স্মৃতিচারণ মূলক পোষ্ট বরাবরই আমার ভালো লাগে। তাই ব্লগে শৈশব, হারানো দিন আর স্মৃতিচারণ খুঁজে বেড়াই। খুব একটা পেতাম না। দুয়েক জন নিয়মিত স্মৃতিচারণ করতেন। আমাকে আকৃষ্ট করতো খুব। এই সময় ব্লগে স্মৃতিচারণ আহবান করা হয়েছে। সেই সুবাদে ব্লগে প্রতিদিন একাদিক স্মৃতিচারণ পোষ্ট হচ্ছে। কোন ব্লগার দুই তিনটা স্মৃতিচারণ মূলক পোষ্ট লিখে ফেলেছে। ব্লগের একজন শ্রদ্ধাভাজন ব্লগার
ডঃ এম এ আলী এর পোষ্টটা আজ অনেক সময় নিয়ে পড়লাম। সাধারণত পোষ্ট বলা চলে। ব্লগার সোনালী ডানার চিল সহজ সোজা ভাষায় দারুণ এক স্মৃতিচারণ ফুটিয়ে তুলেছেন। একেবারে স্পষ্ট আর ঝকঝকে। চোখ আর মনে আরাম দিল।
আমার বেশ কিছু শৈশব স্মৃতি থাকলেও লেখা হয়না। চোখের সামনে দৃশ্যপট কল্পনা করে এনে সেখান থেকে হরফে লিখে ফেলা দুরহ ব্যপার। যারা পারেন তাদের কে হিংসা করতে হয়।
আমার কাছে সেই স্মৃতিচারণ সবচেয়ে ভালো সেখানে ঠোঁটের কোণে হাসির সাথে চোখ দুটো ছলছল করবে। বুকে এটা মোচড় দিবে। অপেক্ষায় আছি , এখনো পাইনি।
ইসস আমি যদি লিখতে পারতাম- ভাবতে ভাবতে চার মাস চলে গেলো চারাগাছের। এখনো বড় হলো না। ওদিকে বড় হওয়া গাছ গুলো কেটে ফেলা হচ্ছে সৌন্দর্যের তাগিদে। অনেকদিন বাদে নিউমার্কেট এরিয়ায় গিয়েছিলাম আজ। জীবনের বেশ কিছু বছর এই এড়িয়াতে কাটিয়েছি। ব্লগে কারো পোষ্টে যখন নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, শাহবাগ দেখি তখন থমকে যায়। নড়তে মন চাইনা আর।
নিউমার্কেট গিয়ে আজকেও তেমন থমকে গেলাম। গাউছিয়া নিউমার্কেট সংযোগ ফুটওভার ব্রীজটা ভেঙ্গে ফেলা হয়েছে। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগলো। এই ফাঁকা চোখে আমরা সৌন্দর্য খুঁজে বেড়াই আর মনও তেমন তুষ্ট হয় না।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২৩ রাত ১:১৬