সিগারেট-জর্দ্দা খাওয়া হারাম :
কুরআন-হাদীস থেকে প্রমাণ
দিলাম...
(১) সিগারেটের
গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু
ঘটায়": আল্লাহর বাণী-
"তোমরা নিজেদেরকে ধ্বংসের
দিকে নিক্ষেপ
করো না।" [বাকারা-১৯৫] সবাই
জানে কীভাবে সিগারেট একজন
মানুষকে তিলে তিলে শেষ
করে দেয়।
(২) সিগারেট-জর্দ্দা নেশাজাতীয়
জিনিস : নবী (সা) বলেছেন- "
প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার)
আর প্রত্যেক নেশার জিনিসই
হারাম।" [মুসলিম-২০০৩]
(৩) কেউ একসাথে ১০ টি সিগারেট
খেলে তার নেশা হতে বাধ্য : রাসূল
(সা) বলেছেন- "যা অধিক সেবন
করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন
করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু
দাঊদ-৩৬৮১]
(৪) সিগারেট-জর্দ্দা অপবিত্র
জিনিস : আল্লাহ বলেন- "তোমাদের
জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু
হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭]
(৫) সিগারেট জর্দ্দায় কোন
ফায়দা নেই, এটা অপব্যায় : আল্লাহ
বলেন- "নিশ্চয়ই
অপব্যায়কারী শয়তানের
ভাই।" [সূরা ইসরা-২৭]
(৬) সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম
কষ্ট পায় : রাসূল (সা) বলেন-
"যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস
রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট
না দেয়।" [বুখারী]
(৭) সিগারেট পুষ্টিকরও নয়,
ক্ষুধা নিবারণ মূলকও নয় :
জাহান্নামীদের খাবারের
প্রসঙ্গে আল্লাহ বলেন- "এটা তাদের
পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ
করবে না।" [গাশিয়াহ-৭]
(৮) আলিমদের মত : সিগারেট-জর্দ্দা
খাওয়াকে শাইখ মুহাম্মাদ বিন
সালিহ আল উছায়মীন (রাহ), শাইখ
আবদুল্লাহ বিন বায (রাহ),
আল্লামা মুহাম্মাদ বিন ইবরাহীম
ডা. জাকির নায়েকসহ অসংখ্য
উলামায়ে কেরাম হারাম বলেছেন।
শেষ কথা : রাসূল (সা) বলেছেন-
"আমার কিছু উম্মত মদ পান করবে, কিন্তু
নাম
দিবে ভিন্ন।" [ইবনে মাজাহ-৪০২০]
কী বুঝলেন ভাই?
[বিঃদ্রঃ সিগারেট-জর্দ্দা
দুটোতেই তামাক পাতা থাকে।
এগুলোকে আলাদা করে দেখার
কোন অবকাশ নেই।]
আপনার কাছে গুরুত্ত্বপূর্ণ
মনে হলে স্ট্যাটাসটি শেয়ার করুন!
আল্লাহ আমাদেরকে সুস্পষ্ট হারাম ও
সন্দেহযুক্ত হারাম
থেকে বাঁচিয়ে রাখুন। আমীন!!
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




