জোয়ার-ভাটার দিনে
কবিতা...
একদিন আরেকবার চোঁখ খুজে
হারাবে সব আলো,
বিবিধ অন্বয় জুড়ে দেবে আবেশ।
লেখার দাগের নিচে কাটাছেড়া
চলতে থাকবে আরেকবার।
আবার,
আমাদের থেকে দূরে সরে যায়
আমাদের ভালোথাকতে চাওয়া।
আমাদের সুচিন্তিত ব্যাকুলতা
আমাদের কথা দেওয়া অঙ্গিকারনামা।
আবার ,
ফিরে আসতে থাকে তোমার দিকে
ঘরে ফিরে যাওয়ার শূন্য অনুভুতি।
আলোর রেখা ঘিরে ধরে
আধেক চাদের বিবর্নতায়।
বাকিটুকু পড়ুন