আমার ভাই সেই ছোট্টবেলা থেকেই একটু চুলকানী আছে।
ভাবছিলাম এ বৈশাখে কোন ইতিহাস বিষয়ক লেখা পোষ্ট করব না। কিন্তু পারলাম না। ঐ যে চুলাকানীর কথা বললাম না। খুব খারাপ রোগ। আগে বুঝিনি। এখন বুঝতাছি।
কিছু বইয়ে পড়েছি, ২৫ মার্চ ১৯৭১ এর হত্যাযজ্ঞের পর যখন এ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা পশ্চিমবাংলা সহ ভারতের বিভিন্ন হোটেলে আশ্রয় নেন (আশ্রয় নেন বললে ইতিহাস বিকৃত করা হবে, প্রকৃতপক্ষে একটু নিরিবিলি পরিবেশে অসভ্য আনন্দ ফুর্তিতে মেতে উঠেন) তখন এদের ছাত্র জনতাকে সাথে নিয়ে দেশীয় সেনাকর্মকর্তারা পাল্টা আক্রমনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির চিন্তা ভাবনা এবং চেষ্টা করেতে লেগেছিলেন। অবশ্য পরবর্তীতে অনেক সেনা কর্মকর্তা যেমন এ ধারায় যুক্ত হন , তেমনি যুক্ত হন অনেক ফুর্তিবাজ নেতাও।
যাই হোক মেজর জলিল ছিলেন সে সময়েরই একজন মুক্তিযুদ্ধ সংগঠক এবং ৯ নং সেক্টরের কমান্ডার। কখনো পেছনে থেকে কখনো সাথে থেকে আবার কখনো নিজেই অস্র চালিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। দেশ স্বাধীনে তার ভূমিকার জন্য রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত হন।
অথচ এ বীর সৈনিককেই স্বাধীন বাংলাদেশে গ্রেফতার করা হয় 'রাজবন্দী' হিসেবে।
কিন্তু কি ছিল তার অপরাধ আমরা কি জানি ? অনেকেই জানি না ? কখনো কি জানার চেষ্ঠা করেছি ? অনেকেই বলবেন, না করিনি তো।
আসুন জানার চেষ্টা করি।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




