ঠুকরে খেয়ে গ্যাছে দিন ধান শালিকে,
হুশ করে দুখানি ডানার আন্দোলন,
চুপিসারে নিভিয়ে গেছে আলো।
মায়ের আঁচলের কি দারুণ ছোঁয়া কপালে
বাবার দুবাহুর ধীর আলিঙ্গন-আশীষ
মানুষের মনে থাকে সব;
শিশির অথবা দোয়েলের শিশ।
মুক্তির আনন্দের চেয়ে নিরানন্দ অনুরাগে
ঠুকরে খেয়ে গেছে সময় আর কিছু দিন।
প্রিয়তম রোদেলা ঘুমের বাড়ি
পুকুরের কাছে জমা দুপুরের ঋণ।
নীড় খোঁজা রাস্তায় পৃথিবীই নীড়
চোখে জল টলমল, পড়ে না; স্থির।
কখনো বেঁকে যায় অন্য দেশে
নদীরাও কেঁদে কেঁদে দারুণ ভালোবেসে।
চোখে জল। জল নিয়ে ফিরে যাই নীড়ে,
জীবনের না পাওয়া তুমি এসো ফিরে।