
আধখানা চাঁদ দেখে কোলের খোকা
কেঁদে-কেটে হয়রান যায় না রোখা।
চাঁদ কেনো আধখানা বাকিখানা কই
এই নিয়ে মা’র সাথে করে হই চই।
বাবা এসে বলে খোকা, কান্না থামাও
পারো যদি চাঁদটাকে নিচেতে নামাও
ডেকে ডেকে হয়রান চাঁদ কি আসে
দূরে বসে চাঁদমামা মুচকি হাসে।।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


