কালির রঙিন প্রলেপে বারে বারে মুখরিত হওয়ায় এর ধর্ম
প্রতিদিন সাদা পৃষ্ঠাগুলো রোমাঞ্চিত হয়ে ধরা দেয় সম্মুক্ষে
এ যেন পরিবেশনে ব্যস্ত বহুবিদ প্রলেপের নতুন মাত্রার
জীবনের স্বপ্নীল আহবান আর তোমার উদাসীনতা
একি সত্যিই উদাসীনতা নাকি তোমার আত্নকেন্দ্রিকতা
কুয়াশাচ্ছন্ন পথে যাত্রার সন্কাই যেন তোমার দু চোখে
ভাললাগার সুপ্ত বাসনা বক্ষে ধারণের চেষ্টা তোমার
আজ তোমার মন যেন হয়ে পড়েছে ঘুমন্ত অগ্নেয়গিরি
যে কোন সময় তা প্রলয়কারী রুপে হতে পারে আর্বিভূত
জানি আজ সময় এসেছে ভাললাগায় উদভাসিত হওয়ার
তাইতো অগ্নেয়গিরি নির্গমন করবেই তার লাভা
কাঙ্খিত স্বপ্নের চাহনিতে মুখরিত তোমারি চারিপাশ
তবুও কি থাকবে ঘুমিয়ে উন্মোক্ততার খোঁজে হাত প্রসারিত না করে
জানি না পারবে কি স্পর্শ করতে তোমার স্বপ্নের রূপ
নাকি কুয়াশাচ্ছন্ন সেই যাত্রা পথে হারাবে সে তার যাত্রাপথ
তোমার স্বপ্নীল পথে হঠাৎ আগন্তুকের আর্বিভাব
তুমি উদ্বেলিত না হয়ে তিরস্কার রাণী রূপে করলে আত্নপ্রকাশ
ভালবাসতেই পারে তোমায়, তবে কেন এত অবহেলা
তোমার মন সাগরে কভু কি ভাসবেনা রঙিন কোন ভেলা
সেই দিন হয়ত বেশী দূরে নয়, যে দিন তুমি স্বপ্ন দেখবে
ভালবাসার বীজ বপন করবে তোমার মনের গহীনে
সেই দিন তারে পাবে কি তুমি?
যে বেসেছিল ভাল তোমায়, নাকি নতুন কোন প্রত্যাশা
তোমার মনের বলিষ্টতা হয়ত তোমারে নিয়ে যাবে অনেক দূর
কিন্তু যে সময় অতিক্রান্ত হওয়ার দায়ে ভারাক্রান্ত তার কি হবে
সে কি তার যৌবন আর পাবে ফিরে
নাকি বার্ধক্য ভারাক্রান্ত হয়ে বাকি পথটুকু দিবে পারি
মানিয়ে নিতে সময়ের সাথে, জানি তুমি পারবে
ভাললাগার সোনালী আলোয় তুমি একদিন জাগবেই
তুমি, কেবলি নও তুমি, নও কোন মানবী
কবির চোখে দেখা এ যেন এক চলমান কবিতার প্রতিচ্ছবি।।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১০ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



