নিন্দাবাদের বৃন্দাবনে তুমি কি ক্লান্ত হয়ে গিয়েছিলে? কি করবে বল-52, 71- এর পর বিংশ শতাব্দীতে এসেও প্রশংসা করতে পারার স্বভাবটা ঠিক আয়ত্ত্ব করতে পারিনি আমরা । অন্যের গলা কেটে নিজেদের উচ্চতা বাড়াত চাওয়ার ইচ্ছেটা আমাদের বড্ড আন্তরিক । কুৎসার কোরাসেই আমাদের মরমীয় আনন্দ ।
তবে বিশ্বাস রেখো আমাদের ইতিহাসে । এই আমরাই কিন্তু 52, এই আমরাই 71 । আমরা তন্দ্রাচ্ছন্নঠিক- আবার আমাদের জাগরণ মানেই -
তোমার নতুন সাজের মত নতুন ইতিহাস ।
এই সুন্দরী, তুমি চিরযৌবনা হও । তুমি পদ্মফুল হও ; এই গোবর-সময়ে । শত দল হলেও আমাদের হাত বাঁধা থাক একটা শতদলে ।
তোমায় কিন্তু দারুণ সুন্দর লাগছে আজ-আকাশী সাজে ।
কি সুন্দরী , লজ্জা পেলি??!!
( আসুন, আমাদের সবার ভালবাসার নতুন সাজের মত সকল দ্্বন্দ ঝেড়ে ভালবাসি সবাই সবাইকে আমরাও )
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




