যমুনার বুক বেয়ে ভেসে আসে জলীয়বাষ্পশূন্য বায়ু
দক্ষিণের বাক্সে পুরানো কাঁথার সেলাই
উত্তরে নেই এতটুকু ভদ্রতা
ক্ষমতার বাক্সে হ্যা ভোট দেয় নিয়তবায়ু
উপরে এবং নিচে আমিও মাথা দোলাই
বুকের গহীণে জমা যতটুকু জলজ প্রয়াস, অপেক্ষার শিশির
মিলায় মিঠাকড়া রোদের মায়ায়
প্রিয়তমা, সরাও মরীচিকা করুণার ঠোঁট
বালিশের চুমুতে অভ্যেস হয়ে গ্যাছে
দোলনকাল সমন্ধে :View this link
বইমেলায় : রাঁচি গ্রন্থ নিকেতন ও কালের ধ্বনি স্টল, লিটলম্যাগ প্রাঙ্গন
রকমারি: View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




