
স্ক্রিনের ছবিতে যে কয়টি রং আপনি দেখতে পাচ্ছেন সেগুলোর গন্ধ একটু শুকে দেখুন তো। কোন রং এর গন্ধ আপনার ভালো লাগে? আচ্ছা, আরেকটু সহজ করে দিচ্ছি। এই রং গুলো একবার কানে শুনুন তো। কোন রং শুনতে বেশি ভালো লাগলো? আরো সহজ করে দেই। আপনার হাত দিয়ে টেবিলের উপরে আঘাত করে, শব্দ করুন। এবার, সেই শব্দটি দেখুন। সেই শব্দের কি রং, সেটা আমাকে জানান। এত সহজ কাজগুলো, কোনটাই করতে পারলেন না। রং শুনতে পারেন না, শব্দ দেখতে পারেন না। কারণ, আপনার দেহে এমন করার ক্ষমতা নেই।
মনে রাখবেন : আপনি রং শুকতে বা শুনতে পান না, কিন্তু রং জিনিসটা ঠিকই আছে। আপনি শব্দ দেখতে পান না, কিন্তু শব্দ জিনিসটা ঠিকই আছে। সমস্যা আপনার নিজের। আপনার দেহে এমন শোনা ও দেখার ব্যবস্থা নেই। আপনি সৃষ্টিকর্তা আল্লাহকে দেখতে পারেন না, শুনতে পারেন না, কারণ - আপনার দেহে তেমন ব্যবস্থা নেই। জান্নাতে আল্লাহ সেই ব্যবস্থা দান করবেন। তাতে জান্নাতবসিরা আল্লাহকে দেখতে পারবে। দুনিয়াটা আমাদের জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষায় সময়ে আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ দেন নি। দেখার সুযোগ না পেয়েও, আপনি আল্লাহর ইবাদত করবেন, এটাই আপনার পরীক্ষা।
★আমার এক ছোট্ট ভাই কৌতুহল বসত এই প্রশ্নটি করে বসে। তারই প্রেক্ষিতে আমার ক্ষুদ্র উত্তর টি এই ব্লগে প্রকাশ করলাম যাতে অন্যেরাও এ বিষয়টি খুব সহজেই অনুধাবন করেতে পারে।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




