লাল আমার প্রিয় রঙ,
তাই ভালোবাসি সকালের লাল সূর্যটাকে।
লাল আমার প্রিয় রঙ
বলেই কৃষ্ণচূড়ায় এতোটা দুর্বল আমি।
লাল আমার প্রিয় রঙ,
তাই তোমার লাল শাড়িতে আমার প্রেম।
লাল আমার প্রিয় রঙ
বলেই ভালোবাসি শিশুর লাল ঠোঁটের মিষ্টি হাসি।
লাল আমার প্রিয় রঙ,
তাই তাকিয়ে বিপ্লবী লাল পোস্টার খুঁজি।
লাল আমার প্রিয় রঙ,
বলেই রক্তমাখা শহীদের দেহে আমার শ্রদ্ধা।
লাল আমার প্রিয় রঙ,
তাই আমার হঠাৎ এই লালরঙা কাব্য লেখা।

সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



