অামি গত রাতে তিন গ্লাস অমাবস্মার অন্ধকার খেয়েছি, সাথে ছিলনা কোন ললনার বাকা অধরের উষ্ন তাচ্ছিল্ল।
তবু দিনের অালোয় দেখি জামার অাসতিনে লেপটে অাছে একজোড়া অনাদরের ছোঁয়া।
হাতের স্পর্শে শিহরণ নিতে চেয়েছি বারংবার, পারিনি।
শুধু অপেক্ষা করতে শিখেছি, কখন ঝুপঝুপ নামবে অন্ধকার, অামি খুলব অন্ধকারের ছিপি......
ভাই'গো অামি কবি নই, তোমাদের একজন......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




