বরাবর
মডু
সামহোয়ারইন..ব্লগ
বিষয়: এক খানা পোস্ট নির্বাচিত করিবার আবেদন।
জনাব
উইথ ডিউ রেসপেক্ট আমি জানাইতেছি যে সামুতে লিখিতেছি প্রায় পৈানে এক বৎসর যাবৎ। এই সময় ধরিয়া আমি অখাদ্য কুখাদ্য বহুত কিছু লেখিয়া ব্লগের পাতা ভরিয়া রাখিতেছি। লেখার মানের কথা ভাবিয়া কস্মিন কালেও আমার লেখা নির্বাচিত হইবে তাহা কল্পনায় আনি নাই। তবুও ব্লগে লেখিতেছি সেই অযুহাতে অর্ধ বৎসর আগে থেকেই নিজেকে ব্লগার বলিয়া পরিচয় দিতে আরম্ভ করিয়াছি
উলেখ্য নিজের লেখার মানহীনতার কথা বুঝিতে পারিয়া শুপারিশের আশায় বহুত বার আমি খাইরুল আহসান, বিদ্রোহী ভৃগু,আহমেদ জি এস, সুমন কর, দিশেহারা রাজপুত্র, চাঁদগাজী,সাদা মনের মানুষ,ডঃ এম এ আলী, গিয়াস উদ্দিন লিটন, শায়মাপু ,জুনাপু,বিজন রয়, গেমচেঞ্জার,প্রামানিক, শাহরিয়ার কবির, রূপক বিধৈাত সাধু, অরুনি মায়া অনু,ক্লে ডল,হামা ভাই, এডওয়ার্ড মায়া ভাই, হেনা ভাই, পথহারা মানব, মার্কোপোলো, জেন রসি, নীল পরি, হাতুরে লেখক,সাহসী সন্তান, ভ্রমরের ডানা,রক্তিম দিগন্ত, অদৃশ্য সহ আরো অনেককে নিয়মিত …… দিয়া গেছি। কিন্তু তাহারা সুপারিশতো দুরে থাক সম্ভবত আমার নামখানাও আপনাদের কাছে উল্লেখ করেন নাই।তাই বাধ্য হইয়া আজ নিজেই আপনাদের দারস্থ হইলাম।
এমত অবস্থায় লেখার মানের কথা না ভাবিয়া মানবতার খাতিরে (শ্বশুরালয়ে ইজ্জত বাঁচানোর জন্য )একখানা পোস্ট নির্বাচিত করিয়া বাধিত করিবেন।
নিবেদক
বিলিয়ার রহমান
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




