কিছু কারনে উৎসুক মানুষ এড়িয়ে চলবেন। আজকের টাটকা উধাহারন দিয়ে বলি, হসপিটালে আছি মাকে নিয়ে কিছু সঙ্গত কারনে। ক্যান্টিনে বই পড়ছি দেখে এক আঙ্কেল এলেন আমাকে ভেবেছিলেন খুব ব্রিলিয়ান্ট কেউ হবো। এসে বললেন, "বাবা কিসে পড়ো।" উত্তরে তিনি আমার বাপের দায়িত্ব নিজের কাধে তুলে নিয়ে বললেন, "পাবলিকে পড়া হোলো না তোমার?" বুঝলাম বুকফাটা কষ্টে আছেন এখনি গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে বসবেন, কিন্তু করলেন না কপাল টা ওদিক দিয়ে ভালো।
আমার গোঁফ গলে হাসি তখন মুখের রেখায় বেশ বিস্তৃত। মনে মনে বলি, এইতো তোমাকেই তো খুঁজছিলাম।
এর শুধালেন আমার রেজাল্ট। আমি বুঝলাম উনি আমার থেকেও আমার রেজাল্ট নিয়ে ফ্রাস্ট্রেটেড।
আমি মুচকি হেসে গেলাম আর উনি বলেই গেলেন।
নিজের ছেলের খুবিতে পড়ার গল্প বেশ করলেন। আমিও শুনলাম। ছেলেকে নিয়ে নিশ্চই কষ্ট করেছেন সেই গল্প করে আনন্দ পান এখন। আমি এতে দোষ বা গুন খুঁজলাম না। বিদায় নিয়ে আসলাম।
রাতের খাবার নিয়ে যখন ওয়ার্ডে ঢুকছি তখন দেখলাম 'লাইভ লাইফ কমেন্ট্রির ডেমন্সট্রেশন অব পাশের বাসার আন্টি' অথচ তিনি পরিচিত কেউ নন, বাইরের একজন। বলছেন," কেন এসেছো তুমি মায়ের সেবা তো কিছু করছো না।" এখানে বলে রাখি গিয়েছিলাম ফোনের চার্জ শেষ চার্জ দেবো বলে। আমি যতটা অবাক আমার মা তার ডাবল অবাক। গিলে ফেললাম আবার।
ওয়েট স্কেলে মেপে দেখলাম ওজন ওই দুইটা ঘটনায় ২ কেজি বেড়েছে। কিন্তু বাঙালির বুদ্ধি এক রত্তি বাড়েনি।
হয় জবাবটা জায়গায় দিয়ে জায়গার শিক্ষা জায়গায় দেওয়া ভালো অথবা এদেরকে মাফ করে ওজন কুমিয়ে ফেলাও কম খারাপ না।
অতি উৎসুক মানুষ মানেই পরিত্যাজ্য।