কোন এক দিনের জন্য বেঁচে থাকা নয়।
অন্তশূন্য একটা দিনের জন্য যদি হয়,
তার আশে বসে থাকাটারে, বেঁচে থাকা কয়।
যদি আকাশেও লাল রক্তের স্রোত বয়।
পালটাও ছিড়ে যায় হঠাৎ ঝোড়ো দমকায়,
হাল ধরে বসে থাকাটারে, বেঁচে থাকা কয়।
পোড়া ধোয়ার ঝাঝলো শ্বাসে বিষাক্ততাও ঘরময়।
আদ্রোতার আলিঙ্গনে উষ্ণ বায়ু ছুয়ে বিষিয়ে যায়,
তার সাথে চিলতে শুদ্ধতারেই, বেঁচে থাকা কয়।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২২ সকাল ১০:৫৫