এতটাই পার্থক্যের স্পস্টতা, উপলব্ধিতে কুয়াশাচ্ছন্নতা
ভালবাসা মানেই ভেবেছি দুটি চাওয়ার একক রূপ
সাবলীল ভাবনা আর বাস্তবতার কঠিনতর বিভেদ
প্রকাশের ভিন্নতার ছায়া আজ চাওয়াতে দৃশ্যমান
প্রত্যাশার উন্মেষ, প্রাপ্তির বৈরী রূপ
তোমারি প্রতীক্ষায় নিস্তব্দ নিশিথে একাকী প্রহরগনা
এরই মাঝে যেন লুকিয়ে আমার ভাললাগা
সবকিছুই বুঝেও তুমি কিছুই যেন বুঝনা
ভালবাসার অর্থ বুঝেও তাইতো কাছে আসো না
তুমি তো কেবলি ডুবে থাক সুপ্ত কিছু আশায়
আজীবন ভাসবে তুমি আমার ভালবাসায়
কিছুটা শান্তির আশায় বৃক্ষের ছায়া খুঁজি আমি
ক্লান্ত হয়েও চাই তোমার রৌদ্রজ্জ্বল দিন
ভোরের নির্মলতার প্রতি দূর্বল আমার চিত্ত
সবকিছু ছাপিয়ে নিশিতে তোমার আবেগতারিততা
পাহাড়ের চূড়া থেকে ক্ষুদ্র করে পৃথিবীকে আনিব দখলে
তুমি চাইলে ভূমিতে লুটাই বক্ষে করিবে ধারণ
শরৎতের আকাশ দেখিব বলে যখন স্থির মন
ঠিক তখনই তোমার সখ কুয়াশাচ্ছন্ন শীতের সকাল
বলিলাম বর্ষায় চল আজ ভিজে হই একাকার
বসন্তের ফুলেল সৌরভে মাতিল মন তোমার
আমি ব্যতী ব্যস্ত হয়ে পড়িলাম হেমন্ত পিঠের আহবানে
আর তুমি গ্রীষ্মের তাপদাহেও পড়িলে ফলের প্রেমে
আঁকড়ে ধরে কি রাখা যায় ভালবাসি যারে
সকল বাঁধা ডিঙ্গিয়ে তারে রেখেছি মনের কুটিরে
বিস্তর ফারাকের মাঝেও কেবলি চাই তোমায়
তাই তো খুঁজিনা মানে যখন পশ্চিমে আমি আর পূর্বে তুমি
তবুও বুঝি ভালবাসি কেবলি তোমায়
যদিও জীবনের বিবর্তণে অবস্থান দুজনার আজ দু প্রান্তরে।।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



