢেলে শিবলিঙ্গে
দেবে বীর্য ঢেলে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!

আজকাল

লিখেছেন আশিক ফয়সাল, ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৭


রোদ পেয়ে  ডাল শুকিয়ে কাঠ
রোদ পায়নি অন্তর
দিনে দিনে তবু অচিন তাপে
শুকিয়ে হলো যন্তর ।

উড়ল আবেগ বাষ্পে মিশে
জানালারা হলো বন্ধ ।
প্রেম খোঁজা চোখ বিষের নীলে
তিলে তিলে হলো অন্ধ ।

ভাবনার দেশে আঁকিবুকি শেষ
রং তুলিতে দ্বন্দ্ব
জানি না আজো হাসনাহেনা
বিলায় কিনা গন্ধ ।

স্বপ্নের দেশ উঁকি দেয় রোজ
হাল... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫১৭০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ