প্রাকৃতিক দর্শনের মূল কথা হলো প্রয়োজনীয়তাবাদ । আমাদের মহাবিশ্ব এমন ক্যানো ?- এই প্রশ্নের সবচেয়ে ভালো এবং বিজ্ঞান সম্মত উত্তর হচ্ছে - এছাড়া অন্য আর কোনো উপায় ছিলো না(বিস্তারিত জানার জন্য স্টিভেন হকিংস এর “মহান নকশা” বই) । রাসায়নিক বিক্রিয়া অতপরঃ বির্বতন ও এর ফলে সৃষ্ট প্রানী জগৎ এর প্রকৃতিতে টিকে থাকাই হচ্ছে একমাত্র লক্ষ্য । সুতরাং এখানে নীতি-নৈতিকতা কোনো স্থায়ী আদর্শ না আর এক্ষেত্রে আমি নিশ্চিত যে নৈতিকতা বলে আসলে কিছুই নেই । যদিও নীতিবাগীশরা(ছাগুরা) আমার বিরোধীতা করবে, সে যাই হোক তাদের সাথে আমি তর্কে যাবো না। আদিম পৃথিবী(মানুষ) ও বর্তমান প্রাণী জগৎ এ বেঁচে থাকার জন্য সকলকেই কঠোর সংগ্রাম করতে হয় । তারাই টিকে থাকে যারা যোগ্য অথবা যোগ্যরাই এখানে টিকে থাকে । আর এর জন্য প্রকৃতিই দুর্বলের উপর সবলের শোষনকে করেছে বৈধ । ডারউইন তার পর্যবেক্ষনে দেখেছিলেন, প্রকৃতিতে প্রাণীরা কতখানি নিষ্ঠুর হতে পারে শুধুমাত্র তার অস্তিত্ব বজায় রাখার জন্য । সাধারণ(বর্তমান) মানুষরা হয়তো সেগুলো দেখলে আঁতকে উঠতে পারে কিন্তু কিছুই করার নেই , এটাই প্রকৃতির নিয়ম(উৎসাহীদের জন্য ডিসকভারী ও ন্যাশনাল জিওগ্রাফি দেখার অনুরোধ রইলো )।
।ডারউইন তার বির্বতনবাদে শক্তির বিজয় দেখিয়েছেন । অস্তিত্ব রক্ষার লড়াই ও উপযুক্ত ব্যক্তির অস্তিত্ব রক্ষার নীতিতে শক্তির জয়গানই ঘোষিত হয়েছে । মানুষ বিবর্তন ফলে সৃষ্ট বুদ্ধিমান জীব, সভ্যতার বিকাশের জন্য অর্থ্যাৎ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনে সে আদিম সমাজে অন্য প্রানীকে বা উদ্ভিদকে ব্যবহার করেছে , এমনকি প্রয়োজনে মানুষকে ব্যবহার করতেও পিছপা হয়নি(দাসপ্রথা। মহান মানবতাবাদী দার্শনিক প্লেটো পর্যন্ত দাসপ্রথার বিকল্প ভাবতে পারেনি, এখানে উল্লেখ্য ষে- প্লেটোই প্রথম সাম্যবাদের কথা বলেছেন । মানব কল্যানে বা সভ্যতার প্রয়োজনে মানুষ সবকিছুকেই হালাল করে নিয়েছে এবং এভাবেই গঠিত হয়েছে মানবিক নৈতিকতা, যা সদা পরির্বনশীল(প্রয়োজন অনুযায়ী । সুতরাং নৈতিকতা বা মানবিকতা বলে কিছুই নেই ।
এবার আসি সমাজের পরবর্তী ধাপে- জ্ঞান-বিজ্ঞানের চর্চার ফলে উন্নতি হতে থাকলো মানুষের যন্ত্র দক্ষতা, ফলে প্রয়োজনহীন হয়ে উঠল অন্যজীবকে শোষন করার প্রয়াস। যেমন: গরুর গাড়ি/ঘোড়ার গাড়ির জায়গায় চলে এলো মটর গাড়ি । আর আমরাও হয়ে উঠলাম দয়ালু, আমাদের মধ্যে আবার অনেকে তো প্রাণীহত্যাকেই মহাপাপ ঘোষনা করে বসল । অনেকে আবার নামল পশু অধিকার সংরক্ষনে । এভাবেই বির্বতনের ধারাতেই গড়ে উঠল সমাজ অতপর রাষ্ট্র । সমাজেও মানুষকে ক্রমাগত অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামতে হলো কারন প্রকৃতিতে সর্বদাই চাহিদার তুলনায় যোগান কম থাকে । সমাজে মানুষ তার ব্যক্তিগত সুখের জন্য অন্য দুর্বল মানুষকে শোষন করতে শুরু করলো । এরই ধারাবাহিকতায় দাসপ্রথা আসলো , যেখানে দাসকে অভিজাত শ্রেনী শোষনের মাধ্যমে বিলাসিতা করত । বৈজ্ঞানিক উন্নতির ফলেই মানুষ দাসপ্রথা থেকে মুক্তি পেয়েছে । যন্ত্র কৌশলের উন্নতির দ্বারা মাঠ পর্যায়ের কাজে দাসরা প্রয়োজনীয়তা হারিয়েছে । উদাহরনস্বরূপ বলা যায়: মিশরের পিড়ামিডের নির্মান প্রক্রিয়ায় প্রয়োজনীয় শ্রম কোনো স্বাধীন মানুষ দিতে আগ্রহী হবেন না তাই প্রয়োজন হয়েছে দাসদের অথচ সেই কাজই যখন ক্রেন, বুলডোজার ইত্যাদি মেশিনের দ্বারা সহজ করে আনা হলো তখন লোপ পেলো দাসদের প্রয়োজন । দাস প্রথার পরবর্তী ধাপগুলোকেও একইভাবে ব্যাখ্যা করা যায় । আরো একটি উদাহরন দেয়া যায়- সামন্ততান্ত্রিক সমাজে কৃষকদের ভূমির খাজনা দিতে হত কিন্তু কৃষিবিপ্লবের ফলে সামন্তপ্রথারও বিলোপ ঘটেছে ।অনেক সমাজতান্ত্রিক বিপ্লবীরা বলবে যে- সর্বহারা শ্রেণীর বিপ্লবেই সমাজে পরিবর্তন আসে । তাদের জন্য আরো একটা উদাহরন- উপমহাদেশে নীল চাষ বন্ধ হয়ে গিয়েছিল কৃষকদের আন্দোলনে নয় বরং কৃত্রিম রং আবিষ্কারের ফলে, এই মন্তব্যে যুক্তি হচ্ছে এই যে- সিপাহী বিদ্রোহ যেখানে ইংরেজরা শক্ত হাতে দমন করলো তাহলে নীল বিদ্রোহ কেন করলো না ? কারনটা খুবই সহজ, কৃত্রিম রং এর আবিষ্কারের কারণেই আর নতুন করে শোষন করার প্রয়োজন হয়নি। সর্বহারাদের বিপ্লবের যে বাণী মার্কসবাদে বলা হয়েছে তা দিয়ে কিছুই হবে না যদি না শিল্প বা কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন হয় । জিনগত বৈশিষ্ট্যের কারনেই সব মানুষ সমান নয় তাই সাম্যবাদের থিউরি অসত্য । আর শোষন করাও প্রাকৃতিক নিয়ম তাই এর বিরুদ্ধে গিয়ে টিকে থাকা যাবে না ।
সাম্যবাদীদের মানবিকতা খুব বেশি,আসলে এটা একটা মানবিক দোষ। মানুষ সর্বদা নিজেকে শ্রেষ্ঠ মনে করতে ভালোবাসে তাই প্লেটোর মহাবিশ্ব ছিলো পৃথিবী কেন্দ্রিক আর আধুনিক সাম্যবাদীদের পৃথিবী হলো মানকেন্দ্রিক, যা ভুল ও ভ্রান্তিময় আবেগ ছাড়া আর কিছু নয়।নিচে রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে মার্কসবাদের সমালোচনা করা হলো:
(১) রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে শক্তিপ্রয়োগ মতবাদের ধারা হচ্ছে মার্কসবাদ। মার্কসের মতে , রাষ্ট্র স্বাভাবিকভাবে সৃষ্ট কোনো প্রতিষ্ঠান নয়। সমাজের অভ্যন্তরীন দ্বন্দ্ব ও সংঘাতের ফলেই রাষ্ট্র সৃষ্টি হয়েছে । মার্কস তার ঐতিহাসিক জড়বাদী ব্যাখায় বলেছেন যে, রাষ্ট্রের উৎপত্তি হয়েছে ব্যাক্তিগত সম্পত্তি ও শ্রেণীসংগ্রামের দ্বারা। এবার আমরা আসি প্রাকৃতিক দর্শনে । প্রকৃতির অন্য কোনো প্রাণির মধ্যে রাষ্ট্র নামক প্রতিষ্ঠান দেখা যায় না যদিও তারা গোষ্ঠি গঠন করে তথাপি রাষ্ট্র ব্যাপারটি তাদের মধ্যে নেই । বাঘ বা সিংহদের মধ্যে নিজেদের এলাকা ভাগ করে নেয়ার ব্যাপার থাকে কিন্তু স্থায়ী নিয়ম-কানুন তৈরি করে রাষ্ট্র গঠন হয় না। বির্বতনের ফলে সবচেয়ে অগ্রসর প্রাণী হলো মানুষ। তাই শুধুমাত্র শোষনের মাধ্যমে সম্পত্তি অর্জন করাই রাষ্ট্রের উদ্দেশ্য নয় বরং এটি মানব সভ্যতার উন্নতির একটি বির্বতনীয় ফল । অধ্যাপক বার্জেস এর মতে, “রাষ্ট্র মানব সমাজের ক্রমবিকাশের ফল । ” বির্বতনমূলক মতবাদের মূলকথা হলো, রাষ্ট্র কোনো বিশেষ সময়ে কোনো বিশেষ পরিকল্পনার দ্বারা সৃষ্টি হয়নি বরং বহু সমাজের উত্থানপতন, পরিবর্তন, বির্বতনের অমোঘ নিয়মের চলমান গতিধারায় সৃষ্টি হয়েছে রাষ্ট্ররূপ সর্বশ্রেষ্ঠ মানবিক প্রতিষ্ঠান ।
(২) মার্কসবাদ ও লেলিনবাদে রাষ্ট্রহীন সমাজের কথা বলা হয়েছে । লেলিনের মতে, কোনো স্বাধীন সমাজে রাষ্ট্র থাকতে পারে না। লেলিন আরো বলেছেন, “ রাষ্ট্র একশ্রেণির দ্বারা অন্য শ্রেণীকে শোষন করার যন্ত্র।
আমরা আগেই মতবাদে বলেছি , রাষ্ট্র একটি বির্বতনীয় ফল । সুতরাং আধুনিক সভ্যতায় রাষ্ট্রের অবলুপ্তি অলীক কল্পনা মাত্র । কারণ রাষ্ট্রের শাসনযন্ত্র বা সরকারের প্রয়োজনীয়তা কখনোই অস্বীকার করা যায় না। শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত হলেও সমাজের কাজকর্ম পরিচালনার জন্য সংস্থার প্রয়োজন হবে । মার্কস রাষ্ট্রকে শ্রেণীস্বার্থের ধারক ও বাহক হিসাবে দেখিয়েছেন কিন্তু মানবীয় প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্র যে সমাজকল্যানকর হতে পারে মার্কস তা অস্বীকার করেছেন ।
(৩) মার্কসীয় ধারনা অর্থনৈতিক বিষয়ের উপর প্রতিষ্ঠিত । মার্কসবাদ ইতিহাসের গতিপ্রকৃতিকে অর্থনৈতিক কারনে পক্ষপাতমূলক ব্যাখ্যা করেছে । কিন্তু ইতিহাসের জড়বাদী ব্যাখ্যা সবসময় সত্য হতে পারে না । অতীতের ঘটনা দেখে আপনি সবসময় ভবিষ্যতকে নিশ্চিত করতে পারবেন না । অতীতের সমাজগুলোর মধ্যে অভ্যন্তরীন দ্বন্দ্বের কারনে ভাঙন এবং নতুন সমাজ গড়ার যে নীতি মার্কস দেখিয়েছেন তা দ্বারা আপনি বলতে পারেন না যে পূঁজিবাদী সমাজব্যবস্থা নিশ্চিতভাবে সাম্যের দিকে যাবে । যদি তাই বলে থাকেন তবে ব্যাপারটা এমন হবে যে- গতপরশু বৃষ্টি হয়েছিলো তারপর গতকাল বৃষ্টি হয়েছিলো, আজও বৃষ্টি হলো দেখে আপনি সিদ্ধান্ত নিলেন যে আগামীকালও বৃষ্টি হবে।
(৪) মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্বও সম্পূর্ন ঠিক নয় । শ্রেণীসংগ্রাম যেমন ছিল, তেমনি বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ইতিহাসও রয়েছে । শ্রেণিহীন সমাজ বা সমাজতন্ত্র কখনোই টিকে থাকবে না কারন প্রকৃতি সব মানুষকে সমান করে সৃষ্টি করেনি তাই সাম্যবাদ একটা ভ্রান্ত ধারনা । বিপ্লবের পর শ্রেণীহীন সমাজ পরিবর্তিত হওয়ার পরিবর্তে বিপ্লবের নায়কদের পক্ষে এক নতুন শাসকশ্রেণীতে পরিণত হওয়ার বিশেষ সম্ভাবনা থাকে । যেমন : উত্তর কোরিয়া । প্যারাটো, ওয়েভার প্রমুখ সমাজবিজ্ঞানীদের মতে, শ্রেণীহীন সমাজ প্রবর্তন অসম্ভব কারন শাসক-শাসিতের শ্রেণীবিভাগ চিরকাল থাকবেই । অসিরবথাম বলেছেন, মার্কসের শ্রেণীহীন সমাজ একটি কাল্পনিক স্বর্গরাজ্য ছাড়া আর কিছুই নয় । জাতীয়তা, গোষ্টি আনুগত্য যে কত শক্তিশালী হতে পারে মার্কস তা অনুধাবন করতে পারেনি । তাছাড়া ক্ষমতালিপ্সা, লোভ, হিংসা, দ্বেষ মানব চরিত্রের সাধারন দোষ-ত্রুটি যা সাম্যবাদী সমাজ গঠনের অন্তরায়। তাই সাম্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করার অর্থ হলো কিছু মানব চরিত্রের বিপক্ষে একটা নৈতিকতার আদর্শ দ্বার করানো যা ভ্রান্ত ও অবৈজ্ঞানিক ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



