মনে হয় দূরে দূরে, নেই যেন পাশে
যা দেখি তাই যেন ধূঁ ধূঁ মরূ প্রান্তর
ভয় ভয় লাগে বুকে, কেঁপে উঠে অন্তর
ব্যস্ততার ভীড়ে যেন, ভুলে যাই সবি
পূর্বাকাশে খুঁজি তাই, উদিত এক রবি
ছুটে চলা তব এই, জীবন রহস্য খোঁজে
যা লাগে ভাল তা করি বুঝে, না বুঝে
এসেছি একা, চলে যাব তা ও একা
তবুও সবকিছু আঁকড়ে ধরে রাখা
পথের খোঁজে নতুন পথের করেই চলেছি সৃষ্টি
আবিষ্কারের নেশাই উন্মুক্ষ যেন সদা থাকে দৃষ্টি
দু হাত বাড়িয়ে সবি যেন, নিয়েছি মোর বক্ষে
তবুও তো হবে না থাকা হবে না তো রক্ষে
দূরন্তপনা ছেড়ে যখন নিথর হয় দেহ
অনূভব করতে থাকি তখন থাকছে না যেন কেহ
চলে যাচ্ছে ছোট্ট জীবন থাকবে নাকো বসে
সুযোগ নেই অসমাপ্ত কাজ করবে আবার এসে
হন্য হয়ে সময় যেন যাচ্ছে দ্রুত চলে
প্রাণ প্রদীপ যাবে নিভে এই কথাটি বলে
যতই কর লোভ লালসা, যতই কর শাসন
ধরে কি রাখতে পারবে তুমি তোমার আসন
সঙ্গে তো নিতে পারে না কেউই কোন কাণাকড়ি
তবুও তো পাল্লা দিয়ে সম্পদের পাহাড় গড়ি
এতো কিছু করে ভাবি, কেন আমি একা
আর কত পথ হাঁটলে পাব, সমৃদ্ধির দেখা
সবার মাঝে থেকেও যেন, ছিলাম আমি একা
জন্ম থেকে দূরে এসে এই উপলব্ধি করা।।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



