ঈদের ছুটিতে কক্সবাজার গেছিলাম। ...
ঐখানে চোখে পড়ল সমুদ্র তীরে শুয়ে থাকার যে সিট গুলা আছেনা তার একটা বড় অংশের ছাতার কাপড় আর ফোমের কভার এ বিডি ফুডস এর নাম। মনে পড়ে বেশ ক মাস আগে কি সব সাদা পাইডার ( হেরোইন) পাচারের দায়ে দোষী সাব্যস্ত করেছিল বিডি ফুডসের মালিককে। কি যেন নাম ঐ শিল্প পতি মহাশয়ের। মনে আসতেছে না। কারও আসলে একটু বলবেন কি?
আইচ্ছা মিটে গেল সব ঝামেলা সব চোরাচালানীর দোষ । কেমতে? আমাগো দেশে না হয় টাকা দিয়ে হয়ে গেছে কর্ম সাবার , কিন্তু ঐ চার্জ তো শুনেছিলাম বিদেশেও হয়েছে.....ওখানেও টাকা চলে। হয়তো বা হয়তো না। কি জানি বাপু?
28 আর 29 তারিখে কক্সবাজার আটকা পড়েছিলাম। আমর থাকার সমস্যা ছিলনা যেহেতু ছিলাম সরকারী রেষ্ট হাউসে। কিন্তু না দেখলে বিশ্বস করবেন না হাজারে হাজারে মানুষের বন্দীত্ব। টাকা নেই তাউ খাওয়ার উপায় নেই। কোথায় কে জনগনের জন্য আন্দেলন করে আর তার রেষ টানে জনগনই । মরেও তো তারাই। উদর পিন্ডি বুধোর ঘাড়ে সবাই দিয়েই চলেছে। আসল দোষ যে কার বোকা কি আর তা বোঝে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



