ঘুমিয়ে পড়েছো, অতন্দ্রীলা?
ঘাড়ের কছে তোমার ভারি নিঃশ্বাসের ছোয়া পাই, বুকের উপর তোমার বাহু, নখের আলতো আঁচড় দিচ্ছো কাঁধে, অচেনা কোন স্বপ্ন দেখছো বুঝি...
কতশত হাজার চেনা চেনা স্বপ্ন রয়েছে আমাদের পৃথিবী জুড়ে, মনে পরে?
মনে পরে,লেকের ধারে বসে বসে কতশত টকঝাল খুসনুটি, কত অভিমান, সময়ের বুক চিরে অনুভুতির জাল বোনা...
ঘামে ভেজা দুটি হাত আবেগের প্লাবন, প্রণয়কাতর দুটি দেহে স্পর্ধার ছুয়ে যাওয়া, লাজুক তোমার মুখে প্রশ্রয়ের অভিযোগ, আমার চোখের দস্যি হানা, মনের গহীন জুড়ে অবাক আলো এক।
ক্লাস ফাকি দিয়ে কত কত কথা, কত কত স্বপ্নের বোঝা নিয়ে বাড়ি ফেরা চোরের মত। স্বপ্নের নিদারুণ স্পর্শ বুকে নিয়ে কত কত রাত কেটেছে নির্ঘুম, মোবাইলে টাকা ফুরিয়ে যাওয়ায় কত রাত কেটেছে অসহ্য তৃষ্ণায়...
কত স্বপ্নের বীজ বুনে গেছি আমরা দুজনে-
ঘরের স্বপ্ন, নীল দেয়ালের স্বপ্ন, প্রেম ছড়ানো গোলাপি বিছানার স্বপ্নঃ যেখানে তোমার রাঙ্গা মুখ, আমার সাহসী সুখের খেলা,
সকল দস্যিতার অনু্যোগ শেষে স্বপ্নে বিভোর তোমার চোখ- লাল টুকটুক রাজপুত্রের লোভে...
আরো কত চেনা চেনা স্বপ্ন, মনে পরে অতন্দ্রীলা?
কত অনু্যোগ, কত শপথের আঁকড়ে ধরা হাত... পথিবীর পরের দেশে কতটা বেপরোয়া আমরা দুজনে, কতটা নই একা।
কতটা নিঃসংগতা আকড়ে ধরতো তোমাকে হারানোর ভয়ে।
কত অদ্ভুত, কত আপন স্বপ্নগুলো...এমনকি মরে যাওয়ার স্বপ্নটিও মধুরতর, যে মৃত্যু তোমার তরে। পৃথিবীর সব যাতনা ভুলে নিজেদের বুকে লুকানোর স্বপ্ন, যেখানে আমাদের হৃদয়... যেখানে থাকে শুধুই প্রেম,
না ফুরাবার মত করে...
তোমার বাম বুকে, নরম মাংসের নীচে আজো আছে সে হৃদয়, মাঝরাতে নির্ঘুম চোখে আজো পরিচিত স্বপ্নের সাথে দেখা হয়, নির্বাক চোখে ওরা তাকিয়ে রয়...আমার ঘাড়ের কাছে তোমার নিঃশ্বাস, আমার বাহুর ওপরে তোমার বুক আজো, আমার বুকে তোমার হাতের অধিকার, সে বুকের বহু নীচে আমার হৃদয়- সেখানে প্রাগৈতিহাসিক নিঃসংগতা।
পরিচিত স্বপ্নেরা তোমাকে দেখেনা, তুমিও ওদের খোজোনাকো আর... একই শপথের তারারা জ্বলে থাকে আকাশে তাই, দীর্ঘশ্বাস আমি আকাশের দিকে ফেলিনাকো লজ্জায়।গভীর বিবর্ণ শীতে, পৃথিবীর পাড়ে ভালোবাসা গুলো হলুদ পাতার মত...
ঠোটে কাতর হাসি তবু, অনুভুতি গুলো করুন চোখে চেয়ে রয়,
আমি চোখ ফিরিয়ে নেই। আঁধার জুড়ে তোমার নিঃশ্বাসের শব্দ।
হাত ধরে তবু নিরুদ্দেশ পথে আমরা দুজনে, শক্ত করুন হাতে শূন্যতার আঁকড়ে ধরা- তোমার মত করে...
ভালোবাসা আজ সন্ধ্যা হয়ে আসে।
হাতের ধমনী ওপারে অবারিত দূরত্ব, প্রেমেরা মেঘ হয়ে গেছে সেই কবে।
অতন্দ্রীলা,
আমাদের ঘুমকাতর চোখে নিজেদের প্রতিবিম্ব অচেনা হয়ে আসে, চুম্বনে চুম্বনে কি গভীর নির্জনতা...
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




