তবুও আইন-শৃংখলা বাহিনীকে সাধুবাদ জানাই। অন্তত কয়েকটা হলেও সসস্ত্র সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
অস্ত্র নিয়ে প্রকাশ্যে ধাওয়া করেছে এসব অপরাধী।
তবে এ কাজটাও সমালোচিত। কারণ এর আগে একাধিক স্থানে ছাত্রলীগ ক্যাডাররা শুধু অস্ত্রে মহড়াই নয়, অস্ত্রের ব্যবহারও দেখিয়েছে। এবং তা প্রকাশ্যেই। তাদের এ্যাকশানকালীন ছবি দেশের সবগুলো গনমাধ্যমে প্রকাশ হলেও এ ব্যাপারে মাত্র এক ছুনোফুটিই গ্রেফতার হয়েছে।
এটা সমালোচনার যোগ্য। আইনের কাছে সবাইকেই সমান দৃষ্টিতে দেখা উচিত। 'ওরা সরকারী দলের আর ওরা বিরোধী দলের' এটা আইনের নীতি হতে পারে না।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১০ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




