বুক ফাটা হাসি দিতে পারতাম!
মনুষ্যগণ, আমাকে এত হাসাও কেন তোমরা? যেই হাসিটা নিজে কানে শুনতে পেয়ে নিজেরই ভয় লাগে!
লাল চোখের এই আমাকে দেখে এখন বুঝতে পারবেন, মাথার যন্ত্রনা মরে যাচ্ছি। কেন?
এগারো ঘন্টা পুরো দাঁড়িয়ে ছিলাম আজ। সাথে মিষ্টি হাসির চেষ্টা... দ্যাট উইল বি ফাইভ ডলারস থ্যাঙ্কস, এনজয় য়ুর ডে!
মুখে মিষ্টি হাসি। আফগান আর ইরাকী মেয়েটার সাথে খুনসুটি। হাতে টাকার পাহাড়। টিকেট দিচ্ছিলাম রঙ্গভূমির।
ভিতরে কি যে হচ্ছিল!
আচ্ছা, ওই মানুষগুলো, যারা নেত্রীর আহবানে বৈঠা নিয়ে রাজধানীতে চলে আসলেন। ওই 'মানুষগুলো'... কাল রাতে ঘুমাতে পেরেছে তো? নাকি মদ খেয়ে বউ পিটিয়েছে প্রচন্ড আক্রোশে? আচ্ছা, ওরা বাথরুমে যেতে ভয় পায় না একা একা? ছোট বেলা বাথরুমের কালো জানালা দেখে ভয় লাগত, মনে হত ভূত জি্বন কিছু একটা আসবে। ওই 'মানুষগুলোর' তো বাথরুমে নিজের সাথে একা হতেই ভয় লাগার কথা... আফটার অল, তিন মিনিটে একটা জ্বলজ্যান্ত মানুষ মেরে ফেলা... পিটিয়ে... বাহ! আমি তো স্যান্ডেল দিয়ে তিন মিনিটে তেলাপোকাও মারতে পারি না। লবন দিয়ে কেঁচো মারতে গিয়ে কত পিচ্চি যে আমার ঝাড়ি খেয়েছে। তিন মিনিট একটা কেঁচোর তড়পানিও সহ্য করা কঠিন। আর মানুষ!
মানুষই তো!!!
হো হো করে হাসতে ইচ্ছা করে হঠাৎ হঠাৎ... হায়রে রঙ্গিলা দুনিয়া!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

