আজ কতদিন পড়ে তোমার সাথে দেখা
তোমার মুখশ্রী আগের মতোই অনেক সুন্দর.সুশ্রী ।
শুধু তোমার চুলে,এখন কিছু সাদা চুল।
তাতে কি হয়েছে,তোমার হাসি যেন এখনও লাবণ্যময়।
তোমার মিষ্টি চাহনি আমার দিকে
আর আমার মাথা নিচু করে থাকা।
বলতাম না কিছুই,বলতে পারি নি আজও;
তোমায় আমি কত ভালবাসি।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




