তবুও দ্বিধাহীন চিত্তেই হারালাম তাতে
নিস্তব্দ রজনীর মাঝে তাইতো আজো খুঁজি যাই তারে
ক্ষণিকের সেই পাওয়া, না পাওয়ার উপলব্ধির সঞ্চার
তাতেই হারালাম অস্তিত্ব, বিলীন হলাম বটে
কথা না বলেও যেন বলে যায় কথা
না শিখেও যেন বুঝেছি সেই ভাষা
তাই তো বারে বারে তোমারি তরে ফিরে আসা
রহস্যের অপূর্ব সমাহারে সজ্জিত সেই চোখ যেন
নিমিষেই থামাতে পারে কঠিন অগ্নিজগ্য
জাগাতে পারে প্রেরণা, সুপ্ত ভাললাগার কিছু বাসনা
মৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়েও নতুন করে বাঁচার উন্মাদনা
যতই দেখি ততই মুগ্ধতা করে আচ্ছন্ন
নির্মল সেই চোখে সবি প্রচ্ছন্ন
আর কিছু নয়, এ আসলেই আর কিছু নয়
মনের সৌন্দর্যের কিঞ্চিত উপলব্ধি মাত্র
সকল চাওয়া হারিয়েছি সেই চোখে
ভালবাসার কথা উদ্ভাসিত তাই মুখে
নির্মল সেই চোখে খুঁজে যাই জীবনের অর্থ
সবই হয় সুভ্রতার খোঁজে, সবই নিঃস্বার্থ
সমুদ্রের গভীরতা দেখেছি সেই চোখে
অজস্র স্বপ্নে ঢ়েউ আঁছড়ে পড়ে তার বক্ষে
আকাশের বিশালতার মতো প্রশস্ত
সেই চোখে বারে বারে মেলি আকাঙ্খার ডানা
তাই তো আজো খুঁজি সেই নন্দিত চোখ
আনন্দস্নাত হয়ে রাঙ্গায়িত স্বপ্ন মোর
তাই আজ হারিয়ে যেয়ে তোমার মাঝে
স্বপ্ন খুঁজি প্রফুল্লতায় ভরা তোমার চোখে।।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



