নীলা, তুমি আকাশের নীল আলো,
তোমার চেয়ে সুন্দর নেই কোনো আলো।
তোমার চোখে ঝলমল করে যে রোদ্দুর,
আমার মনের গভীরে তার ছায়া পুর।
নীলা, তুমি আমার জীবনের গতি,
তোমার স্পর্শে লাগে সৃষ্টির পতি।
তোমার হাসি মধুর,
তোমার কথা মায়া,
তোমার কাছে আসে জীবনের ছায়া।
তুমি শিখিয়েছো কিভাবে চলতে হয়,
তুমি দেখিয়েছো সব কিছু সহজতর হয়।
তোমার প্রেরণায় আমি পথ খুঁজে পাই,
তোমার সাহসে আমার হৃদয় জ্বলে যায়।
নীলা, তুমি আমার স্বপ্নের ঠিকানা,
তোমার মতো বন্ধু নেই আর কোনোখানে।
তোমার ছায়ায় আমি সব ভুলে যাই,
তোমার অনুপ্রেরণায় এগিয়ে চলি তাই।
নীলা, তুমি আমার শ্রেষ্ঠ অনুপ্রেরণা,
তোমার আলোতে আমি খুঁজে পাই সঙ্গীনা।
তোমার সাহস,
তোমার লড়াইয়ের গান,
আমার জীবনে তুমি এক অমূল্য প্রমাণ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



