নীলা,তোমার চোখে নীল আকাশের ছোঁয়া,
তোমার হাসিতে রংধনুর রঙ,
তোমাকে কাছে পেলে জীবনটা হয় নতুন,
তোমার স্পর্শে মুছে যায় সকল দুঃখ।
তুমি যখন পাশে থাকো,
পৃথিবী হয় স্বর্গ,
তোমার কথায় মিশে থাকে সুর,
তোমার হাসির মিষ্টি ছোঁয়ায়,
মনের কোণে জমে থাকা অন্ধকার দূর।
নীলা, তুমি যেন স্বপ্নের রাণী,
তোমার ছোঁয়ায় বাঁচে মন,
তুমি পাশে থাকলে দিন হয় রাত্রি,
আর রাতেরা হয় চাঁদের আলোয় ভরপুর।
তুমি আমার সুখ,
তুমি আমার শান্তি,
তোমার ভালোবাসায় মিশে আছে,
আমার জীবনের প্রতিটি মুহূর্তে,
তুমি পাশে থাকো,
এই আমার অনুরোধ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



