
"নিজেকে জানো" বা "Know Thyself" অ্যাপোলো মন্দিরে খোদাই করা একটি প্রাচীন গ্রীক উক্তি। অনেকে অবশ্য এটাকে সক্রেটিসের বিখ্যাত উক্তি হিসাবে জানে।
সে যাই হোক, নিজেকে জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় দশ বছর ধরে ব্লগিং করছি, কিন্তু একটা বিষয় জানতাম না। সেটা হলো, ব্লগার হাইজেনবার্গ ০৬ নাকি আমার মাল্টি!!!!
তবে একটা বিষয়ে আমার খটকা লাগলো। আমার ব্লগের বয়স হলো, ৯ বছর ৭ মাস; আর হাইজেনবার্গ ০৬ নিকের বয়স হলো, ১২ বছর ৩ মাস। ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করে তিন বছর পিছিয়ে গিয়ে আমি আমার মাল্টি খুললাম? যেই মগজের সর্বোচ্চ ব্যবহার করে দফাদার এই তথ্য বের করলো, সেটাকে অধিকতর ব্যবহার করে আমার এই সরল প্রশ্নের উত্তর দেয়া কি সম্ভব?
ব্যাপারটা ''ডিম আগে, নাকি মুরগী আগে'' এর মতো ''মূল নিক আগে, নাকি মাল্টি নিক আগে'' এর মতো হলো কি? কেউ কি আগে মাল্টি, পরে মূল নিক খোলে? আমার মাথা পুরাই আউলায়ে গিয়েছে। বিষয়টা বুঝিয়ে বলার অনুরোধ থাকলো। এই ধারনার উপর ভিত্তি করে আমার সম্পর্কে সে বেশ আপত্তিকর কিছু মন্তব্য করেছে। বিষয়টা দুঃখজনক, তবে আমি মজা পেয়েছি। একজন পছন্দের ব্লগার হিসাবে তার সেইসব মন্তব্যগুলোকে কমপ্লিমেন্ট হিসাবেই নিলাম। তবে তার একজন শুভাকাঙ্খী হিসাবে একই সাথে বলবো, এই লেভেলের এনালাইটিকাল পাওয়ার নিয়ে ব্লগিং করা কি খুবই জরুরী?
ব্লগার দফাদার আরো বলেছে, ''৫০ উদ্ধো একজন মানুষ ব্লগে এইসব ছেলে মানুষী করে? উনি নিজে আইডি থেকে আমাকে বুঝায়ে দিলে বরং আরো খুশি হতাম। সামুতে আমার আইডি পুরানো হলেও গত প্রায় এক বছর নিয়মিত ব্লগে। আমার প্রকাশ্য কারো সাথে কোন তিক্ততা নেই। যাকে যা বলার স্পষ্ট করে বলি।''
ওয়েল........এই যদি মানসিকতা হয়, তাহলে আরেক পোষ্টে গিয়ে বিষোদগার করার আগে আমাকে সরাসরি জিজ্ঞেস করলে ভালো হতো না? সেই রাস্তা তো খোলাই ছিল। আমি তো কামড়াই না!!!!
সবাই যার যার নিজস্ব মগজের সর্বোত্তম ব্যবহার করুক..........এটাই কামনা করছি।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


