আর কত মাথা নত করে মেনে নিবি-মানতে থাকবি এই সরকার আর ঐ সরকার । চোখের ছানিটা একটু পরিষ্কার কর-একাত্তেেরর সূরযের কিরণটা নষ্ট করে দিক- তোদের দৃিষ্টভঙ্গী । আবার, আরেকটাবার- তোরা মানুষ হ ।
একাত্তরের ওরা এই বাংলাদেশ চায় নি । এই মানসিকতার জন্যে ইজ্জত দেয় নি মেয়েরা, মায়েরা ।সরকার বদলাক, বদলে দিক পাঠ্য-পুঁথিতে ইতিহাস । আমরা একটু শিরদাঁড়াটা খাড়া করি, উঁচু করি । ঐ বাঙ্গালীরা কারা ছিল আর আমরা কারা? ভয় পাস !!!!
শিকার হয়ে আছিস-শিকারী হ ।
শহীদদের আর কত ফুল দিবি..। বুকের তেজটা জাগা......আয় ওদের রক্ত দিই ।
দূনীতিতে সেরা করে যারা বাংলাকে -তাদের কি দিতে চাস? কবিতা!!!
আজ 26শে মাচ, 2006- মনে আছে সুধাংশু?
তারিখটা ?
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে...তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে....আমাদের আবার যুদধে যেতে হবে......
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




