আমার চোখ, আমার দৃষ্টিও,
হৃদয়, রক্ত, অশ্রুপ্লাবন.....
কি বুঝলা ?
হৃদপিন্ডের শল্য চিকিৎসা সম্ভব- বন্ধু আমার, হৃদয়ের নয়।
লিখতে পারো লক্ষ, কোটি শব্দ....
ভাষার ক্ষমতা নাই অনুভূতির অনুবাদ করে।
হৃদয়, রক্ত, অশ্রু.....
বেদনা, সোহাগ, আনন্দ থেকে
অভিধান খুঁজে বার করা সুন্দরতম শব্দ;
অভিমানে, ভালোবাসায় কাঁপতে থাকা নাসারন্ধ্র থেকে
শিষ কেটে বের হওয়া ভাষা বাদ দিলে অবশিষ্ট যা থাকে.......
জানো কি? হৃদয় তা ।
তুমি তা নিতে পারো না।
১৫/১০/১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




