আজ ভারতীয় টিভি চ্যানেল ইটিভি বাংলার সংবাদে দেখানো হয় ভারতের বিভিন্ন স্থানে লোডশেডিং এর প্রতিবাদে মিছিল বের হয়। অসংখ্য মানুষের অংশগ্রহন।
আমার লেখা পড়ে বুঝার অবকাশ নেই যে, এ মূহুর্তে ভারতেই বিদ্যুৎ সংকট চলছে। আর এটা নতুন কোন বিষয় নয়। অনেক পুরোনো। এ পুরোনো সংকটের সমাধান কল্পেই ভারত বিভিন্ন স্থানে বিদ্যুৎ প্লান্ট তৈরীর প্রক্রিয়া শুরু করেছে বহু আগ হতেই।
তারই ধারাবাহিকতায় টিপাইমুখ জল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প।
এ প্রকল্পের কাজ শুরু করতে গেলে বাংলাদেশের বিভিন্ন মহল হতে এর প্রতিবাদ আসে। কারন বাংলাদেশের মানুষ আর একটি ফারাক্কার আশংকায় ভীত হয়ে পড়ে। তখন ভারতীয় হাই কমিশনার জানান, এ বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ দেয়া হবে, বাংলাদেশ অনেক সহজে বিদ্যুৎ সুবিধা পাবে। আমাদের দেশের সরকারও এ কথাকে সমর্থণ করে।
বাংলাদেশের অন্যান্য সমস্যার কথা না হয় বাদ দিলাম। কিন্তু যেখানে ভারতেই বিদ্যুতের চরম সংকট, টিপাইমুখ জল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মত আরো দশ বিশটা প্রকল্প চালু করলেও ভারতের এ সংকট শেষ হবার নয়, সেখানে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ দেবার সম্ভাবনা কতটুকু তা এ ব্লগের চিন্তাশীল ব্লগারদের উপরই চেড়ে দিলাম।
আপনারাই বলে দিন না, এ টিপাইমুখ জল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে আমাদের সরকারের কি করণীয় হওয়া উচিৎ।
সবার কার্যকর অংশগ্রহণ কামনায় শেষ করলাম।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




